ETV Bharat / state

শহরতলির লাইফলাইন চক্ররেলের 40 বছর, 10 বছরে বেড়েছে যাত্রী সংখ্যা - 40 Years of Circular Railway - 40 YEARS OF CIRCULAR RAILWAY

Kolkata Circular Railway: শহরতলির লাইফলাইন চক্ররেলের 40 বছর উৎযাপন করা হল শনিবার ৷ গত 10 বছরে 200 শতাংশের বেশি বেড়েছে যাত্রী সংখ্যা ৷ এমনটাই দাবি করেছেন শিয়ালদার ডিআরএম দীপক নিগম ৷

Kolkata Circular Railway
শহরতলির লাইফলাইন চক্ররেলের 40 বছর (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 21, 2024, 8:12 PM IST

কলকাতা, 21 সেপ্টেম্বর: শহরতলির মানুষের যাতায়াতের সুবিধার জন্য 1984 সালে চালু হয়েছিল সার্কুলার রেল বা চক্ররেল পরিষেবা । শিয়ালদা ডিভিশনের আওতায় থাকা এই চক্ররেল রেল পরিষেবা দেখতে দেখতে এই বছর 40 বছরে পদার্পণ করল । আর এই উপলক্ষে শনিবার কলকাতা স্টেশনে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় রেলের পক্ষ থেকে ।

উযাপন করা হল কলাকাতা স্টেশনে (ইটিভি ভারত)

44 কিমি দীর্ঘ এই রেল ব্যবস্থা শহর ও শহরতলির উত্তর ও দক্ষিণকে যুক্ত করে । রেলের পক্ষ থেকে পাওয়া তথ্য অনুসারে, গত 10 বছরে চক্ররেলে যাত্রী সংখ্যা বেড়েছে 200 শতাংশেরও বেশি । তাই এক কথায় বলা হয়, মেট্রো যেমন শহরের লাইফলাইন তেমনই শহরতলির লাইফলাইন হল এই চক্ররেল পরিষেবা ।

লোকসংখ্যার বৃদ্ধির সঙ্গে সঙ্গে উত্তর ও দক্ষিণে শহর যত বিস্তার পেতে থাকে, ততই গণপরিবহণের ব্যবস্থাকে আরও বৃদ্ধির পরিকল্পনার ফল হিসেবে এই ধরনের রেল ব্যবস্থার কথা চিন্তা ভাবনা শুরু হয় । সেই মতো 1950 সালে প্রথমবার চক্র রেল পরিষেবার প্রস্তাব আনা হয় । এরপর পূর্ব রেলের তত্ত্বাবধানে শুরু হয় নির্মাণ কাজ । তারপর 1984 সালে চক্ররেল নামে শুরু হয় এর পরিষেবা । পরে সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে উন্নত থেকে উন্নততর করা হয়েছে এই রেল ব্যবস্থাকে ।

Kolkata Circular Railway
রেলের তরফে বিশেষ অনুষ্ঠানের আয়োজন (নিজস্ব ছবি)

শিয়ালদার ডিআরএম দীপক নিগম জানিয়েছেন, বর্তমানে চক্ররেল নেটওয়ার্কে প্রতিদিন 27টি ট্রেন 21টি স্টেশনে পরিষেবা দেয় । প্রতিদিন প্রায় 65000 যাত্রী যাতায়াত করেন চক্ররেলে । এর ফলে গত দশ বছরে যাত্রী সংখ্যা বেড়েছে প্রায় 200 শতাংশ । চক্ররেলে প্রতিদিনের গড় যাত্রী পরিবহণ:

Kolkata Circular Railway
1984 সালে চালু হয়েছিল চক্ররেল পরিষেবা (নিজস্ব ছবি)

2013 - 33046 যাত্রী

2014 - 33720 যাত্রী

2015 - 36156 যাত্রী

2024- 65000 যাত্রী (এখনও পর্যন্ত)

পুজোর সময় চক্ররেলের বাড়তি পরিষেবা দেওয়ার কথা জানিয়েছেন শিয়ালদার ডিআরএম দীপক নিগম ৷ রাতে প্যান্ডেল হপিংয়ের সুবিধার্থে এই পরিষেবা দেওয়া হবে শিয়ালদা থেকে ৷

কলকাতা, 21 সেপ্টেম্বর: শহরতলির মানুষের যাতায়াতের সুবিধার জন্য 1984 সালে চালু হয়েছিল সার্কুলার রেল বা চক্ররেল পরিষেবা । শিয়ালদা ডিভিশনের আওতায় থাকা এই চক্ররেল রেল পরিষেবা দেখতে দেখতে এই বছর 40 বছরে পদার্পণ করল । আর এই উপলক্ষে শনিবার কলকাতা স্টেশনে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় রেলের পক্ষ থেকে ।

উযাপন করা হল কলাকাতা স্টেশনে (ইটিভি ভারত)

44 কিমি দীর্ঘ এই রেল ব্যবস্থা শহর ও শহরতলির উত্তর ও দক্ষিণকে যুক্ত করে । রেলের পক্ষ থেকে পাওয়া তথ্য অনুসারে, গত 10 বছরে চক্ররেলে যাত্রী সংখ্যা বেড়েছে 200 শতাংশেরও বেশি । তাই এক কথায় বলা হয়, মেট্রো যেমন শহরের লাইফলাইন তেমনই শহরতলির লাইফলাইন হল এই চক্ররেল পরিষেবা ।

লোকসংখ্যার বৃদ্ধির সঙ্গে সঙ্গে উত্তর ও দক্ষিণে শহর যত বিস্তার পেতে থাকে, ততই গণপরিবহণের ব্যবস্থাকে আরও বৃদ্ধির পরিকল্পনার ফল হিসেবে এই ধরনের রেল ব্যবস্থার কথা চিন্তা ভাবনা শুরু হয় । সেই মতো 1950 সালে প্রথমবার চক্র রেল পরিষেবার প্রস্তাব আনা হয় । এরপর পূর্ব রেলের তত্ত্বাবধানে শুরু হয় নির্মাণ কাজ । তারপর 1984 সালে চক্ররেল নামে শুরু হয় এর পরিষেবা । পরে সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে উন্নত থেকে উন্নততর করা হয়েছে এই রেল ব্যবস্থাকে ।

Kolkata Circular Railway
রেলের তরফে বিশেষ অনুষ্ঠানের আয়োজন (নিজস্ব ছবি)

শিয়ালদার ডিআরএম দীপক নিগম জানিয়েছেন, বর্তমানে চক্ররেল নেটওয়ার্কে প্রতিদিন 27টি ট্রেন 21টি স্টেশনে পরিষেবা দেয় । প্রতিদিন প্রায় 65000 যাত্রী যাতায়াত করেন চক্ররেলে । এর ফলে গত দশ বছরে যাত্রী সংখ্যা বেড়েছে প্রায় 200 শতাংশ । চক্ররেলে প্রতিদিনের গড় যাত্রী পরিবহণ:

Kolkata Circular Railway
1984 সালে চালু হয়েছিল চক্ররেল পরিষেবা (নিজস্ব ছবি)

2013 - 33046 যাত্রী

2014 - 33720 যাত্রী

2015 - 36156 যাত্রী

2024- 65000 যাত্রী (এখনও পর্যন্ত)

পুজোর সময় চক্ররেলের বাড়তি পরিষেবা দেওয়ার কথা জানিয়েছেন শিয়ালদার ডিআরএম দীপক নিগম ৷ রাতে প্যান্ডেল হপিংয়ের সুবিধার্থে এই পরিষেবা দেওয়া হবে শিয়ালদা থেকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.