ETV Bharat / state

ববির এলাকায় ভোট প্রচারে বাধা ! পুলিশের সঙ্গে বাদানুবাদ সায়রার - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ার পর এবার ফিরহাদ হাকিমের বিধানসভা এলাকায় সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম ভোট প্রচারে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে ৷

Lok Sabha Election 2024
Lok Sabha Election 2024
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 31, 2024, 3:55 PM IST

ভোট প্রচারে সায়রা শাহ হালিমকে বাধা দেওয়ার অভিযোগ

কলকাতা, 31 মার্চ: 3 দিন পর একই ঘটনার পুনরাবৃত্তি । ফের ভোট প্রচারে সায়রা শাহ হালিমকে বাধা দেওয়ার অভিযোগ । এবার ঘটনাস্থল রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বিধানসভা কেন্দ্র বন্দর এলাকা ৷ এর জেরে রবিবার সকালে পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়লেন কলকাতা দক্ষিণের এই সিপিএম প্রার্থী । নির্বাচন কমিশনের অনুমতি থাকা সত্ত্বেও কেন পুলিশ ভোট প্রচারে বাধা দিচ্ছে, সে বিষয়ে বারে বারে প্রশ্ন তোলেন বাম কর্মী সমর্থকরা ।

এর আগে গত 28 তারিখে একইভাবে ভবানীপুরের হরিশ মুখার্জি রোডে সায়রাকে ভোট প্রচারে বাধা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে । ওই এলাকায় থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় । সেদিন সকালে সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিমকে ওই এলাকায় ভোট প্রচারে বাধা দেওয়ার অভিযোগ সামনে আসে । প্রায় দশ মিনিট ধরে পুলিশের সঙ্গে সায়রা শাহ হালিমের তর্ক হয় সেদিন। পুলিশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করার হুঁশিয়ারিও দেন প্রার্থী। পরে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগও করা হয় ।

একইভাবে এদিন কলকাতা পৌরনিগমের 133 নম্বর ওয়ার্ডের গার্ডেনেরিচ থানার হরিবাবু পল্লি লেনে বাম প্রার্থীকে ভোট প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে । সিপিএম কর্মী জয়ব্রত বেরা সায়রা শাহ হালিমের হয়ে নির্বাচন কমিশনের থেকে ভোট প্রচারের অনুমতি গ্রহণ করেন । তিনি বলেন, "সকাল সাড়ে 9টা থেকে বন্দর বিধানসভা এলাকায় ভোট প্রচারের অনুমতি নেওয়া হয়েছে । বেলা 1টা পর্যন্ত বিভিন্ন রাস্তায় ঘোরার কথা ছিল । কিন্তু আচমকা হরিবাবু পল্লি লেনে প্রবেশে বাধা দেয় কলকাতা পুলিশ । তাঁদের বক্তব্য, রুট পরিবর্তন করা হয়েছে । কিন্তু আমাদের কাছে সে বিষয়ে কোনও তথ্য নেই । আমাদের জানানো হয়নি ।" খেয়াল খুশি মতো রুট পরিবর্তন হয় কীভাবে, সে বিষয়েও প্রশ্ন তোলেন সিপিএম কর্মী সমর্থকরা ।

এদিকে, সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিমের যুক্তি, আইন অনুযায়ী রাস্তা সকলের । সেখানে কেন তাঁকে প্রচারে বাধা দেওয়া হচ্ছে ? অনুমতি থাকলে প্রচারে বাধা দিতে পারে না পুলিশ । ঘটনার ভিডিয়ো শেয়ার করে সিপিএমের কলকাতা জেলা কমিটির এক নেতার অভিযোগ, "ফের 'চটিচাটা', 'দলদাস' পুলিশ বাধা দিল ! নিবার্চন কমিশনের অনুমতি থাকার পরও সায়রা শাহ হালিমের অঞ্চল পরিক্রমায় বাধা দিল গার্ডেনরিচ থানার পুলিশ ।"

আরও পড়ুন:

  1. মমতার পাড়ায় প্রচারে বাধা সায়রা শাহ হালিমকে ! পুলিশের বিরুদ্ধে কমিশনে সিপিএম
  2. ববির পাড়ায় বিকাশের হুংকার, রবিবারে জমজমাট সায়রার প্রচার
  3. ভোট চাইতে মমতার দুয়ারে যেতে চান বামপ্রার্থী সায়রা

ভোট প্রচারে সায়রা শাহ হালিমকে বাধা দেওয়ার অভিযোগ

কলকাতা, 31 মার্চ: 3 দিন পর একই ঘটনার পুনরাবৃত্তি । ফের ভোট প্রচারে সায়রা শাহ হালিমকে বাধা দেওয়ার অভিযোগ । এবার ঘটনাস্থল রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বিধানসভা কেন্দ্র বন্দর এলাকা ৷ এর জেরে রবিবার সকালে পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়লেন কলকাতা দক্ষিণের এই সিপিএম প্রার্থী । নির্বাচন কমিশনের অনুমতি থাকা সত্ত্বেও কেন পুলিশ ভোট প্রচারে বাধা দিচ্ছে, সে বিষয়ে বারে বারে প্রশ্ন তোলেন বাম কর্মী সমর্থকরা ।

এর আগে গত 28 তারিখে একইভাবে ভবানীপুরের হরিশ মুখার্জি রোডে সায়রাকে ভোট প্রচারে বাধা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে । ওই এলাকায় থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় । সেদিন সকালে সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিমকে ওই এলাকায় ভোট প্রচারে বাধা দেওয়ার অভিযোগ সামনে আসে । প্রায় দশ মিনিট ধরে পুলিশের সঙ্গে সায়রা শাহ হালিমের তর্ক হয় সেদিন। পুলিশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করার হুঁশিয়ারিও দেন প্রার্থী। পরে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগও করা হয় ।

একইভাবে এদিন কলকাতা পৌরনিগমের 133 নম্বর ওয়ার্ডের গার্ডেনেরিচ থানার হরিবাবু পল্লি লেনে বাম প্রার্থীকে ভোট প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে । সিপিএম কর্মী জয়ব্রত বেরা সায়রা শাহ হালিমের হয়ে নির্বাচন কমিশনের থেকে ভোট প্রচারের অনুমতি গ্রহণ করেন । তিনি বলেন, "সকাল সাড়ে 9টা থেকে বন্দর বিধানসভা এলাকায় ভোট প্রচারের অনুমতি নেওয়া হয়েছে । বেলা 1টা পর্যন্ত বিভিন্ন রাস্তায় ঘোরার কথা ছিল । কিন্তু আচমকা হরিবাবু পল্লি লেনে প্রবেশে বাধা দেয় কলকাতা পুলিশ । তাঁদের বক্তব্য, রুট পরিবর্তন করা হয়েছে । কিন্তু আমাদের কাছে সে বিষয়ে কোনও তথ্য নেই । আমাদের জানানো হয়নি ।" খেয়াল খুশি মতো রুট পরিবর্তন হয় কীভাবে, সে বিষয়েও প্রশ্ন তোলেন সিপিএম কর্মী সমর্থকরা ।

এদিকে, সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিমের যুক্তি, আইন অনুযায়ী রাস্তা সকলের । সেখানে কেন তাঁকে প্রচারে বাধা দেওয়া হচ্ছে ? অনুমতি থাকলে প্রচারে বাধা দিতে পারে না পুলিশ । ঘটনার ভিডিয়ো শেয়ার করে সিপিএমের কলকাতা জেলা কমিটির এক নেতার অভিযোগ, "ফের 'চটিচাটা', 'দলদাস' পুলিশ বাধা দিল ! নিবার্চন কমিশনের অনুমতি থাকার পরও সায়রা শাহ হালিমের অঞ্চল পরিক্রমায় বাধা দিল গার্ডেনরিচ থানার পুলিশ ।"

আরও পড়ুন:

  1. মমতার পাড়ায় প্রচারে বাধা সায়রা শাহ হালিমকে ! পুলিশের বিরুদ্ধে কমিশনে সিপিএম
  2. ববির পাড়ায় বিকাশের হুংকার, রবিবারে জমজমাট সায়রার প্রচার
  3. ভোট চাইতে মমতার দুয়ারে যেতে চান বামপ্রার্থী সায়রা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.