মুম্বই, 12 জুলাই: অম্বানিদের বিয়ের আমন্ত্রণে গিয়ে উদ্ধব ঠাকরে ও শরদ পাওয়ারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শুক্রবার বিকেলে তৃণমূল সুপ্রিমো শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের বাড়ি মাতোশ্রীতে যান ৷ সেখানে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে নিয়ে সংক্ষিপ্ত সাংবাদিক বৈঠকে আসন্ন মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে উদ্ধব ঠাকরের হয়ে প্রচারের কথাও জানান ৷ এরপর মাতোশ্রী থেকে বেরিয়ে এনসপি প্রধান শরদ পাওয়ারের বাড়ি 'সিলভার ওক'-এ পৌঁছন মমতা ৷
এদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সাফ বুঝিয়ে দেন রাজ্যে যা-ই হোক না কেন, সর্বভারতীয় স্তরে 'ইন্ডিয়া' জোটে তৃণমূল আছে ৷ শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের ভূয়সী প্রশংসা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এমনকী তাঁর পাশে থাকার বার্তাও দেন ৷ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা বলেন, "নির্বাচনের জন্য আমি এখানে আসব ৷ উদ্ধবজির জন্য প্রচার করব ৷"
A promising moment for INDIA!
— All India Trinamool Congress (@AITCofficial) July 12, 2024
Today, Shri @uddhavthackeray extended his warm greetings to Smt. @MamataOfficial as they met in a familial spirit in Mumbai. pic.twitter.com/Wes6Ah71I0
এদিন মাতোশ্রীতে মমতা ও উদ্ধব সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী দাবি করেন, বিজেপির নেতৃত্বে গঠিত তৃতীয় মোদি সরকারের অবস্থা নড়বড়ে ৷ 5 বছর মেয়াদও সম্পূর্ণ হবে না ৷ তার আগেই ভেঙে যাবে ৷ এই সময় সাংবাদিকরা বিস্তারিত জানতে চাইলে মমতা বলেন, "খেলা সবে শুরু হয়েছে ৷ এবার এটা চলবে ৷"
এদিনই কেন্দ্রীয় সরকার 25 জুন তারিখটিতে 'সংবিধান হত্যা দিবস' হিসেবে পালন করার কথা ঘোষণা করেছে ৷ 1975 সালের এই দিনটিতে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন ৷ এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সময়েই জরুরি অবস্থা সবচেয়ে বেশি দেখা গিয়েছে ৷ কারণ হিসেবে মুখ্যমন্ত্রীর কথায়, "মোদিজির সময়ে সবচেয়ে বেশি জরুরি অবস্থা দেখা গিয়েছে ৷ ভারতীয় ন্যায় সংহিতা পাশ করেছে ৷ ক্রিমিনাল আইন পরিবর্তন হয়েছে ৷ বুঝতেই পারা যাবে না যে, কী পরিবর্তন হয়েছে ৷ কীভাবে এফআইআর করতে হবে ৷"
এদিন তিনি ইন্ডিয়া জোটে তৃণমূলের অবস্থান স্পষ্ট করে বলেন, "বৈচিত্রের মধ্যে ঐক্য আমাদের প্রধান আদর্শ ৷ আমরা একে রক্ষা করেই চলব ৷" তবে বিজেপির শরিক দল টিডিপি বা জেডিইউ সম্পর্কে কিছুই বলতে রাজি হননি মমতা বন্দ্যোপাধ্যায় ৷
A special moment of bonding and reunion!
— All India Trinamool Congress (@AITCofficial) July 12, 2024
Today, Smt. @MamataOfficial exchanged warm greetings with Shri @PawarSpeaks in Mumbai. pic.twitter.com/ehNpNwOJxU
জাতীয় ক্ষেত্রে কংগ্রেসের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও বিরোধ নেই ৷ তবে রাজ্যে কংগ্রেস, সিপিএম ও বিজেপি- তিনটি দলেরই বিরোধী তিনি ৷ এই প্রসঙ্গে মমতা বলেন, "বাংলায় তৃণমূল কংগ্রেস লড়ার জন্য তৈরি ৷ সেখানে আমরা সিপিএম-কংগ্রেসের সঙ্গে সমঝোতা করতে পারব না ৷ সিপিএমের সঙ্গে যুদ্ধ করেই আমি ক্ষমতায় এসেছি ৷ সিপিএমের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই ৷ সিপিএম-কংগ্রেস-বিজেপি বাংলায় একসঙ্গে কাজ করলে আমায় সমস্যায় পড়তে হয় ৷ সর্বভারতীয় ক্ষেত্রে কংগ্রেসের বিরুদ্ধে নই আমরা ৷ কিন্তু বাংলায় নয় ৷ ইন্ডিয়া জোটে আমরা সবাই আছি একসঙ্গে ৷"