ETV Bharat / state

তারুণ্যে জোর সিপিএমে, দলে তরুণ-প্রবীণের সংখ্যা সমান সমান রাখতে চান সেলিমেরা - CPIM BENGAL STATE COMMITTEE

CPIM STATE COMMITTEE MEETING: সিপিএম-এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি দলে তরুণ-বৃদ্ধদের সমানুপাতিক হারে সদস্যপদ দিতে উদ্যোগী হয়েছে ৷ তরুণ সদস্যদের নথিভূক্তকরণে উদ্যোগী হয়েছেন মহম্মদ সেলিম, সূর্যকান্ত মিশ্ররা।

CPIM STATE COMMITTEE MEETING
সিপিএমে তরুণ-প্রবীণের সংখ্যা সমান সমান রাখতে চান সেলিমেরা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 3, 2024, 7:31 AM IST

কলকাতা, 3 অক্টোবর: সিপিএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক পদে মহম্মদ সেলিম বসার পর থেকেই তারুণ্যের জয় গান শোনা গিয়েছে। এবার দলের সদস্য পদেও সেই তরুণ সদস্যদের নথিভূক্তকরণে উদ্যোগী হয়েছে আলিমুদ্দিন স্ট্রিট। অর্থাৎ, তরুণ-বৃদ্ধদের সমানুপাতিক হারে সদস্যপদ দিতে উদ্যোগী হয়েছেন মহম্মদ সেলিম, সূর্যকান্ত মিশ্ররা।

দলের মোট সদস্য পদের 50 শতাংশ বয়স পঞ্চাশের নিচে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনও এরিয়া কমিটির মোট সদস্য সংখ্যার 30 শতাংশের বয়স 40 বছরের মধ্যে থাকবে। তাদের মধ্যে আবার একজনের বয়স 31 বছরের কম। বাকি 20 শতাংশের বয়স 50 বছরের মধ্যে থাকবে। তবে, বয়সের বিধি মানতে গিয়ে 'অপরিণত'কে জায়গা দেওয়া যাবে না।

পুজোর পরে রাজ্যের বিভিন্ন এরিয়া কমিটির সম্মেলন শুরু হবে তার আগেই আজকের একদিনের রাজ্য কমিটির বৈঠকে এ বিষয়ে স্পষ্ট করে দেওয়া হয়েছে। কোনও ভাবেই যাতে এই নিয়মকে লঙ্ঘন না করা হয়, তা-ও কড়াকড়ি ভাবে জানিয়েছেন সেলিম। সূত্রের খবর, বুধবারের বৈঠকের শুরুতেই রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, "কম বয়সীদের দলে জায়গা দিতে গেলে বয়সের বিধি কঠোর ভাবে মানা প্রয়োজন। কোনও ভাবেই শিথিলতা দেখানো যাবে না।"

সূত্রের আরও দাবি, আরজি কর ইস্যুতে রাজ্যজুড়ে চলমান আন্দোলনের আলোচনা হয়েছে। সাধারণ মানুষ যে ভাবে রাস্তায় নেমেছেন, তাতে জনসাধারণের যে ক্ষোভ রয়েছে, তা প্রকাশ পাচ্ছে । তাই ঝান্ডা না নিয়েই সেই মিছিলে বা প্রতিবাদে সামিল হয়ে মানুষের সঙ্গে ঐক্য তৈরির বার্তাও দেওয়া হয়েছে।

এদিকে আজ সিপিএমের প্রাক্তন সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির স্মরণ সভার আয়োজন করা হয়েছে। বিকেল সাড়ে চারটা নাগাদ সিপিএম কলকাতা জেলা কমিটির সদর দফতর প্রমদ দাশগুপ্ত ভবনে এই স্মরণসভা আয়োজিত হবে । এই সভায় উপস্থিত থাকবেন প্রকাশ করাট-সহ দলের একাধিক নেতৃত্ব।

আরও পড়ুন
আরজি কর: প্রতিবাদী নারীদের হয়রানি ! সহায়তায় মহিলা আইনজীবীদের দল গড়ল সিপিএম

কলকাতা, 3 অক্টোবর: সিপিএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক পদে মহম্মদ সেলিম বসার পর থেকেই তারুণ্যের জয় গান শোনা গিয়েছে। এবার দলের সদস্য পদেও সেই তরুণ সদস্যদের নথিভূক্তকরণে উদ্যোগী হয়েছে আলিমুদ্দিন স্ট্রিট। অর্থাৎ, তরুণ-বৃদ্ধদের সমানুপাতিক হারে সদস্যপদ দিতে উদ্যোগী হয়েছেন মহম্মদ সেলিম, সূর্যকান্ত মিশ্ররা।

দলের মোট সদস্য পদের 50 শতাংশ বয়স পঞ্চাশের নিচে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনও এরিয়া কমিটির মোট সদস্য সংখ্যার 30 শতাংশের বয়স 40 বছরের মধ্যে থাকবে। তাদের মধ্যে আবার একজনের বয়স 31 বছরের কম। বাকি 20 শতাংশের বয়স 50 বছরের মধ্যে থাকবে। তবে, বয়সের বিধি মানতে গিয়ে 'অপরিণত'কে জায়গা দেওয়া যাবে না।

পুজোর পরে রাজ্যের বিভিন্ন এরিয়া কমিটির সম্মেলন শুরু হবে তার আগেই আজকের একদিনের রাজ্য কমিটির বৈঠকে এ বিষয়ে স্পষ্ট করে দেওয়া হয়েছে। কোনও ভাবেই যাতে এই নিয়মকে লঙ্ঘন না করা হয়, তা-ও কড়াকড়ি ভাবে জানিয়েছেন সেলিম। সূত্রের খবর, বুধবারের বৈঠকের শুরুতেই রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, "কম বয়সীদের দলে জায়গা দিতে গেলে বয়সের বিধি কঠোর ভাবে মানা প্রয়োজন। কোনও ভাবেই শিথিলতা দেখানো যাবে না।"

সূত্রের আরও দাবি, আরজি কর ইস্যুতে রাজ্যজুড়ে চলমান আন্দোলনের আলোচনা হয়েছে। সাধারণ মানুষ যে ভাবে রাস্তায় নেমেছেন, তাতে জনসাধারণের যে ক্ষোভ রয়েছে, তা প্রকাশ পাচ্ছে । তাই ঝান্ডা না নিয়েই সেই মিছিলে বা প্রতিবাদে সামিল হয়ে মানুষের সঙ্গে ঐক্য তৈরির বার্তাও দেওয়া হয়েছে।

এদিকে আজ সিপিএমের প্রাক্তন সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির স্মরণ সভার আয়োজন করা হয়েছে। বিকেল সাড়ে চারটা নাগাদ সিপিএম কলকাতা জেলা কমিটির সদর দফতর প্রমদ দাশগুপ্ত ভবনে এই স্মরণসভা আয়োজিত হবে । এই সভায় উপস্থিত থাকবেন প্রকাশ করাট-সহ দলের একাধিক নেতৃত্ব।

আরও পড়ুন
আরজি কর: প্রতিবাদী নারীদের হয়রানি ! সহায়তায় মহিলা আইনজীবীদের দল গড়ল সিপিএম
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.