ETV Bharat / state

আধার কার্ড বাতিলের কারণে হয়নি পরীক্ষার ফর্ম ফিলাপ, অন্ধকারে কলেজ পড়ুয়ার ভবিষ্যৎ - অন্ধকারে স্নাতক পড়ুয়ার ভবিষ্যৎ

Aadhaar Card Cancellation: রাজ্যেবাসীর আধার কার্ড বাতিল নিয়ে মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করার পরেই পশ্চিম বর্ধমানের 11 জনের আধার কার্ড বাতিলের খবর সামনে এল ৷ এর মধ্যে রয়েছেন এক কলেজ পড়ুয়া ৷ আধার কার্ড বাতিলের জেরে তিনি পরীক্ষার ফর্ম ফিলাপ করতে পারেননি ৷

Aadhaar Card Cancellation
আশা বিশ্বাস
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 19, 2024, 4:28 PM IST

আধার কার্ড বাতিলের জেরে হয়নি পরীক্ষার ফর্ম ফিলাপ

দুর্গাপুর, 19 ফেব্রুয়ারি: রাজ্যে আধার কার্ড বাতিলের জেরে অমাবস্যার অন্ধকারে স্নাতক পড়ুয়ার ভবিষ্যৎ । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের সিউড়িতে প্রশাসনিক সভা থেকে রবিবারই আধার কার্ড বাতিল নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন । শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্য সচিবকে ইতিমধ্যেই আধার কার্ড বাতিল নিয়ে যাতে মানুষ অভিযোগ জমা করতে পারেন, তার জন্য একটি পোর্টাল খোলার নির্দেশ দিয়েছেন । মমতা জানিয়েছেন, যাদের আধার কার্ড বাতিল হয়ে গিয়েছে তারা সরকারি কোন সুবিধা থেকে বঞ্চিত হবেন না ৷ কিন্তু সেখানে দাঁড়িয়ে আধার কার্ড বাতিল হওয়ায় ফর্ম ফিলাপ করতে পারলেন না বীরভূমের ইলামবাজারের কবি জয়দেব মহাবিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রী ৷

জানা গিয়েছে, আশা বিশ্বাস (20) পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার বনকাটি পঞ্চায়েতের 11 মাইলের বাসিন্দা ৷ কয়েক মাস পরেই তাঁর পরীক্ষা । কয়েকদিন আগে তারই ফর্ম ফিলাপ করতে যান তিনি । সেখানে পরীক্ষার ফর্ম ফিলাপ করতে আধার কার্ডের নম্বর চাওয়া হয় ৷ আধার নম্বর দিতে গিয়েই আশা বুঝতে পারেন তাঁর কার্ড বাতিল হয়েছে । এরপরেই চিন্তিত হয়ে পড়েন এই ছাত্রী । তারপর শনিবার ডাক বিভাগের মাধ্যমে আধার কার্ড বাতিলের একটি চিঠিও হাতে পান আশা ।

তবে শুধু আশা নন, বনকাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় 11 জনের আধার কার্ড বাতিলের চিঠি এসেছে বলে সূত্রের খবর । পূর্ব বর্ধমানের পর পশ্চিম বর্ধমানের কাঁকসায় আধার কার্ড বাতিলের নোটিশকে ঘিরে আতঙ্কের বাতাবরণও তৈরি হয়েছে । প্রথম বর্ষের স্নাতক পড়ুয়া আশা বিশ্বাস বলেন,"জীবনে অনেক বড় হওয়ার ইচ্ছা ছিল । বাবা অনেক কষ্ট করে পড়াশোনা শেখাচ্ছে ৷ তবে আধার কার্ড বাতিলের পর কীভাবে পরীক্ষায় বসবো সেই নিয়ে চিন্তিত আমি ।"

তৃণমূল পরিচালিত কাঁকসার পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য বলেন,"রাজ্যজুড়ে সাধারণ মানুষকে সমস্যায় ফেলার চক্রান্ত করেছে কেন্দ্রীয় সরকার । এইভাবে আধার কার্ড বাতিল হতে থাকলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব আমরা ।" বিজেপির মণ্ডল সভাপতি রাজীব রায়ের কথায়, যাদের আধার কার্ড বাতিল হয়েছে তাদের চিন্তার কিছু নেই ৷ বিজেপি ও কেন্দ্রীয় সরকার তাদের পাশে রয়েছে ৷ বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়াকেও বিষয়টি জানাবেন বলেন তিনি । মানুষের যাতে সমস্যা না হয় সেদিকেও তৎপর গেরুয়া শিবির বলেও জানান এই বিজেপি নেতা ।

এই বিষয়ে পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক পন্নামবলাম এস ফোনে বলেন,"বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট দফতরকে বিষয়টি জানানো হবে ।" তবে লোকসভা নির্বাচনের আগে আধার কার্ড বাতিল রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে । কী কারণে এই আধার কার্ড গুলি বাতিল হচ্ছে? তার সঠিক উত্তর কারও জানা নেই । মুখ্যমন্ত্রীর আশ্বাস দিয়েছে যে আধার কার্ড বাতিলের জেরে কোনও সরকারি কাজ আটকাবে না ৷ কিন্তু বাস্তবে তা কতটা ফলপ্রসূ হয় সেটাই এখন দেখার ।

আরও পড়ুন:

  1. রাজ্যে আধার কার্ড বাতিল করছে কেন্দ্র! অভিযোগ জানাতে পোর্টাল খোলার নির্দেশ মুখ্যমন্ত্রীর
  2. 'বাংলায় এনআরসি হতে দেব না', লোকসভার আগে ফের সোচ্চার মমতা
  3. আধার কার্ড আপডেটের নামে বেশি টাকা নেওয়ার অভিযোগ, গ্রেফতার 3

আধার কার্ড বাতিলের জেরে হয়নি পরীক্ষার ফর্ম ফিলাপ

দুর্গাপুর, 19 ফেব্রুয়ারি: রাজ্যে আধার কার্ড বাতিলের জেরে অমাবস্যার অন্ধকারে স্নাতক পড়ুয়ার ভবিষ্যৎ । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের সিউড়িতে প্রশাসনিক সভা থেকে রবিবারই আধার কার্ড বাতিল নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন । শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্য সচিবকে ইতিমধ্যেই আধার কার্ড বাতিল নিয়ে যাতে মানুষ অভিযোগ জমা করতে পারেন, তার জন্য একটি পোর্টাল খোলার নির্দেশ দিয়েছেন । মমতা জানিয়েছেন, যাদের আধার কার্ড বাতিল হয়ে গিয়েছে তারা সরকারি কোন সুবিধা থেকে বঞ্চিত হবেন না ৷ কিন্তু সেখানে দাঁড়িয়ে আধার কার্ড বাতিল হওয়ায় ফর্ম ফিলাপ করতে পারলেন না বীরভূমের ইলামবাজারের কবি জয়দেব মহাবিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রী ৷

জানা গিয়েছে, আশা বিশ্বাস (20) পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার বনকাটি পঞ্চায়েতের 11 মাইলের বাসিন্দা ৷ কয়েক মাস পরেই তাঁর পরীক্ষা । কয়েকদিন আগে তারই ফর্ম ফিলাপ করতে যান তিনি । সেখানে পরীক্ষার ফর্ম ফিলাপ করতে আধার কার্ডের নম্বর চাওয়া হয় ৷ আধার নম্বর দিতে গিয়েই আশা বুঝতে পারেন তাঁর কার্ড বাতিল হয়েছে । এরপরেই চিন্তিত হয়ে পড়েন এই ছাত্রী । তারপর শনিবার ডাক বিভাগের মাধ্যমে আধার কার্ড বাতিলের একটি চিঠিও হাতে পান আশা ।

তবে শুধু আশা নন, বনকাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় 11 জনের আধার কার্ড বাতিলের চিঠি এসেছে বলে সূত্রের খবর । পূর্ব বর্ধমানের পর পশ্চিম বর্ধমানের কাঁকসায় আধার কার্ড বাতিলের নোটিশকে ঘিরে আতঙ্কের বাতাবরণও তৈরি হয়েছে । প্রথম বর্ষের স্নাতক পড়ুয়া আশা বিশ্বাস বলেন,"জীবনে অনেক বড় হওয়ার ইচ্ছা ছিল । বাবা অনেক কষ্ট করে পড়াশোনা শেখাচ্ছে ৷ তবে আধার কার্ড বাতিলের পর কীভাবে পরীক্ষায় বসবো সেই নিয়ে চিন্তিত আমি ।"

তৃণমূল পরিচালিত কাঁকসার পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য বলেন,"রাজ্যজুড়ে সাধারণ মানুষকে সমস্যায় ফেলার চক্রান্ত করেছে কেন্দ্রীয় সরকার । এইভাবে আধার কার্ড বাতিল হতে থাকলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব আমরা ।" বিজেপির মণ্ডল সভাপতি রাজীব রায়ের কথায়, যাদের আধার কার্ড বাতিল হয়েছে তাদের চিন্তার কিছু নেই ৷ বিজেপি ও কেন্দ্রীয় সরকার তাদের পাশে রয়েছে ৷ বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়াকেও বিষয়টি জানাবেন বলেন তিনি । মানুষের যাতে সমস্যা না হয় সেদিকেও তৎপর গেরুয়া শিবির বলেও জানান এই বিজেপি নেতা ।

এই বিষয়ে পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক পন্নামবলাম এস ফোনে বলেন,"বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট দফতরকে বিষয়টি জানানো হবে ।" তবে লোকসভা নির্বাচনের আগে আধার কার্ড বাতিল রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে । কী কারণে এই আধার কার্ড গুলি বাতিল হচ্ছে? তার সঠিক উত্তর কারও জানা নেই । মুখ্যমন্ত্রীর আশ্বাস দিয়েছে যে আধার কার্ড বাতিলের জেরে কোনও সরকারি কাজ আটকাবে না ৷ কিন্তু বাস্তবে তা কতটা ফলপ্রসূ হয় সেটাই এখন দেখার ।

আরও পড়ুন:

  1. রাজ্যে আধার কার্ড বাতিল করছে কেন্দ্র! অভিযোগ জানাতে পোর্টাল খোলার নির্দেশ মুখ্যমন্ত্রীর
  2. 'বাংলায় এনআরসি হতে দেব না', লোকসভার আগে ফের সোচ্চার মমতা
  3. আধার কার্ড আপডেটের নামে বেশি টাকা নেওয়ার অভিযোগ, গ্রেফতার 3
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.