ETV Bharat / state

শিক্ষা সচিবের দায়িত্ব থেকে সরলেন মণীশ, একাধিক দফতরের সচিব বদল করলেন মুখ্যমন্ত্রী - RESHUFFLE IN WB ADMINISTRATION - RESHUFFLE IN WB ADMINISTRATION

Reshuffled Several Departments Secretaries: শিক্ষা দফতর-সহ একাধিক দফতরের সচিব পর্যায়ে রদবদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যওপাধ্যায় ৷ রাজ্যের শিক্ষা সচিব মণীশ জৈনকে পাঠানো হয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের সচিব করে ৷

Reshuffled Several Departments Secretaries
শিক্ষা সচিবের দায়িত্ব থেকে সরলেন মণীশ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 31, 2024, 11:02 PM IST

Updated : Jul 31, 2024, 11:42 PM IST

কলকাতা, 31 জুলাই: রাজ্যের সচিব পর্যায়ে হল একাধিক রদবদল ৷ দফতর বদল হল রাজ্যের শিক্ষাসচিব মণীশ জৈন-সহ একাধিক আমলার ৷ বুধবার রাজ্যের শিক্ষাসচিব মণীশ জৈন-সহ একাধিক দফতরের সচিব পর্যায়ে রদবদল করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন নবান্নের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে যে তালিকা প্রকাশ্যে এসেছে তাতে শিক্ষা দফতরে মণীশ জৈনের বদলে এসেছেন বিনোদ কুমার। এতদিন বিনোদ কুমার নগর উন্নয়ন দফতরের দায়িত্ব সামলাচ্ছিলেন। এদিকে শিক্ষা দফতর থেকে সরিয়ে মণীশ জৈনকে পাঠানো হয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরে। যদিও নবান্নের তরফ থেকে আমলাদের এই বদলিকে রুটিন বলা হলেও রাজনৈতিক মহলে এই রদবদল নিয়ে যথেষ্ট চর্চা চলছে।

প্রসঙ্গত, শিক্ষা দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল স্কুল ও উচ্চশিক্ষা দফতরের সচিব মণীশের। বিভিন্ন সময় বিরোধী রাজনৈতিক দলগুলির তরফ থেকে তাঁর অপসারণের দাবিও উঠছিল। সেই জায়গা থেকে তাঁকে উত্তরবঙ্গ উন্নয়নের মতো দফতরে সরিয়ে দেওয়া যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

এদিন আরও একাধিক দফতরেও রদবদল আনা হয়েছে ৷ তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দফতর। এদিন এই গুরুত্বপূর্ণ দফতর যেটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের হাতে রয়েছে তাঁর সচিবের দায়িত্বে আনা হয়েছে সেলিমকে। মুখ্যমন্ত্রীর যথেষ্ট আস্থাভাজন এই আমলা এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমন্বয় সচিব হিসেবে কাজ করছেন। এছাড়া তাঁর হাতে রয়েছে রাজ্য বিদ্যুৎ পর্ষদের অধিকর্তার দায়িত্ব।

এই দুই গুরু দায়িত্বের পাশাপাশি সংখ্যালঘু দফতরের গুরুত্বপূর্ণ দায়িত্ব তাঁকে এবার সামলাতে হবে। এদিনের রদবদলে উচ্চশিক্ষা দফতর এবং জলসম্পদ উন্নয়ন দফতরের বিশেষ সচিব (সিনিয়র)-এর পদে আনা হয়েছে শিলাদিত্য বসু রায়কে। রাজ্য গেজেটার্সের বিশেষ সচিব (সিনিয়র) করা হয়েছে সৌম্য পুরকাইতকে। এদিন খাদ্য এবং উচ্চশিক্ষা দফতরের বিশেষ সচিবের দায়িত্বও দায়িত্ব দেওয়া হয়েছে অমিত রায়চৌধুরীকে। পাশাপাশি কারিগরি শিক্ষা দফতরের বিশেষ সচিবের দায়িত্বে পেয়েছেন জয়শী দাশগুপ্তকে।

কলকাতা, 31 জুলাই: রাজ্যের সচিব পর্যায়ে হল একাধিক রদবদল ৷ দফতর বদল হল রাজ্যের শিক্ষাসচিব মণীশ জৈন-সহ একাধিক আমলার ৷ বুধবার রাজ্যের শিক্ষাসচিব মণীশ জৈন-সহ একাধিক দফতরের সচিব পর্যায়ে রদবদল করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন নবান্নের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে যে তালিকা প্রকাশ্যে এসেছে তাতে শিক্ষা দফতরে মণীশ জৈনের বদলে এসেছেন বিনোদ কুমার। এতদিন বিনোদ কুমার নগর উন্নয়ন দফতরের দায়িত্ব সামলাচ্ছিলেন। এদিকে শিক্ষা দফতর থেকে সরিয়ে মণীশ জৈনকে পাঠানো হয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরে। যদিও নবান্নের তরফ থেকে আমলাদের এই বদলিকে রুটিন বলা হলেও রাজনৈতিক মহলে এই রদবদল নিয়ে যথেষ্ট চর্চা চলছে।

প্রসঙ্গত, শিক্ষা দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল স্কুল ও উচ্চশিক্ষা দফতরের সচিব মণীশের। বিভিন্ন সময় বিরোধী রাজনৈতিক দলগুলির তরফ থেকে তাঁর অপসারণের দাবিও উঠছিল। সেই জায়গা থেকে তাঁকে উত্তরবঙ্গ উন্নয়নের মতো দফতরে সরিয়ে দেওয়া যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

এদিন আরও একাধিক দফতরেও রদবদল আনা হয়েছে ৷ তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দফতর। এদিন এই গুরুত্বপূর্ণ দফতর যেটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের হাতে রয়েছে তাঁর সচিবের দায়িত্বে আনা হয়েছে সেলিমকে। মুখ্যমন্ত্রীর যথেষ্ট আস্থাভাজন এই আমলা এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমন্বয় সচিব হিসেবে কাজ করছেন। এছাড়া তাঁর হাতে রয়েছে রাজ্য বিদ্যুৎ পর্ষদের অধিকর্তার দায়িত্ব।

এই দুই গুরু দায়িত্বের পাশাপাশি সংখ্যালঘু দফতরের গুরুত্বপূর্ণ দায়িত্ব তাঁকে এবার সামলাতে হবে। এদিনের রদবদলে উচ্চশিক্ষা দফতর এবং জলসম্পদ উন্নয়ন দফতরের বিশেষ সচিব (সিনিয়র)-এর পদে আনা হয়েছে শিলাদিত্য বসু রায়কে। রাজ্য গেজেটার্সের বিশেষ সচিব (সিনিয়র) করা হয়েছে সৌম্য পুরকাইতকে। এদিন খাদ্য এবং উচ্চশিক্ষা দফতরের বিশেষ সচিবের দায়িত্বও দায়িত্ব দেওয়া হয়েছে অমিত রায়চৌধুরীকে। পাশাপাশি কারিগরি শিক্ষা দফতরের বিশেষ সচিবের দায়িত্বে পেয়েছেন জয়শী দাশগুপ্তকে।

Last Updated : Jul 31, 2024, 11:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.