ETV Bharat / state

'সিএএ মাথা হলে অভিন্ন দেওয়ানী বিধি মাছের পেটি', ঈদের মঞ্চ থেকেই কেন্দ্রকে নিশানা মমতার - MAMATA BANERJEE

Mamata Banerjee opposed UCC: 2024 লোকসভা ভোটের বছরে ঈদের নামাজের শেষে রেড রোড থেকে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা ৷ ঈদের শুভেচ্ছার মঞ্চ থেকে সিএএ-এনআরসি-ইউনিভার্সাল সিভিল কোডেরও বিরোধিতা করেন মুখ্যমন্ত্রী ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 11, 2024, 11:23 AM IST

Updated : Apr 11, 2024, 12:06 PM IST

কলকাতা, 11 এপ্রিল: রেড রোডে ঈদের মঞ্চ থেকে সিএএ, এনআরসি'র সঙ্গেই অভিন্ন দেওয়ানী বিধি (ইউসিসি) নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সিএএ-এনআরসির পাশাপাশি ইউসিসি নিয়ে ঝাঁঝালো বিরোধিতার সুর শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। মাছের সঙ্গে তুলনা টেনে সিএএ মাছের মাথা, এনআরসি ল্যাজা হলে হলে ইউসিসি'কে পেটি বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী ৷

প্রত্যেক বছরই ঈদে রেড রোডে সাধারণ মানুষকে শুভেচ্ছা জানাতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2024 লোকসভা ভোটের বছর। এবারও ঈদের নমাজের শেষে রেড রোডে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে হাজির হওয়া মুসলিম সম্প্রদায়ের মানুষদের ঈদের শুভেচ্ছাও জানান মমতা-অভিষেক। একইসঙ্গে এদিন এই মঞ্চ থেকে সকলকে এক হয়ে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি বলেন, "গোটা দেশে আমরা ইন্ডিয়া জোটের সঙ্গে থাকলেও বাংলায় বিজেপির বিরুদ্ধে লড়াই করছে তৃণমূল কংগ্রেস। কাজেই আপনারা তৃণমূলকে সমর্থন করুন।"

এরপরই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে মমতা বলেন, "আমরা সিএএ, এনআরসি চাই না ৷ আবার ইউসিসি নিয়ে আসছে ৷ আমরা গায়ের জোর মানব না ৷ আমরা বিভাজন চাই না ৷ আমরা চাই সকলে একসঙ্গে থাকি ৷ সকলকে ভয় দেখানো হচ্ছে ৷ আইটি, ইডি, সিবিআই দিয়ে ভয় দেখাচ্ছে ৷" মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে এদিন বারবার ঘুরে ফিরে এসেছে সকলে মিলেমিশে থাকার কথা। সকলকে নিয়ে চলার কথা। এদিন মুখ্যমন্ত্রী বলেন, "আমি বিভেদের কথা এখানে বলতে আসিনি। আমি চাই আপনারা সবাই একসঙ্গে থাকুন, ভালো থাকুন।" তিনি আরও বলেন, "আমরা যদি এক থাকি কেউ আমাদের কোনও ক্ষতি করতে পারবে না। আপনাদের কেউ ক্ষতি করার চেষ্টা করলে আমি আছি, প্রয়োজনের জীবন দিতেও তৈরি। আমি জীবন দিয়ে দেব তবু আপনাদের ক্ষতি হতে দেব না।"

এরপরই কেন্দ্র এবং এজেন্সিকে নিশানা করে তিনি বলেন, "কেউ কেউ ভয় দেখাতে চাইছেন, সবাইকে ইডি-সিবিআই-আইটি দেখিয়ে জেলে ভরে দেবেন বলছে। আমি বলি গোটা রাজ্যটাকেই জেলখানা বানিয়ে দাও। ভুলে যাবেন না 130 কোটির দেশ। সবাইকে আপনারা জেলখানায় পুরতে পারবেন ৷ আমি রয়্যাল বেঙ্গল টাইগারের মতো এর বিরুদ্ধে লড়াই করব।" এদিন সিএএ-এনআরসি নিয়েও রেড রোডের মঞ্চ থেকে সরব ছিলেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, "অনেকের মধ্যেই প্রশ্ন আছে সিএএ হবে কিনা, এনআরসি হবে কিনা। আবার ওরা ইউনিফর্ম সিভিল কোড নিয়ে এসেছে। আমরা এসব মানব না।"

আরও পড়ুন:

  1. 'অন্য কাউকে একটাও ভোট নয়', রেড রোডে ঈদের নমাজ থেকে আহ্বান মমতার
  2. রীতি মেনে জামা মসজিদে নমাজ পাঠ, দেশবাসীকে ঈদের শুভেচ্ছা রাষ্ট্রপতি মুর্মুর

কলকাতা, 11 এপ্রিল: রেড রোডে ঈদের মঞ্চ থেকে সিএএ, এনআরসি'র সঙ্গেই অভিন্ন দেওয়ানী বিধি (ইউসিসি) নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সিএএ-এনআরসির পাশাপাশি ইউসিসি নিয়ে ঝাঁঝালো বিরোধিতার সুর শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। মাছের সঙ্গে তুলনা টেনে সিএএ মাছের মাথা, এনআরসি ল্যাজা হলে হলে ইউসিসি'কে পেটি বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী ৷

প্রত্যেক বছরই ঈদে রেড রোডে সাধারণ মানুষকে শুভেচ্ছা জানাতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2024 লোকসভা ভোটের বছর। এবারও ঈদের নমাজের শেষে রেড রোডে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে হাজির হওয়া মুসলিম সম্প্রদায়ের মানুষদের ঈদের শুভেচ্ছাও জানান মমতা-অভিষেক। একইসঙ্গে এদিন এই মঞ্চ থেকে সকলকে এক হয়ে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি বলেন, "গোটা দেশে আমরা ইন্ডিয়া জোটের সঙ্গে থাকলেও বাংলায় বিজেপির বিরুদ্ধে লড়াই করছে তৃণমূল কংগ্রেস। কাজেই আপনারা তৃণমূলকে সমর্থন করুন।"

এরপরই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে মমতা বলেন, "আমরা সিএএ, এনআরসি চাই না ৷ আবার ইউসিসি নিয়ে আসছে ৷ আমরা গায়ের জোর মানব না ৷ আমরা বিভাজন চাই না ৷ আমরা চাই সকলে একসঙ্গে থাকি ৷ সকলকে ভয় দেখানো হচ্ছে ৷ আইটি, ইডি, সিবিআই দিয়ে ভয় দেখাচ্ছে ৷" মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে এদিন বারবার ঘুরে ফিরে এসেছে সকলে মিলেমিশে থাকার কথা। সকলকে নিয়ে চলার কথা। এদিন মুখ্যমন্ত্রী বলেন, "আমি বিভেদের কথা এখানে বলতে আসিনি। আমি চাই আপনারা সবাই একসঙ্গে থাকুন, ভালো থাকুন।" তিনি আরও বলেন, "আমরা যদি এক থাকি কেউ আমাদের কোনও ক্ষতি করতে পারবে না। আপনাদের কেউ ক্ষতি করার চেষ্টা করলে আমি আছি, প্রয়োজনের জীবন দিতেও তৈরি। আমি জীবন দিয়ে দেব তবু আপনাদের ক্ষতি হতে দেব না।"

এরপরই কেন্দ্র এবং এজেন্সিকে নিশানা করে তিনি বলেন, "কেউ কেউ ভয় দেখাতে চাইছেন, সবাইকে ইডি-সিবিআই-আইটি দেখিয়ে জেলে ভরে দেবেন বলছে। আমি বলি গোটা রাজ্যটাকেই জেলখানা বানিয়ে দাও। ভুলে যাবেন না 130 কোটির দেশ। সবাইকে আপনারা জেলখানায় পুরতে পারবেন ৷ আমি রয়্যাল বেঙ্গল টাইগারের মতো এর বিরুদ্ধে লড়াই করব।" এদিন সিএএ-এনআরসি নিয়েও রেড রোডের মঞ্চ থেকে সরব ছিলেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, "অনেকের মধ্যেই প্রশ্ন আছে সিএএ হবে কিনা, এনআরসি হবে কিনা। আবার ওরা ইউনিফর্ম সিভিল কোড নিয়ে এসেছে। আমরা এসব মানব না।"

আরও পড়ুন:

  1. 'অন্য কাউকে একটাও ভোট নয়', রেড রোডে ঈদের নমাজ থেকে আহ্বান মমতার
  2. রীতি মেনে জামা মসজিদে নমাজ পাঠ, দেশবাসীকে ঈদের শুভেচ্ছা রাষ্ট্রপতি মুর্মুর
Last Updated : Apr 11, 2024, 12:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.