ETV Bharat / state

তুমুল বৃষ্টিতেও অবিচল মমতা, একুশের মঞ্চে কর্মীদের দিলেন শৃঙ্খলার বার্তা - 21 July TMC Rally - 21 JULY TMC RALLY

Mamata Banerjee at 21 July TMC Rally: ঘড়ির কাঁটায় 1টা 50 মিনিট ৷ ঝমঝমিয়ে বৃষ্টি নামল ধর্মতলা চত্বরে ৷ তুমুল বৃষ্টিতেও একুশের মঞ্চে অবিচল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দলীয় কর্মীদের শৃঙ্খলার বার্তা তাঁর মুখে ৷

Mamata Banerjee
একুশের মঞ্চে বৃষ্টির মধ্যেই বক্তৃতা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (ছবি সূত্র - তৃণমূলের এক্স হ্যান্ডেল)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 21, 2024, 7:06 PM IST

কলকাতা, 21 জুলাই: সাধারণত একুশে জুলাইয়ের প্রতি বছর বৃষ্টি হয়। এ বছরও অন্যথা হল না ৷ রবিবারসীয় সকাল থেকেই মহানগরে চলছিল রোদ-বৃষ্টির লুকোচুরি। মাঝে মাঝেই ঝমঝমিয়ে বৃষ্টি নামছিল। পরমুহূর্তে আবার দেখা মিলছিল চড়া রোদের। এদিন দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন মঞ্চে আসেন তখন কিন্তু রোদ ছিল ভিক্টোরিয়া হাউজের সামনে। কিন্তু তিনি বক্তব্য শুরু করার কিছুক্ষণের মধ্যেই ধর্মতলায় সভাস্থলের আশেপাশে ঝমঝমিয়ে নামল বৃষ্টি । কিন্তু এই বৃষ্টি না একুশের জনজোয়ারকে স্তব্ধ করতে পারল, না পারল মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা থামাতে । প্রবল বৃষ্টির মধ্যেই কাকভেজা হয়ে নিজের বক্তব্য চালিয়ে গেলেন বাংলার প্রশাসনিক প্রধান।

ধর্মতলায় উপস্থিত মানুষের উদ্দেশে মমতা বললেন, "একুশে জুলাই বর্ষা তো হবেই । প্রতি বছরই বৃষ্টি হয় । এটা ঈশ্বরের আশীর্বাদ । শহিদদের চোখের জল। এই জল দেখে ভয় পাবেন না ।" মুখ্যমন্ত্রীর কথা শেষ হতে না হতে কিছুক্ষণ বাদেই আবার সভামঞ্চের আশেপাশে রৌদ্রজ্জ্বল আকাশের দেখা মেলে ৷ তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "এটাই একুশে জুলাইের মাহাত্ম্য । একুশে জুলাই বৃষ্টি হয় । তারপর আবার সেই বৃষ্টি মিলিয়েও যায় । আসলে সবটাই শহিদদের চোখের জল । আপনারা এর থেকে শিক্ষা নিয়ে লড়াই করতে শিখুন । শহিদেরাও আপনাদের সঙ্গে আছে ।"

প্রসঙ্গত, এ দিন একুশে জুলাইয়ের মঞ্চ থেকে আরও একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের নেতা কেউ নয়, সবাই কর্মী । গত কয়েকদিন ধরেও বারবার তাঁকে এ কথা বলতে শোনা গিয়েছিল ৷ দলকে ঐক্যবদ্ধ করতে নেত্রীর এই বার্তা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন তিনি ৷ একইসঙ্গে এ দিন ধর্মতলায় উপস্থিত জনতার উদ্দেশে মমতার শপথ, "কথা দিন আপনারা দুর্নীতির সঙ্গে আপস করবেন না । অন্যায় সহ্য করবেন না । কেউ অন্যায় করলে তাকে ধরিয়ে দেবেন ।" মনে করা হচ্ছে একুশের মঞ্চ থেকেই এর মাধ্যমে নেতা-কর্মীদের উদ্দেশে শৃঙ্খলার বার্তা দিলেন দলনেত্রী ।

কলকাতা, 21 জুলাই: সাধারণত একুশে জুলাইয়ের প্রতি বছর বৃষ্টি হয়। এ বছরও অন্যথা হল না ৷ রবিবারসীয় সকাল থেকেই মহানগরে চলছিল রোদ-বৃষ্টির লুকোচুরি। মাঝে মাঝেই ঝমঝমিয়ে বৃষ্টি নামছিল। পরমুহূর্তে আবার দেখা মিলছিল চড়া রোদের। এদিন দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন মঞ্চে আসেন তখন কিন্তু রোদ ছিল ভিক্টোরিয়া হাউজের সামনে। কিন্তু তিনি বক্তব্য শুরু করার কিছুক্ষণের মধ্যেই ধর্মতলায় সভাস্থলের আশেপাশে ঝমঝমিয়ে নামল বৃষ্টি । কিন্তু এই বৃষ্টি না একুশের জনজোয়ারকে স্তব্ধ করতে পারল, না পারল মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা থামাতে । প্রবল বৃষ্টির মধ্যেই কাকভেজা হয়ে নিজের বক্তব্য চালিয়ে গেলেন বাংলার প্রশাসনিক প্রধান।

ধর্মতলায় উপস্থিত মানুষের উদ্দেশে মমতা বললেন, "একুশে জুলাই বর্ষা তো হবেই । প্রতি বছরই বৃষ্টি হয় । এটা ঈশ্বরের আশীর্বাদ । শহিদদের চোখের জল। এই জল দেখে ভয় পাবেন না ।" মুখ্যমন্ত্রীর কথা শেষ হতে না হতে কিছুক্ষণ বাদেই আবার সভামঞ্চের আশেপাশে রৌদ্রজ্জ্বল আকাশের দেখা মেলে ৷ তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "এটাই একুশে জুলাইের মাহাত্ম্য । একুশে জুলাই বৃষ্টি হয় । তারপর আবার সেই বৃষ্টি মিলিয়েও যায় । আসলে সবটাই শহিদদের চোখের জল । আপনারা এর থেকে শিক্ষা নিয়ে লড়াই করতে শিখুন । শহিদেরাও আপনাদের সঙ্গে আছে ।"

প্রসঙ্গত, এ দিন একুশে জুলাইয়ের মঞ্চ থেকে আরও একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের নেতা কেউ নয়, সবাই কর্মী । গত কয়েকদিন ধরেও বারবার তাঁকে এ কথা বলতে শোনা গিয়েছিল ৷ দলকে ঐক্যবদ্ধ করতে নেত্রীর এই বার্তা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন তিনি ৷ একইসঙ্গে এ দিন ধর্মতলায় উপস্থিত জনতার উদ্দেশে মমতার শপথ, "কথা দিন আপনারা দুর্নীতির সঙ্গে আপস করবেন না । অন্যায় সহ্য করবেন না । কেউ অন্যায় করলে তাকে ধরিয়ে দেবেন ।" মনে করা হচ্ছে একুশের মঞ্চ থেকেই এর মাধ্যমে নেতা-কর্মীদের উদ্দেশে শৃঙ্খলার বার্তা দিলেন দলনেত্রী ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.