কলকাতা, 2 জুন: লোকসভা ভোট নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে যে বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করে হয়েছে, তা মানতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর কথায়, "বাংলায় এক্সিট পোল মিলবে না ৷ মিডিয়া যা বলছে বিশ্বাস করি না ৷"
সাত দফার লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর শনিবারই বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করেছে একাধিক সংবাদমাধ্যম ৷ আগামী 4 জুন বাংলায় কী ফল হতে চলেছে, শনিবার তার একটি সম্ভাব্য তালিকা তথা এক্সিট পোল তুলে ধরা হয়েছে ৷ অধিকাংশ এক্সিট পোলে বাংলায় বিজেপির আগের থেকেও ভালো ফলের পূর্বাভাস দেওয়া হয়েছে ৷
সেই এক্সিট পোলকে উড়িয়ে দিয়ে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো রবিবার বলেন, "এক্সিট পোল বাংলায় আমি 2016 সালেও দেখেছি । 2019 আর 2021-এও দেখেছি । একটি এক্সিট পোলও মেলেনি । তার কারণ, এটা বিজেপি নিজে তৈরি করে এবং মিডিয়াকে খাইয়ে দেয় । এই এক্সিট পোল তৈরি হয়েছিল আজ থেকে দু'মাস আগে । যারা তৈরি করেছিল, সেই কোম্পানিটাও একটি বিজেপির কোম্পানি । আমি বিষয়টা জানি ৷ তোমরাও জানতে পারবে । অভিষেক গোটা বিষয়টা তোমাদের বলবে । আমি পরিষ্কার করে একটা কথা বলতে চাই, এই এক্সিট পোলের কোনও ভ্যালু নেই ৷"
সেইসঙ্গে মমতা আরও বলেন, "ঘরে বসে বসে টাকা দিয়ে বিজেপি কিছু লোক পোষে । আজ মিডিয়ার 'ই'টা উঠিয়ে দেওয়া উচিত ৷ তাহলে এই মিডিয়াটা 'মোদিয়া' হয়ে যাবে । গোটা বিশ্ব আজ এসব নিয়ে ছিঃ ছিঃ করছে ।" মুখ্যমন্ত্রী আরও বলেন, "আমি অন্য রাজ্যের ব্যাপারে বলতে পারব না । তবে এটুকু বলতে পারি অখিলেশরা ভালো করবে ৷ তেজস্বীরাও ভালো ফল করবে । স্ট্যালিনদেরও ভালো ফল হবে ৷ যেখানে যেখানে আঞ্চলিক দলগুলি আছে সেখানে ভালো ফল হবে ।" শনিবার একাধিক সংবাদমাধ্যমের এক্সিট পোলে 2024-এর লোকসভা নির্বাচনে গেরুয়া ঝড়ের ইঙ্গিত পাওয়া যায় ৷ এমনকি রাজ্যের এক প্রথম সারির সংবাদমাধ্যেমের দাবি, এই নির্বাচনে কার্যত ভরাডুবি হতে চলেছে তৃণমূল কংগ্রেসের ৷ সেই এক্সিট পোলের বিষয়ে এমন মন্তব্য করেন মমতা ৷
ইন্ডিয়া জোট দেশে সরকার গঠন করবে কি না, এই বিষয়ে মমতা বলেন, "আমি অন্য রাজ্যের কথা বলতে পারব না। কারণ আমি অন্য রাজ্যে যাইনি । তবে আমাদের রাজ্যের কথা বলতে পারি। যেভাবে দু'মাস গরমে গরমে বিভিন্ন জায়গায় ঘুরেছি । সবাই যে এক্সিট পোল দেখাচ্ছে তাতে মনে হচ্ছে বিজেপির হাতে খড়ি হচ্ছে । আমি বলতে পারি এই রেজাল্ট মিলবে না ।" তিনি এরও বলেন, "আমি এই মিডিয়ার ক্যালকুলেশন মানি না। আমি আমার কর্মীদের বলব স্ট্রং থাকতে। কাউন্টিং ভালো ভাবে করতে । যা দেখিয়েছে মিডিয়া, তার ডবল সিট যদি আমরা না পাই তাহলে বুঝবেন ।"
এদিন কোনও নির্দিষ্ট সংখ্যা বলতে চাননি মুখ্যমন্ত্রী । তবে তিনি বলেন, "আমরা গত দুমাস যেভাবে ফিল্ডে কাজ করেছি তাতে মানুষের চোখ মুখ যা দেখেছি তাতে কখনও আমাদের মনে হয়নি মানুষ আমাদের ভোট দেবে না ।" তিনি বলেন, "বিজেপি অনেক বদমাইশি করেছে । ইডি, সিবিআই, মানুষের চাকরি খেয়ে নেওয়া, ওবিসি সার্টিফিকেট, টাকা ডিস্ট্রিবিউশন করা, আরও কত কী ! আমরা জেনেছি কংগ্রেস এলাকায় ওরা কংগ্রেসিদের টাকা দিয়েছে যাতে মুসলিম ভোটটা কংগ্রেসীরা কাটে । এই কাজ কংগ্রেস যেমন করেছে সিপিএমও করেছে । আমরা সিপিএম, কংগ্রেস, বিজেপি সকলের বিরুদ্ধেই লড়াই করেছি । আর তাই বলছি, আমাদের রাজ্য নিয়ে যা বলছে সেটা আমি বিশ্বাস করি না ।"