চন্দননগর, 17 জুন: জুটমিলের শেডে পিচ চট লাগানোর সময় পড়ে গিয়ে মৃত্যু হল এক ঠিকা শ্রমিকের । নাম দুলাল মালা (45)। তিনি বারাসতের বাসিন্দা । সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে চন্দননগর গোন্দলপাড়া জুটমিলে । এদিন জুট মিলে অ্যাসবেস্টার শেডের ওপর পিচ চট লাগাবার কাজ করছিলেন চারজন শ্রমিক । সন্ধ্যা 6টা নাগাদ হটাৎ অ্যাসবেস্টারের একটি অংশ ভেঙে পড়ে । দোতলা শেড থেকে নীচে পড়ে যান শ্রমিক । সেই সঙ্গে প্রচণ্ড গরম পিচের বালতি তাঁর মুখে পড়ে যায় ।
জুটমিলের সিকিউরিটিরা শ্রমিককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চন্দননগর মহকুমা হাসপাতালে ভর্তি করে । অন্যান্য শ্রমিকরা হাসপাতালে আসে । বেশ কিছুক্ষণ চিকিৎসার পর মৃত্যু হয় ঠিকা শ্রমিকের । খবর দেওয়া হয় দুলালের পরিবারকে । যদিও ঠিকাদারের কোনও হদিশ পাওয়া যায়নি । জুটমিলের কাজের সময় শ্রমিকদের কোনও সেফটি সিকিউরিটি বেল্ট ছিল না বলে জানিয়েছেন অন্যান্য শ্রমিকরা ।
বর্ষার আগে গোন্দলপাড়া জুটমিলের ফুটোফাটা শেড পিচ চট দিয়ে সারানোর কাজ চলছিল । সোমবার ঈদের জন্য মিলের উৎপাদন বন্ধ ছিল । সেই জন্য মেরামতির কাজ করছিলেন শ্রমিকরা । তাঁদের মধ্যে প্রত্যক্ষদর্শী সত্য কুমার গুইন বলেন, "কাজ করার সময় পাশেই দাঁড়িয়ে কাজ করছিলাম । কোনও সেফটি বেল্ট ছিল না । হঠাৎ অ্যাসবেস্টার ভেঙে পড়ে যায় । আমরা দুলালকে হাসপাতালে নিয়ে আসি । মুখের এক পাশ পুরো গরম পিচে পুড়ে যায় । রক্ত বমি করতে করতে মারা গিয়েছে । আমি আর রিষড়ার এক ঠিকাদার দীপক সাহা কাজ করছিলাম । তাঁকেও খবর দেওয়া হয়েছে । পরিবারকে খবর দিয়েছি । এটা আমাদের সঙ্গেও হতে পারত । আমরা ক্ষতিপূরণের দাবি করছি । পরিবারের লোকজন এলে বাকি ব্যবস্থা হবে ।"