ETV Bharat / state

জুনিয়র ডাক্তাররা এলেন না, ঘণ্টা দেড়েক অপেক্ষা করে নবান্ন ছাড়লেন মমতা - RG Kar Protest

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 10, 2024, 8:56 PM IST

Updated : Sep 10, 2024, 9:24 PM IST

CM Mamata Banerjee on Junior Doctor Protest: মঙ্গলবার আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কিন্তু আন্দোলনকারীদের অভিযোগ, যাঁর পদত্যাগ চেয়ে এই আন্দোলন, তাঁর কাছ থেকে মেইল পাঠানো হয়েছে তাঁদের ৷ তাই তাঁরা নবান্নে যাবেন না ৷

RG Kar Protest
আরজি করের জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ (ইটিভি ভারত)

কলকাতা, 10 সেপ্টেম্বর: আন্দোলনকারীদের জন্য সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত অপেক্ষা করে নবান্ন থেকে বেরিয়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নবান্নের তরফে আলোচনার জন্য আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের তরফে 10 জনকে আমন্ত্রণ জানানো হয়েছিল ৷ তাঁদের সঙ্গে বৈঠক করতে প্রস্তুত ছিলেন তিনি ৷ এদিকে জুনিয়র চিকিৎসকদের দাবি, যাঁর ইস্তফা চেয়ে তাঁরা আন্দোলন করছেন, সেই স্বাস্থ্যসচিবের কাছ থেকে তাঁদের কাছে মেইল পাঠানো হয়েছে, যা তাঁদের কাছে অপমানজনক ৷ তাই তাঁরা নবান্নের বৈঠকে সাড়া দেননি ৷

নবান্নে সাংবাদিক বৈঠকে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (ইটিভি ভারত)

মঙ্গলবার নবান্নের তরফ থেকে ই-মেইল মারফত জুনিয়র ডাক্তারদের আলোচনার জন্য ডাকা হয় ৷ কিন্তু মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দেননি বিক্ষুব্ধ জুনিয়র ডাক্তাররা ৷ এদিন ডাক্তারদের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হয় যে, মুখ্যমন্ত্রী নয় এদিন মেইল এসেছে স্বাস্থ্য সচিবের মেইল আইডি থেকে ৷ তাই এই ডাকে সাড়া দেবেন না জুনিয়র ডাক্তাররা ৷ বরং এদিন তাঁরা দাবি করেছেন, স্বাস্থ্য সচিবের মেইল থেকে এভাবে আলোচনার জন্য ডেকে পাঠানো অপমানজনক ৷

এদিকে সন্ধ্যা সাতটার পরে নবান্নে সাংবাদিক বৈঠক করেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৷ তিনি বলেন, "আমরা জুনিয়র ডাক্তারদের আলোচনার জন্য ডেকেছিলাম ৷ খোলা মনেই তাঁদের সঙ্গে আলোচনা করতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ সন্ধ্যা ছ'টা পনেরো নাগাদ তাঁদের আলোচনার জন্য আমন্ত্রণ করা হয় ৷ এরপর মুখ্যমন্ত্রী তাঁদের জন্য অপেক্ষা করছিলেন ৷ তাঁরা তো এলেন না ৷"

মন্ত্রী আরও বলেন, "এই অবস্থায় তাঁরা আলোচনায় যোগ দিলে কী হত, সেটা দেখা যেত ৷ অতএব, কোন আলোচনায় তাঁরা আসবেন, কি আসবেন না, আমাদের তরফ থেকে তা বলা সম্ভব হচ্ছে না ৷ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলে তারা হয়তো এ বিষয়ে কিছু জানাতে পারেন, আমাদের এবিষয়ে কিছু জানাননি ৷ মাননীয় মুখ্যমন্ত্রী কেমন মানুষ আপনারা সকলেই জানেন, আগামীতে কি হয় দেখতে থাকুন ৷"

যদিও চন্দ্রিমা ভট্টাচার্যের এই সাংবাদিক সম্মেলনের পরেই জুনিয়র ডাক্তারদের তরফ থেকেও স্বাস্থ্য ভবনে সাংবাদিক বৈঠক করা হয় ৷ সেখানেই জুনিয়র ডাক্তারদের তরফ থেকে বলা হয়, সরাসরি মুখ্যমন্ত্রীর মেইল থেকে তাঁদের কাছে আলোচনার জন্য কোনও আমন্ত্রণ আসেনি ৷ তাঁরা স্বাস্থ্য সচিবের মেইল পেয়েছেন ৷ কিন্তু সেই আবেদনে সাড়া দিয়ে তাঁরা নবান্নে যেতে চান না ৷ তাঁরা এটাও স্পষ্ট করে দিয়েছেন এখনই আলোচনার রাস্তা বন্ধ হচ্ছে না ৷ স্বাস্থ্য সচিবের মাধ্যমে তাঁদের আলোচনার টেবিলে ডাকা হয়েছে, তা অপমানজনক বলে মনে করছেন তাঁরা ৷

কলকাতা, 10 সেপ্টেম্বর: আন্দোলনকারীদের জন্য সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত অপেক্ষা করে নবান্ন থেকে বেরিয়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নবান্নের তরফে আলোচনার জন্য আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের তরফে 10 জনকে আমন্ত্রণ জানানো হয়েছিল ৷ তাঁদের সঙ্গে বৈঠক করতে প্রস্তুত ছিলেন তিনি ৷ এদিকে জুনিয়র চিকিৎসকদের দাবি, যাঁর ইস্তফা চেয়ে তাঁরা আন্দোলন করছেন, সেই স্বাস্থ্যসচিবের কাছ থেকে তাঁদের কাছে মেইল পাঠানো হয়েছে, যা তাঁদের কাছে অপমানজনক ৷ তাই তাঁরা নবান্নের বৈঠকে সাড়া দেননি ৷

নবান্নে সাংবাদিক বৈঠকে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (ইটিভি ভারত)

মঙ্গলবার নবান্নের তরফ থেকে ই-মেইল মারফত জুনিয়র ডাক্তারদের আলোচনার জন্য ডাকা হয় ৷ কিন্তু মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দেননি বিক্ষুব্ধ জুনিয়র ডাক্তাররা ৷ এদিন ডাক্তারদের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হয় যে, মুখ্যমন্ত্রী নয় এদিন মেইল এসেছে স্বাস্থ্য সচিবের মেইল আইডি থেকে ৷ তাই এই ডাকে সাড়া দেবেন না জুনিয়র ডাক্তাররা ৷ বরং এদিন তাঁরা দাবি করেছেন, স্বাস্থ্য সচিবের মেইল থেকে এভাবে আলোচনার জন্য ডেকে পাঠানো অপমানজনক ৷

এদিকে সন্ধ্যা সাতটার পরে নবান্নে সাংবাদিক বৈঠক করেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৷ তিনি বলেন, "আমরা জুনিয়র ডাক্তারদের আলোচনার জন্য ডেকেছিলাম ৷ খোলা মনেই তাঁদের সঙ্গে আলোচনা করতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ সন্ধ্যা ছ'টা পনেরো নাগাদ তাঁদের আলোচনার জন্য আমন্ত্রণ করা হয় ৷ এরপর মুখ্যমন্ত্রী তাঁদের জন্য অপেক্ষা করছিলেন ৷ তাঁরা তো এলেন না ৷"

মন্ত্রী আরও বলেন, "এই অবস্থায় তাঁরা আলোচনায় যোগ দিলে কী হত, সেটা দেখা যেত ৷ অতএব, কোন আলোচনায় তাঁরা আসবেন, কি আসবেন না, আমাদের তরফ থেকে তা বলা সম্ভব হচ্ছে না ৷ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলে তারা হয়তো এ বিষয়ে কিছু জানাতে পারেন, আমাদের এবিষয়ে কিছু জানাননি ৷ মাননীয় মুখ্যমন্ত্রী কেমন মানুষ আপনারা সকলেই জানেন, আগামীতে কি হয় দেখতে থাকুন ৷"

যদিও চন্দ্রিমা ভট্টাচার্যের এই সাংবাদিক সম্মেলনের পরেই জুনিয়র ডাক্তারদের তরফ থেকেও স্বাস্থ্য ভবনে সাংবাদিক বৈঠক করা হয় ৷ সেখানেই জুনিয়র ডাক্তারদের তরফ থেকে বলা হয়, সরাসরি মুখ্যমন্ত্রীর মেইল থেকে তাঁদের কাছে আলোচনার জন্য কোনও আমন্ত্রণ আসেনি ৷ তাঁরা স্বাস্থ্য সচিবের মেইল পেয়েছেন ৷ কিন্তু সেই আবেদনে সাড়া দিয়ে তাঁরা নবান্নে যেতে চান না ৷ তাঁরা এটাও স্পষ্ট করে দিয়েছেন এখনই আলোচনার রাস্তা বন্ধ হচ্ছে না ৷ স্বাস্থ্য সচিবের মাধ্যমে তাঁদের আলোচনার টেবিলে ডাকা হয়েছে, তা অপমানজনক বলে মনে করছেন তাঁরা ৷

Last Updated : Sep 10, 2024, 9:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.