ETV Bharat / state

আরজি কর-কাণ্ডে কঠোর পদক্ষেপের আর্জি প্রিয়াঙ্কা গান্ধির, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইল কংগ্রেস - Priyanka Gnadhi RG Kar Murder - PRIYANKA GNADHI RG KAR MURDER

Priyanka Gnadhi on RG Kar Doctor Murder: আরজি কর-কাণ্ডে প্রধানমন্ত্রী মোদির হস্তক্ষেপ চাইল প্রদেশ কংগ্রেস ৷ একই সঙ্গে, এক্স হ্যান্ডেলে পোস্ট করে কঠোরতম পদক্ষেপের আবেদন করলেন প্রিয়াঙ্কা গান্ধি ৷

Priyanka Gnadhi on RG Kar
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইল প্রদেশ কংগ্রেস (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 12, 2024, 7:18 PM IST

কলকাতা, 12 অগস্ট: আরজি কর-কাণ্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ চাইল প্রদেশ কংগ্রেস ৷ সোমবার প্রদেশ কংগ্রেস কমিটির তরফে চিঠি পাঠিয়ে মূলত, তিনটি বিষয় উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, এদিনই এক্স হ্যান্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কাছে দোষীদের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ নেওয়ার আবেদন করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি।

এদিন প্রিয়াঙ্কা এক্স হ্যান্ডেলে এই ঘটনা নিয়ে পোস্ট করে দ্রুত পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছেন। কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা এবং সুরক্ষা বড় সমস্যার বিষয় হয়ে দাঁড়িয়েছে বলেও ক্ষোভ প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, "কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনা হৃদয় বিদারক। কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা দেশে একটি বড় সমস্যা ৷ এর জন্য সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।"

একই সঙ্গে, প্রিয়াঙ্কা লিখেছেন, "আমি রাজ্য সরকারের কাছে এই বিষয়ে দ্রুত এবং কঠোরতম পদক্ষেপ নেওয়ার পাশাপাশি নির্যাতিতার পরিবার, সহকর্মী চিকিৎসকদের ন্যায়বিচার নিশ্চিত করার জন্য আবেদন করছি।" অন্যদিকে, এদিনের চিঠিতে প্রধানমন্ত্রীর কাছে কংগ্রেসের তরফে অভিযোগ করে বলা হয়েছে, সিভিক ভলান্টিয়াররা শাসকদলেরই অংশ। তাহলে কী করে তাহলে হাসপাতালের ভিতরে ঢুকতে পারে ? নির্যাতিতার শরীরে যে ধরনের আঘাত রয়েছে তা যথেষ্ট সন্দেহজনক। এটা একজনের কাজ হতে পারে না। একদল অপরাধীর কাজ। আর সবথেকে বড় প্রশ্ন হল, যেখানে একদল অপরাধী জড়িত রয়েছে, সেখানে শুধু একজনকে ধরা হল কেন ? তাহলে কী রাজ্যের ক্ষমতাশীল গোষ্ঠী মূল, অপরাধীকে আড়াল করার চেষ্টা করছে।" প্রদেশ কংগ্রেসের মিডিয়া সেলের তরফে প্রধানমন্ত্রীর কাছে দ্রুত এই বিষয়ে পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছে।

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.