কলকাতা, 17 জানুয়ারি: শুক্রবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর 15তম মৃত্যুদিবস । তাঁর স্মরণে তৈরি জ্যোতি বসু সেন্টার ফর সোস্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ-এর নিজস্ব ভবনের প্রথম পর্যায়ের উদ্বোধন আজ সকাল 10 টায় । বৃহস্পতিবারই উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিতি থাকতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছিলেন বিমান বসু । কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানে থাকতে পারবেন না বলে নবান্ন থেকে জানিয়ে দেওয়া হয়েছে । যদিও এর মধ্যে কোন রাজনৈতিক বিষয় দেখছে না সিপিএম।
এ বিষয়ে রিসার্চ সেন্টারের সম্পাদক সিপিএম নেতা রবীন দেব বলেন,"প্রাক্তন মুখ্যমন্ত্রী স্মরণে তৈরি রিসার্চ সেন্টারের উদ্বোধনে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছিল । গবেষণাকেন্দ্রের সভাপতি বিমান বসুর আমন্ত্রণপত্র পাঠিয়েছিলেন । কিন্তু মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে তিনি থাকতে পারবেন না ।"
আজ নিউটাউনে জ্যোতি বসু গবেষণাকেন্দ্রের উদ্বোধন করবেন সিপিএমের পলিটব্যুরোর সমন্বয়ক প্রকাশ কারাত । থাকবেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র । একই সঙ্গে সেন্টারের গ্রন্থাগার ও প্রদর্শনী কক্ষেরও উদ্বোধন হবে আজ । এই উপলক্ষে সভায় বক্তব্য রাখবেন প্রকাশ কারাত, বিমান বসু, মহম্মদ সেলিম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ৷
এই কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা দিনদুয়েক আগে সাংবাদিক সম্মেলন করে জানানো হয়েছিল । সে সময় মমতাকে আমন্ত্রণ জানানোর বিষয়ে বিমান বসুকে প্রশ্ন করা হলে, তার কোন সরাসরি ব্যাখ্যা দেননি তিনি । পরে দলীয় সূত্রে জানা যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে । কিন্তু মুখ্যমন্ত্রী দফতর থেকে চিঠি পাঠিয়ে বিমান বসুকে জানানো হয়, মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে পারছেন না । এরপরেই বিতর্ক শুরু হয় । কারণ, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর স্মরণসভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয়নি । এ বিষয়ে সিপিএম নেতৃত্বের বক্তব্য ছিল, বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণসভা সিপিএম পার্টির তরফে আয়োজন করা হয়েছিল । এ কারণে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয়নি । কিন্তু জ্যোতি বসু রিসার্চ সেন্টারটি পৃথক সংস্থা ।
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্মরণে এরকম সেন্টারে উদ্বোধনে অনুষ্ঠানিকভাবে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এর মধ্যে কোন বিতর্ক নেই । জ্যোতি বসু রিসার্চ সেন্টারের সম্পাদক রবিন দেবের গলায় সে কথায় শোনা গেল । তিনি বলেন,"এর মধ্যে কোন রাজনৈতিক বিতর্ক নেই । রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল । তিনি আসতে পারবেন না বলে জানিয়েছেন ।"