কলকাতা, 29 জুলাই: টলি পাড়ার সমস্যায় সরাসরি হস্তক্ষেপ করতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায় ৷ উলটে কলাকুশলীরা নিজেরাই নিজেদের সমস্যা মিটিয়ে নেবেন বলেও মনে করছেন মুখ্যমন্ত্রী। টেকনিশিয়ান এবং পরিচালকদের মধ্যে সমস্যা বা জটিলতা বাড়ার তেমন সম্ভাবনা নেই বলেও মনে করছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
সকাল থেকেই টলিউডের শিল্পী-কলাকুশলী ও অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে সমস্যার কারণে অচলাবস্থার ছবি দেখা গিয়েছিল টলিপাড়ায়। পরিস্থিতি এতটাই জটিল ছিল যে সিনেমা, সিরিয়াল থেকে শুরু করে যাবতীয় শুটিংও বন্ধ হওয়ার পথে ৷ বিষয়টি ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছে এমন খবর পৌঁছে যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও। কিন্তু এই অবস্থায় এই সমস্যার মধ্যে সরাসরি হস্তক্ষেপ করতে চাইছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী। বরং তিনি চাইছেন অভিনেতা-অভিনেত্রী এবং টেকনিশিয়ানদের মধ্যে এই সমস্যা, তাঁরা নিজেরাই বসে সেটাকে মিটিয়ে নিন। সূত্রের খবর, গোটা পরিস্থিতিই খুব কাছ থেকেই নজর রাখছেন মুখ্যমন্ত্রী। ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন, এই সমস্যা পরস্পরের মধ্যে আলোচনার মাধ্যমেই মিটিয়ে নেবে দু'পক্ষ।
মুখ্যমন্ত্রীর কথায়, "অভিনেতা-অভিনেত্রী এবং টেকনিশিয়ানরা একে অপরের পরিপূরক। কাজেই এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে হস্তক্ষেপ না করাই ভালো।" উলটে তিনি মনে করছেন, তাঁরা নিজেরাই বসে বিষয়টিকে মিটিয়ে নেবেন। উভয় পক্ষের উপরই আস্থা রাখছেন মমতা। তিনি মনে করছেন, জটিলতা বাড়ার সম্ভাবনা তেমন নেই। প্রসঙ্গত, কয়েকদিন ধরেই টেকনিশিয়ান ফেডারেশনের সঙ্গে ডিরেক্টরস গিল্ডের বিরোধ তৈরি হয়েছে। গিল্ডের নিয়ম ভেঙে পরিচালক রাহুল বাংলাদেশের ওয়েব সিরিজের শ্যুটিং করেছেন বলে অভিযোগ। তারপরেই টেকনিসিয়ানরা কাজ বন্ধ করে দেন।
পরিচালক বাংলাদেশে গিয়ে বাকি কাজ শেষ করেন। ফিরে আসার পর তাঁর শুটিংয়ে নিষেধাজ্ঞা জারি করেছিল এডিটর্স গিল্ড এবং টেকনিশিয়ান অ্যাসোশিয়েশন। ডিরেক্টরস গিল্ড আলোচনার মাধ্যমে তাঁর উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলেও টেকনিশিয়ানস ফেডারেশন কিন্তু তা করতে নারাজ। তারা অনড় অবস্থান নিয়েছে।