ETV Bharat / state

কোচবিহারে রাস্তায় আবর্জনা ফেললে জরিমানা 1000 টাকা - Fine for Littering on Roads

Fine for Littering on Roads in Cooch Behar: কোচবিহার পুরসভার প্রতিটি ওয়ার্ডকে স্বচ্ছ রাখতে উদ্যোগ কর্তৃপক্ষের ৷ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে পুরসভার গাড়ির বদলে, রাস্তা বা নর্দমায় আবর্জনা ফেললে জরিমানার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা ৷

Fine for Littering on Roads in Cooch Behar
কোচবিহারে রাস্তায় আবর্জনা ফেললে জরিমানা 1000 টাকা ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 24, 2024, 7:31 PM IST

কোচবিহার, 24 অগস্ট: নিত্যদিনের আবর্জনা বাড়ির বাইরে ফেললেই জরিমানা ৷ তাও আবার পুরো 1 হাজার টাকা ৷ এমনই নির্দেশিকা জারি করেছে কোচবিহার পুরসভা ৷ কর্তৃপক্ষের তরফে দাবি করা হয়েছে, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে প্রত্যেক বাড়িতে বালতি দেওয়া হয়েছে ৷ প্রতিদিন সকালে বাড়ির সামনে আবর্জনা নেওয়ার জন্য পুরসভার ভ্যান যায় ৷ সেখানে আবর্জনা না ফেলে, রাস্তায় ফেললে এক হাজার টাকা জরিমানা করা হবে ৷

পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, "সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে প্রতি বাড়ি বাড়ি বালতি দেওয়া হয়েছে ৷ তাছাড়া প্রতিদিন সকালে বাড়ির সামনে আবর্জনা নেওয়ার জন্য আমাদের জঞ্জাল বিভাগের ভ্যান যায় ৷ সেখানে আবর্জনা না ফেলে, লোকজন রাস্তায় ফেলছে ৷ এতে সমস্যা হচ্ছে, রাস্তাঘাট নোংরা হচ্ছে ৷ তাই এবার থেকে রাস্তাঘাটে আবর্জনা ফেললে 500-1000 টাকা জরিমানা করা হবে ৷"

পুরসভা সূত্রে জানা গিয়েছে, এর আগে পুর এলাকার দোকানগুলির নোংরা আবর্জনা রাস্তায় কিংবা নর্দমায় ফেললে জরিমানা করার নির্দেশিকা জারি করা হয়েছিল ৷ পুর-কতৃপক্ষের দাবি রাস্তায় নোংরা আবর্জনা ফেললে নোংরা যেমন হচ্ছে ৷ আবার, নর্দমায় আবর্জনা পড়ে নিকাশি ব্যবস্থায় সমস্যা হচ্ছে ৷ যার জেরে পুরসভার একাধিক ওয়ার্ড জলমগ্ন হচ্ছে বলে অভিযোগ উঠেছে ৷ তাই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে, প্রতিটি ওয়ার্ডের বাড়ি-বাড়ি ঘুরে আবর্জনা সংগ্রহ করা হচ্ছে ৷

যেখানে পচনশীল ও অপচনশীল দু’ভাগে ভাগ করে আবর্জনা সংগ্রহ করা হচ্ছে ৷ পচনশীল আবর্জনা থেকে সার তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন পুরসভার চেয়ারম্যান ৷ কিন্তু, এই পরিকল্পনার বাস্তবায়নের এক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে ৷ অভিযোগ, অনেক বাড়িতে পচনশীল ও অপচনশীল আবর্জনা আলাদা রাখছে না ৷ পচনশীল ও অপচনশীল আবর্জনা এক সঙ্গে করে পুরসভার গাড়িতে ফেলে দিচ্ছেন নাগরিকরা ৷ অনেকে আবার রাস্তার ধারে, কিংবা নর্দমায় ফেলছেন ৷

এই পরিস্থিতিতে রাজার শহর কোচবিহারকে পরিষ্কার রাখতে কঠোর পদক্ষেপ নিল পুরসভা কর্তৃপক্ষ ৷ তবে, হাজার টাকা জরিমানার শাস্তি প্রয়োগ করার আগে নাগরিকদের সচেতন করার কাজ শুরু হয়েছে ৷ পুরসভা সূত্রে খবর, নাগরিকদের বোঝাতে 'নির্মলসাথী' কর্মীদের প্রতিটি ওয়ার্ডের প্রত্যেক বাড়িতে পাঠানো হচ্ছে ৷ কোন বাড়ি থেকে পুরসভার পাঠানো গাড়িতে নোংরা-আবর্জনা দেওয়া হচ্ছে ৷ আর কোন বাড়ি থেকে সেই নিয়ম পালন কার হচ্ছে না, তা নথিভুক্ত করছেন নির্মলসাথীরা ৷ সেই সঙ্গে তাঁদের বোঝানো হচ্ছে ৷

কোচবিহার, 24 অগস্ট: নিত্যদিনের আবর্জনা বাড়ির বাইরে ফেললেই জরিমানা ৷ তাও আবার পুরো 1 হাজার টাকা ৷ এমনই নির্দেশিকা জারি করেছে কোচবিহার পুরসভা ৷ কর্তৃপক্ষের তরফে দাবি করা হয়েছে, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে প্রত্যেক বাড়িতে বালতি দেওয়া হয়েছে ৷ প্রতিদিন সকালে বাড়ির সামনে আবর্জনা নেওয়ার জন্য পুরসভার ভ্যান যায় ৷ সেখানে আবর্জনা না ফেলে, রাস্তায় ফেললে এক হাজার টাকা জরিমানা করা হবে ৷

পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, "সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে প্রতি বাড়ি বাড়ি বালতি দেওয়া হয়েছে ৷ তাছাড়া প্রতিদিন সকালে বাড়ির সামনে আবর্জনা নেওয়ার জন্য আমাদের জঞ্জাল বিভাগের ভ্যান যায় ৷ সেখানে আবর্জনা না ফেলে, লোকজন রাস্তায় ফেলছে ৷ এতে সমস্যা হচ্ছে, রাস্তাঘাট নোংরা হচ্ছে ৷ তাই এবার থেকে রাস্তাঘাটে আবর্জনা ফেললে 500-1000 টাকা জরিমানা করা হবে ৷"

পুরসভা সূত্রে জানা গিয়েছে, এর আগে পুর এলাকার দোকানগুলির নোংরা আবর্জনা রাস্তায় কিংবা নর্দমায় ফেললে জরিমানা করার নির্দেশিকা জারি করা হয়েছিল ৷ পুর-কতৃপক্ষের দাবি রাস্তায় নোংরা আবর্জনা ফেললে নোংরা যেমন হচ্ছে ৷ আবার, নর্দমায় আবর্জনা পড়ে নিকাশি ব্যবস্থায় সমস্যা হচ্ছে ৷ যার জেরে পুরসভার একাধিক ওয়ার্ড জলমগ্ন হচ্ছে বলে অভিযোগ উঠেছে ৷ তাই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে, প্রতিটি ওয়ার্ডের বাড়ি-বাড়ি ঘুরে আবর্জনা সংগ্রহ করা হচ্ছে ৷

যেখানে পচনশীল ও অপচনশীল দু’ভাগে ভাগ করে আবর্জনা সংগ্রহ করা হচ্ছে ৷ পচনশীল আবর্জনা থেকে সার তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন পুরসভার চেয়ারম্যান ৷ কিন্তু, এই পরিকল্পনার বাস্তবায়নের এক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে ৷ অভিযোগ, অনেক বাড়িতে পচনশীল ও অপচনশীল আবর্জনা আলাদা রাখছে না ৷ পচনশীল ও অপচনশীল আবর্জনা এক সঙ্গে করে পুরসভার গাড়িতে ফেলে দিচ্ছেন নাগরিকরা ৷ অনেকে আবার রাস্তার ধারে, কিংবা নর্দমায় ফেলছেন ৷

এই পরিস্থিতিতে রাজার শহর কোচবিহারকে পরিষ্কার রাখতে কঠোর পদক্ষেপ নিল পুরসভা কর্তৃপক্ষ ৷ তবে, হাজার টাকা জরিমানার শাস্তি প্রয়োগ করার আগে নাগরিকদের সচেতন করার কাজ শুরু হয়েছে ৷ পুরসভা সূত্রে খবর, নাগরিকদের বোঝাতে 'নির্মলসাথী' কর্মীদের প্রতিটি ওয়ার্ডের প্রত্যেক বাড়িতে পাঠানো হচ্ছে ৷ কোন বাড়ি থেকে পুরসভার পাঠানো গাড়িতে নোংরা-আবর্জনা দেওয়া হচ্ছে ৷ আর কোন বাড়ি থেকে সেই নিয়ম পালন কার হচ্ছে না, তা নথিভুক্ত করছেন নির্মলসাথীরা ৷ সেই সঙ্গে তাঁদের বোঝানো হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.