কলকাতা, 9 জুলাই: বিধানসভা উপ-নির্বাচনের আর কয়েক ঘণ্টা বাকি! মানিকতলা বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচনে জেতার জন্য তাঁর সাহায্য চেয়েছেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে ৷ এই অভিযোগ প্রমাণে মঙ্গলবার সন্ধ্যা ঠিক 8টায় বিজেপি নেতার সঙ্গে কথোপকথনের পূর্ণাঙ্গ অডিয়ো ফাইলটি প্রকাশ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ৷
এর আগে দুপুরের দিকে তিনি কয়েক মিনিটের একটি অডিয়ো সামনে আনেন । পাশাপাশি দাবি করেন, ভোটে সাহায্য চেয়েছেন কল্যাণ। খানিক পরে এ নিয়ে সাংবাদিক সম্মেলনও করেন কুণাল। পালটা সাংবাদিকদের মুখোমুখি হয়ে কল্যাণ দাবি করেন, কুণালের কথাতেই তিনি ফোন করেছিলেন। পালটা কুণাল দাবি করেন রাত 8টায় পূর্ণাঙ্গ অডিয়ো প্রকাশ করবেন । সেই মতো সোশাল মিডিয়ায় 10 মিনিটের কিছু বেশি সময়ের অডিয়ো প্রকাশ করেন তিনি।
পূর্ণাঙ্গ অডিয়োতে কী শোনা গেল ?
তৃণমূল নেতা কুণাল ঘোষের প্রকাশিত অডিয়োয় শোনা যাচ্ছে, কুণাল বিজেপি প্রার্থীকে প্রশ্ন করছেন, আপনি আবার দাঁড়াতে গেলেন কেন ? এরপর বইমেলায় দু'জনের দেখা উঠে আসে ৷ এই সাক্ষাৎ নিয়ে কল্যাণ কয়েকটি মন্তব্য করেছিলেন। ফোনে কুণাল বলেন ওই সব মন্তব্য শুনে তাঁর খারাপ লেগেছে ৷ উত্তরে কল্যাণ বলেন, "ওটা পরিকল্পিতভাবে হয়েছে ৷ আমাকে দল থেকে ওই মন্তব্য করতে বলা হয়েছিল।"
কুণাল ঘোষের প্রকাশিত অডিয়োয় কুণালকে বলতে শোনা যাচ্ছে, "নির্বাচনে আমি কনভেনার ৷ সেক্ষেত্রে আপনার সঙ্গে আমার যতটাই পরিচিতি থাক না কেন, আমি আপনাকে কীভাবে সাহায্য করতে পারি, সেটা তো অবস্থানগত দিক থেকে খুবই অবাস্তব ৷"
কল্যাণ চৌবে: আপনি যা বলছেন, আমি একদম একমত ৷ তবু যদি মনে হয়, আপনি আমায় সাহায্য করতে পারেন ৷ আর স্বাভাবিকভাবে যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি ৷ সাহায্য চাইছি মানে জেতার জন্য সাহায্য চাইছি ৷
কুণাল ঘোষ: আপনি এতদিন মামলাটা করে আটকে রাখলেন ৷ এটা কি আপনার পক্ষে গেল ?
কল্যাণ চৌবে: এরও প্রেক্ষাপট রয়েছে ৷
কুণাল ঘোষ: আমার কাজ এখন আপনাকে বা আপনার দলকে কত ভোটে হারানো যায় সেটা দেখা ৷ মানুষ কী করবেন, সে তো মানুষের বিষয় ৷ আমার কাজ, দল দিয়েছে, আসনটাকে জিতিয়ে আনা ৷
কল্যাণ চৌবে: আমি শুধু একটাই কথা বলতে চাই, আপনি তো ফুটবল অনেক দিন দেখছেন ৷ সাংবাদিক ছিলেন ৷ এখনও ক্লাবের সদস্য ৷ যদি কলকাতা ময়দানে গত 30 বছরে 5 জন ভদ্রলোক খেলোয়াড় থাকে, স্বাভাবিকভাবে একটা নাম আমার ৷... কুণালদা, আপনাকে অনুরোধ করছি ৷ একটা উপ-নির্বাচনে তো সরকার গড়বে না, ভাঙবে না ৷
কুণাল ঘোষ: আমরাও মানুষকে সেটাই বলছি ৷ সরকার পক্ষের লোককে করুন, যাতে এলাকায় আরও ভালো করে কাজ হয় ৷ এটা বক্তৃতারও লাইন ৷
কল্যাণ চৌবে: আমি যদি এখান থেকে বিধায়ক হতে পারি, তাহলে সেখানে আপনার একটা বৃহৎ ভূমিকা থাকবে ৷
কুণাল ঘোষ: তাহলে তো আরেক সর্বনাশ! না হতে পারলে তো এই বৃহৎ ভূমিকা তো সেক্ষেত্রেও থাকবে ৷
কল্যাণ চৌবে: যদি ভবিষ্যতে সর্বভারতীয় পর্যায়ে হোক, কি রাজ্য পর্যায়ে, কোথাও আপনার মনে হয়, আমি আপনাকে অ্যাকোমডেট করার চেষ্টা করব ৷
কুণাল ঘোষ: ধন্যবাদ ৷ আমার এসবে আগ্রহ নেই ৷
ভোটের ঠিক একদিন আগে মঙ্গলবার দুপুরে কুণাল ঘোষ দাবি করেন, মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে ভোটে জিততে তাঁর সাহায্য চেয়েছেন ৷ রবিবার 7 জুলাই রাত 11.30 মিনিটে তৃণমূল নেতাকে ফোন করেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ ৷ তিনি কুণালকে দলের অন্দরে অন্তর্ঘাতও করতে বলেছেন ৷ এমনকী এই সাহায্যের বদলে তিনি কৃতজ্ঞতাস্বরূপ কুণালকে রাজ্য ও জাতীয় স্তরে খেলায় কোনও পদে ব্যবস্থা করে দেবেন বলে প্রস্তাব দিয়েছেন ৷ উল্লেখ্য, এই কেন্দ্রে ভোট পরিচালনা করতে কোর কমিটি গঠন করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই কমিটির প্রধান কুণাল ঘোষ ৷ প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডের সঙ্গে নির্বাচনী প্রচারও সেরেছেন কুণাল ৷
এদিকে কুণালের এই দাবির পরে পালটা দাবি করে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে জানান, তিনি সৌজন্য বোধে তৃণমূল নেতাকে ফোন করেছিলেন ৷ তাঁর কথায়, "কথাটা আসলে উলটো ৷ কিছুদিন আগে তিনি (কুণাল ঘোষ) মিডিয়েটরের মাধ্যমে প্রস্তাব পাঠান বিজেপিতে যোগ দিতে চান ৷ সেখান থেকে এই কথা শুরু হয় ৷ আমি অবাক হয়ে যাই, যে সময় কলকাতায় বিজেপি আসন পায়নি, সেই সময় তিনি কেন বিজেপিতে যোগ দিতে চান ! এই মাসের শেষের দিকে তিনি পশ্চিমবঙ্গের বাইরে কোথাও বৈঠক করতে চেয়েছিলেন ৷ এভাবেই কথা শুরু হয় ৷" তৃণমূলের কুণাল ঘোষকে ফোন করার কথা অবশ্য স্বীকার করে নিয়েছেন বিজেপির কল্যাণ চৌবে ৷ তিনি বলেন, "আমি বিজেপির প্রার্থী হিসেবে দাঁড়িয়েছি ৷ আমার কাজ মানুষের কাছে ভোট চাওয়া এবং সেই প্রেক্ষিতেই আমি বলেছিলাম ৷ সেটা আপনারা শুনেছেন ৷"