ঝাড়গ্রাম, 5 জুলাই: গ্রামের খোলা মাঠে মিলল দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের বোমা! এক্স হ্যান্ডেলে এই খবর জানিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ চাষের জমির মাটি খুঁড়ে উদ্ধার হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা ৷ এরপর শুক্রবার দুপুরে প্রশাসনের চূড়ান্ত প্রস্তুতির পর বিস্ফোরণ ঘটানো হয় সেই বোমাটির ৷
এদিন এই বোমা বিস্ফোরণের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশাল মিডিয়ায় লেখেন, "গতকাল আমরা জানতে পারলাম যে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের একটি বোমা মিলেছে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরে ৷ সেখানে ভুলনপুর গ্রামের একটি খোলা মাঠে না-ফাটা এই বোমাটি পড়েছিল ৷ পুলিশ, রাজ্য সরকার এবং বায়ুসেনা তড়িঘড়ি পদক্ষেপ করে ৷ ঘটনাস্থলের আশপাশ থেকে মানুষকে নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে যাওয়া হয় ৷ এরপর সেটিকে সফলভাবে নিষ্ক্রিয় করা হয় ৷" সবাই মিলেমিশে ভালো কাজ করার জন্য পুলিশ প্রশাসন বায়ু সেনা-সহ এই কাজে অংশ নেওয়া সবাইকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷
Yesterday it came to our notice that an undetonated bomb of World War II was found in an open field in village Bhulanpur, Gopiballavpur in Jhargram district.
— Mamata Banerjee (@MamataOfficial) July 5, 2024
State government machinery including police and also airforce immediately swung into action. Public from nearby area… pic.twitter.com/Cva66ydlMQ
এর আগে গত সপ্তাহে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর থানার অন্তর্গত ভুলনপুর গ্রামের সুবর্ণরেখা নদীর তীরে চাষের জমি থেকে উদ্ধার হয়েছিল একটি বিশাল আকৃতির ধাতব সিলিন্ডার ৷ সিলিন্ডারটি দেখে প্রথমেই বোমা বলে মনে করা হয়েছিল ৷ তার কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গোপীবল্লভপুর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে বালিভাষা ও সংকরবনি এলাকায় ব্রিটিশদের বিমান ঘাঁটি ছিল ৷ তাই ধাতব সিলিন্ডারটিকে সাধারণ সিলিন্ডার হিসেবে বলে কেউই মনে করেননি ৷
![World War II Bomb Blast in Jhargram](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/05-07-2024/21878226_wb_b.jpg)
বিষয়টি প্রশাসনের নজরে আসার পর জায়গাটিকে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয় ৷ খবর দেওয়া হয়েছিল বোম স্কোয়াড এবং কলাইকুন্ডা যুদ্ধবিমান প্রশিক্ষণে ঘাঁটিতে ৷ এক সপ্তাহের মাথায় চূড়ান্ত প্রস্তুতি নিয়ে নষ্ট করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালের প্রাচীন এই বোমাটিকে ৷
এদিন ঝাড়গ্ৰাম জেলার ও গোপীবল্লভপুরের একাধিক প্রশাসনিক আধিকারিকের উপস্থিতিতে বায়ুসেনার পক্ষ থেকে বম্ব স্কোয়াডের সাহায্যে ফাটানো হয় বোমাটি ৷ ভুলনপুরে নদী তীরবর্তী একটি বিস্তীর্ণ এলাকায় বালির বস্তা দিয়ে ঘিরে বিস্ফোরণ ঘটানো হয় ৷ এদিন বিস্ফোরণের সময় বম্ব স্কোয়াড ও এয়ারফোর্সের পাশাপাশি উপস্থিত ছিলেন এসডিপিও গোপীবল্লভপুর পারভেজ সরফরাজ, গোপীবল্লভপুর থানার আইসি কার্তিক চন্দ্র রায়, সাব ইন্সপেক্টর সন্দীপ সিংহ, গোপীবল্লভপুর 1 নম্বর ব্লকের বিডিও শ্যামসুন্দর মিশ্র-সহ প্রশাসনের আধিকারিকরা ৷
এই বিস্ফোরণ প্রসঙ্গে এসডিপিও গোপীবল্লভপুর পারভেজ সরফরাজ বলেন, "ধাতব সিলিন্ডারটি উদ্ধার হওয়ার পর স্থানীয় সবাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা বলে দাবি করেছিল ৷ সেইমতো প্রোটোকল অনুযায়ী বায়ুসেনাকে খবর দেওয়া হয়েছিল ৷ চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার পর এদিন দুপুরে একটা সময় বোমাটির বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয় ৷"