শিলিগুড়ি, 2 এপ্রিল: 'ইন্ডিয়া' জোটে সামিল হামরো পার্টির দাবি মেনে অধ্যাপক মুনীশ তামাংকেই দার্জিলিং লোকসভা আসনের প্রার্থী করল কংগ্রেস। আর মুনীশকে প্রার্থী করতেই দ্বিধাবিভক্ত পাহাড়ের কংগ্রেস শিবির । মঙ্গলবার মুনীশের নাম ঘোষণা করা হয় কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের তরফে। মুনীশ তামাং বলেন, "আমাকে প্রার্থী করার জন্য ধন্যবাদ । আমি পাহাড়বাসীর দাবি আদায়ে কাজ করতে চাই। পাহাড়বাসী আমাদের পাশে দাঁড়াবে আমি নিশ্চিত । কারণ পাহাড় বিকল্প খুঁজছে ।"
মুনীশ তামাংয়ের জন্ম কালিম্পংয়ের বাগরাকোট এলাকায়। তবে কার্শিয়াংয়েও তাঁর বাড়ি রয়েছে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক। মার্চ মাসেই তিনি দিল্লিতে গিয়ে কংগ্রেসে যোগদান করেন। তাঁর সঙ্গে ছিলেন হামরো পার্টির সভাপতি অজয় এডওয়ার্ড। তিনি অবশ্য 'ইন্ডিয়া' জোটে সামিল হন । আর অজয়ের দাবিকে মাথায় রেখেই মুনীশ তামাংকে প্রার্থী করেছে কংগ্রেস । 4 এপ্রিল সিপিএম ও কংগ্রেস একত্রে ওই আসনে মনোনয়ন জমা দেবেন বলে জানা গিয়েছে ।
হামরো পার্টি সভাপতি অজয় এডওয়ার্ড বলেন, "15 বছর অনেক জুমলা করেছে বিজেপি । কোনও কাজ করেনি । আমাদের প্রথম লক্ষ্য হবে সাংবিধানিক স্বীকৃতি ও ষষ্ঠ তপশিল জাতি হওয়া । সেই লক্ষ্যে আমরা লড়ব ।" প্রার্থী নিয়ে সরব কংগ্রেস নেতা বিনয় তামাং। তিনি বলেন, "আগেই বলেছি আমি মুনীশ তামাংকে কোনওভাবেই সমর্থন করব না । তবে এখনই দল ছাড়ছি না ।"
ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার মুখপাত্র শক্তিপ্রসাদ শর্মা বলেন, "সবার লোকসভা নির্বাচনে লড়াইয়ের অধিকার রয়েছে । কিন্তু কংগ্রেস এই নির্বাচনে কতোটা সুবিধা করে উঠতে পারবে তা বলা মুশকিল ।" দার্জিলিং জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক অলোকেশ চক্রবর্তী বলেন, "দেরি হলেও আমাদের প্রার্থী ঘোষণা করা হয়েছে । পাহাড় ও সমতলের সঙ্গে মিলে ও জোট সরিক সিপিএমকে সঙ্গে নিয়ে এবারের নির্বাচনে লড়াইয়ে নামব।"
প্রসঙ্গত, পাহাড়ে এবারে জোটের খেলা । একদিকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোটে অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার। বিজেপির সঙ্গে জোট জিএনএলএফ ও গোর্খা জনমুক্তি মোর্চার। কংগ্রেসের সঙ্গে জোট সিপিএম ও হামরো পার্টি । ফলে আঞ্চলিক রাজনৈতিক দলের কারণে এবার জমে উঠতে চলেছে দার্জিলিং লোকসভা আসনের লড়াই ।
দার্জিলিং-সহ দেশের 17টি লোকসভা আসনে প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস ৷ এর মধ্যে উল্লেখযোগ্য হল বিহারের কিষাণগঞ্জ ও কাটিহার,আর অন্ধ্রপ্রদেশ কাঁকিনাড়া ও কাডাপা ৷ কিষাণগঞ্জ প্রার্থী করা হয়েছে মহম্মদ জাভেদকে। কাটিহারের প্রার্থী তারিক আনওয়ার। কাঁকিনাড়া থেকে এম এম পাল্লাম রাজু ও কাডাপায়স শর্মিলা রেড্ডি ৷
আরও পড়ুন: