বারাসত, 15 এপ্রিল: একজনের প্রার্থী পদ বাতিল হয়েছে বিজেপির সঙ্গে যোগসাজশের অভিযোগে । অন্য়জন স্থান পেয়েছেন পরিবর্তিত প্রার্থী তালিকায় । অথচ ফরওয়ার্ড ব্লকের প্রবীর ঘোষ এবং সঞ্জীব চট্টোপাধ্যায়, দুই প্রার্থীর নামই জ্বলজ্বল করছে দেওয়াল লিখনে । সেই নিয়ে বিভ্রান্তিতে বারাসতবাসী । প্রশ্ন উঠেছে, এর মধ্যে আসল প্রার্থী কে! প্রবীরকে সরিয়ে সঞ্জীবকে বারাসাতের প্রার্থী করেছে দল ৷ তবে শহরের একাধিক দেওয়ালে প্রবীরের নাম কেন লেখা হল? কেন বিভ্রান্তি কাটাতে তাঁর নাম মুছে দেওয়া হলনা? রাজ্য রাজনীতির বিভিন্ন মহলে উঠছে প্রশ্নে ৷ ঘটনাটি বিষয়টি স্বীকার করে নিয়েছে ফরওয়ার্ড ব্লক ৷ তবে এই নিয়ে বিভ্রান্তির কিছু নেই বলে দাবি করেছে সিংহ বাহিনী ।
দীর্ঘ টানাপোড়েনের পর বারাসত কেন্দ্রে বাম প্রার্থী হিসেবে মনোনীত হয়েছিলেন প্রাক্তন শিক্ষক তথা ফরওয়ার্ড ব্লক নেতা প্রবীর ঘোষ । এরপরই সময় নষ্ট না করে বাম নেতৃত্বকে সঙ্গে নিয়ে প্রচারে নামেন তিনি । মিছিল-মিটিং-দেওয়াল লিখন, প্রচারের অনেকটা পথই এগিয়ে গিয়েছিলেন প্রবীর । কিন্তু কয়েকদিন যেতে না যেতেই তাঁর প্রার্থী পদ ঘিরে বিতর্ক তৈরি হয় দলের অন্দরেই । অভিযোগ ওঠে বিজেপির সঙ্গে যোগাযোগ রয়েছে তাঁর ।
বিরোধীদের অভিযোগ, খাতায় কলমে প্রবীর ফরওয়ার্ড ব্লকের নেতা হলেও, আসলে তিনি বিজেপির শিক্ষক সংগঠনের সঙ্গে যুক্ত । সংগঠনের কর্মসূচিতে একসময় বিকাশ ভবনেও দেখা গিয়েছিল তাঁকে । সেই ছবি প্রকাশ্যে আসতেই অস্বস্তিতে পড়তে হয় বাম নেতৃত্বকে । দেরি না করে বিষয়টিতে হস্তক্ষেপ করেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য নেতৃত্ব। বাতিল করা হয় প্রবীর ঘোষের প্রার্থী পদ । পরিবর্তে প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয় দলেরই উত্তর 24 পরগনা জেলার সম্পাদক সঞ্জীব চট্টোপাধ্যায়কে ৷
বারাসত কেন্দ্রে বাম মনোনীত প্রার্থী হিসেবে সঞ্জীবের নাম ঘোষণা হওয়ায় পর নতুন করে নির্বাচনের প্রস্তুতি শুরু করে দল ৷ কিন্তু গোল বাঁধে দেওয়াল লিখনে। শহরের গুরুত্বপূর্ণ রাস্তা হোক কিংবা পাড়ার অলিগলি । সর্বত্রই জ্বলজ্বল করছে প্রবীর ও সঞ্জীবের নাম । ধন্দে পড়েছেন শহরবাসী । বুঝেই উঠতে পারছেন না ভোট দিলে বাম প্রার্থী হিসেবে ঠিক কাকে ভোট দেবেন তাঁরা ! এই বিষয়ে রাজীব চট্টোপাধ্যায় নামে এক শহরবাসী বলেন, "এই নিয়ে আমরা তো বিভ্রান্তই ! তার থেকে বেশি বিভ্রান্ত ফরওয়ার্ড ব্লক দল । তা না হলে দলের প্রার্থী হিসেবে দু'জনের নাম কেন থাকবে দেওয়ালে! বামেদের সিদ্ধান্ত স্পষ্ট করা উচিত ।" এদিকে বিষয়টি নিয়ে বাম শরিক ফরওয়ার্ড ব্লককে কটাক্ষ করেছে তৃণমূল এবং বিজেপি।
বারাসতের তৃণমূল সভাপতি ও কাউন্সিলর অরুণ ভৌমিক বলেন, "বাম সংগঠনের অস্তিত্ব এবং দৈন্য দশা দিনদিন আরও প্রকট হচ্ছে । ওদের দলে কেউ কারও কথার গুরুত্ব দেয়না । সেই কারণে একই দলের দু'জন দাঁড়িয়ে যাচ্ছে নির্বাচনে লড়াই করতে । সেটাই প্রকাশ্যে চলে এসেছে ।" সেইসঙ্গে তাঁর সংযোজন, "আমরা এসব নিয়ে ভাবছি না । আমাদের লক্ষ্য তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের জেতার মার্জিন বাড়ানো ।" একই সুর শোনা গিয়েছে বিজেপির রাজ্য কমিটির সদস্য তাপস মিত্রের গলাতেও । তাঁর কথায়, "ফরওয়ার্ড ব্লক দলের কে প্রার্থী হল, না হল তা নিয়ে কেউ মাথা ঘামাচ্ছে না । এখানে মূল লড়াই হবে দু'জনের মধ্যে । একজন তৃণমূলের চিকিৎসক প্রার্থী । অপরজন বিজেপি প্রার্থী । বারাসতে পদ্ম ফুল ফোটাতে বদ্ধপরিকর আমরা।"
বিষয়টি নিয়ে বারাসতের ফরওয়ার্ড ব্লক প্রার্থী ও দলের জেলা সম্পাদক সঞ্জীব চট্টোপাধ্যায় বলেন, "প্রবীর ঘোষের হয়ে প্রচারে আমরা অনেকটাই এগিয়ে গিয়েছিলাম । তাই এখনও সব জায়গায় ওঁর নামে দেওয়াল লিখন মুছে ফেলা সম্ভব হয়নি । আশা করছি দু-একদিনের মধ্যে এই সমস্যা মিটে যাবে । প্রার্থী পদ থেকে প্রবীর ঘোষকে সরানোর পর আমার নাম ঘোষণা করা হয়েছে । এটা সকলেই জানেন । এর মধ্যে বিভ্রান্তির কিছু নেই । তৃণমূল-বিজেপি অবান্তর অভিযোগ করছে ।"
আরও পড়ুন: