কলকাতা, 13 সেপ্টেম্বর: আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতির তদন্ত করতে গিয়ে বড়সড় তথ্য হাতে এলে ইডি-র ৷ সন্দীপ ঘোষের আত্মীয়র ফ্ল্যাট থেকে উদ্ধার করা হল ডাক্তারি পরীক্ষার উত্তরপত্রের কপি। এই কপি উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারী আধিকারিকরা। জানা গিয়েছে, সন্দীপ ঘোষের এক আত্মীয়ের ফ্ল্যাটে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালিয়ে ডাক্তারি পরীক্ষার উত্তরপত্রের এই কপি উদ্ধার করা হয়েছে ৷
আর এখানেই প্রশ্ন উঠছে যে, ডাক্তারি পরীক্ষার উত্তরপত্রের কপি কীভাবে সন্দীপ ঘোষের আত্মীয়ের বাড়ি থেকে পাওয়া গেল ? উত্তরপত্রের কপি তো সংশ্লিষ্ট হাসপাতালের প্রশাসনিক দফতর কিংবা স্বাস্থ্যভবনে বা যত উপযুক্ত দফতরে থাকা উচিত । ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর গোয়েন্দারা সন্দীপের ওই আত্মীয়ের খোঁজ পেয়েছেন ৷ তাঁকে আজই সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে।
মূলত 2023 সালে আরজি কর হাসপাতালে যে দুর্নীতির ঘটনা ঘটেছে, সেই ঘটনার প্রথম সামনে আনেন সংশ্লিষ্ট হাসপাতালের ডেপুটি সুপার আখতার আলি। তবে, গত 9 অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজে চারতলার সেমিনার রুমে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনা সামনে আসার পর সন্দীপের বিরুদ্ধে মুখ খোলেন তিনি ৷ আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতির ঘটনার তড়িঘড়ি তদন্ত শুরু করে রাজ্য সরকার। গঠিত হয় সিট। তবে কোর্টের নির্দেশে সেই তদন্তভারও চলে যায় সিবিআই দুর্নীতি দমন শাখার হাতে। যেহেতু আর্থিক তছরুপের ঘটনা, ফলে সিবিআই-এর দুর্নীতি দমন শাখার পাশাপাশি এই ঘটনার তদন্ত শুরু করছে ইডিও।
তদন্তে নেমেই প্রথমে ম্যারাথন তল্লাশি অভিযান দিয়ে শুরু করেন ইডি গোয়েন্দারা । তল্লাশি অভিযানে সন্দীপ ঘোষের এক আত্মীয়ের ফ্ল্যাট থেকে একাধিক সামগ্রী উদ্ধার করেন তদন্তকারিরা ৷ এর মধ্যে রয়েছে ডাক্তারি পরীক্ষার উত্তরপত্রের কপি। এই কপি কীভাবে সন্দীপ ঘোষের আত্মীয়ের বাড়ি থেকে পাওয়া গেল, তা জানার জন্য আরজি করের প্রাক্তন অধ্যক্ষকেও জিজ্ঞাসাবাদ করতে চলেছে ইডি। সূত্রের খবর, খুব শীঘ্রই আদালতের অনুমতি নিয়ে প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি থাকা সন্দীপ ঘোষের সঙ্গে এই বিষয় কথা বলতে চান ইডি-র তদন্তকারী আধিকারিকরা।