দুর্গাপুর, 30 অগস্ট: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা দুর্গাপুর ব্যারাজের রাস্তার ৷ রাস্তা সংস্কারের দাবি জানিয়েও লাভ না-হওয়ায়, এবার পথ অবরোধ ও সেচ দফতর ঘেরাও করল স্থানীয় সিপিআইএম নেতৃত্ব ৷ তাঁদের অভিযোগ, 2023 সালের জুলাই মাসে পাশ হয়ে যাওয়া টেন্ডারের কাজ এখনও পড়ে রয়েছে ৷ পুজোর পর ডিভিসি-র এই রাস্তা পাকাপাকিভাবে মেরামতির দাবিতে সেচ দফতরে স্মারকলিপি জমা দিয়েছেন তাঁরা ৷ দাবি মানা না-হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সিপিআইএম ৷
বাঁকুড়া থেকে লাগোয়া দুর্গাপুর আসানসোল শিল্পাঞ্চল তথা বর্ধমান ও কলকাতার সঙ্গে সংযোগকারী অন্যতম রাস্তায় রয়েছে দুর্গাপুর ব্যারেজ ৷ এই ব্যারেজ দিয়েই প্রতিদিন কয়েক হাজার বাস, ট্রাক ও ছোট গাড়ি যাতায়াত করে ৷ অভিযোগ, বর্ষার আগে থেকেই ব্যারেজের উপর তৈরি সেতুর রাস্তা বেহাল হয়ে পড়ে আছে ৷ সেতুর উপরের রাস্তায় তৈরি হয়েছে বড় বড় গর্ত ৷ সেই গর্তে পড়ে প্রায়শই ব্যারেজে ঘটে চলেছে দুর্ঘটনা ৷
এই অবস্থায় রাস্তা মেরামতির দাবিতে বর্ষার আগেই সেচ দফতরে বিক্ষোভ দেখায় বড়জোড়া সিপিআইএম নেতৃত্ব ৷ এর পরপরই সেচ দফতরের তরফে ইটের টুকরো দিয়ে গর্ত বুজিয়ে রাস্তা সাময়িক মেরামত করা হয় বলে অভিযোগ ৷ কিন্তু, চলতি বর্ষার জলে সেই ইটের টুকরো উঠে গিয়ে রাস্তার হাল, পুনরায় বেহাল হয়ে গিয়েছে ৷ এই পরিস্থিতিতে অবিলম্বে ব্যারেজের রাস্তা পাকাপাকিভাবে মেরামতির দাবি উঠেছে ৷ আজ সকালে দুর্গাপুর ব্যারেজের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় সিপিআইএম নেতৃত্ব ৷ বিক্ষোভ দেখানো হয় সেচ দফতরেও ৷
বিক্ষোভকারীদের তরফে সিপিআইএমের বড়জোড়া এরিয়া কমিটির সম্পাদক সুজয় চৌধুরী অভিযোগ করেছেন, 2023 সালের জুলাই মাসে ওই রাস্তা মেরামতির ওয়ার্ক অর্ডার হলেও, সরকারি টালবাহানায় আজও সেই কাজ শুরু হয়নি ৷ তার জেরে দুর্ভোগের শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে ৷ অবিলম্বে রাস্তা মেরামত করা না-হলে, আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি ৷