ঝাড়গ্রাম, 4 জুন: জঙ্গলমহলের রায় কোন দিকে ? জঙ্গলমহলের ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের ক্ষমতা ধরে রাখতে পারবে বিজেপি ? নাকি ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের দখল নেবে তৃণমূল কংগ্রেস ? বাম আমলে একদা লালদুর্গ হিসেবে পরিচিত জঙ্গলমহল পুনরুদ্ধার করতে পারবে বামেরা ? নাকি জাতিসত্ত্বার দাবিকে সামনে রেখে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের দখল নিতে চলেছে কুড়মিরা ? জঙ্গলমহলের রায় জানার জন্য কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে শুরু হল ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের ভোটগণনা ।
মঙ্গলবার ঝাড়গ্রাম শহরে অবস্থিত রানি ইন্দ্রা দেবী গভর্নমেন্ট গার্লস কলেজে ভোটগণনা শুরু হয় । নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভায় মোট 2018টি বুথ রয়েছে । একইসঙ্গে, সাতটি বিধানসভার বুথ ভিত্তিক গণনা শুরু হবে । নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম ও গড়বেতা বিধানসভার ক্ষেত্রে 14টি টেবিলে যথাক্রমে 19, 21, 19, 19 রাউন্ড গণনা হবে । বিনপুর বিধানসভার ক্ষেত্রে 18টি টেবিলে 16 রাউন্ড গণনা হবে । বান্দোয়ান বিধানসভার ক্ষেত্রে 18টি টেবিলে 20 রাউন্ড গণনা হবে । শালবনী বিধানসভার ক্ষেত্রে 18টি টেবিলে 18 রাউন্ড গণনা হবে । সবমিলিয়ে সাতটি কাউন্টিং হলে 110টি টেবিলে মোট 132 রাউন্ড গণনা হবে বলে জানা গিয়েছে ।
প্রসঙ্গত, ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে তৃণমূল, বিজেপি, সিপিআইএম, কুড়মি, নির্দল-সহ মোট 13 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন । তৃণমূলের প্রার্থী কালীপদ সরেন, বিজেপির প্রার্থী ডা. প্রণত টুডু, সিপিআইএমের প্রার্থী সোনামনি টুডু, বহুজন সমাজ পার্টির অরুণ কুমার হাঁসদা, অল ইন্ডিয়া সেকুলার ফন্টের প্রার্থী বাপি সরেন, আম্বেদকরাইট পার্টি অফ ইন্ডিয়ার বীরবাসীর বাস্কে , বহুজন মুক্তি পার্টির সুরেন্দ্রনাথ সিং, এসইউসিআই-এর সুশীল মান্ডি, ঝাড়খণ্ড পিপলস পার্টির সূর্য সিং বেসরা, এছাড়াও রয়েছেন চারটি নির্দল প্রার্থী । গুণধর সিং, বরুণ মাহাতো, বিপ্লব হেমরম, রামনাথ ওরাং । এই চারজনের মধ্যে বরুণ মাহাতো কুড়মি সমর্থিত নির্দল প্রার্থী । জঙ্গলমহলের রায় এই 13 জন প্রার্থীর মধ্যে কোন দিকে যায় তা কেবলমাত্র সময়ের অপেক্ষা ।