ETV Bharat / state

দুর্গাপুর কাপড়ের দোকানে আগুন ! পুড়ে ছাই জিনিসপত্র - Fire In Durgapur - FIRE IN DURGAPUR

Fire in Durgapur: রেমাল আতঙ্কের মাঝেই দুর্গাপুর স্টেশন বাজারে কাপড়ের দোকানে আগুন ৷ চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল । বেশ ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে ৷

Fire In Durgapur
দুর্গাপুরে অগ্নিকাণ্ড (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 27, 2024, 7:46 PM IST

দুর্গাপুর, 27 মে: রেমাল আতঙ্কে সকাল থেকে যখন রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির দাপট, সেই বৃষ্টি ভেজা সকালেই হু হু করে বের হচ্ছে কালো ধোঁওয়া ! দুর্গাপুর স্টেশন বাজারের একটি কাপড়ের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল সোমাবর ৷ এই আগুনের জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় । স্থানীয়রা প্রথমে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায় । আগুনের তীব্রতা ক্রমশ বাড়তে থাকায় খবর দেওয়া হয় দুর্গাপুরের দমকল বিভাগে । ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুরের দমকলের একটি ইঞ্জিন । দমকলের চার ঘণ্টার চেষ্টায় শেষে এই আগুন নিয়ন্ত্রণে আসে । পুড়ে ছাই হয়ে গিয়েছে দোকানের বেশিরভাগ জিনিসপত্র ৷

দুর্গাপুর কাপড়ের দোকানে আগুন (ইটিভি ভারত)

পাশের দোকানের এক কর্মী তরুণ রুইদাস বলেন, "আমরা দোকান খোলার পর দেখতে পাই ওই দোকানের সুইচ বোর্ড থেকে আগুন বের হচ্ছে । খবর দিই ওই দোকানের মালিককে । আমরাই প্রথমে হাত লাগিয়ে দোকানের জিনিসপত্র খালি করি । পরে দমকল আসে ৷ তবুও ভেতরে থাকা বেশ কিছু জিনিস পুড়ে গিয়েছে ।"

আরও পড়ুন: গুজরাতে গেম জোনে ভয়াবহ আগুন, একাধিক শিশু-সহ মৃত কমপক্ষে 25

ঘূর্ণিঝড় রেমালের জেরে রবিবার বিকেল থেকেই দুর্গাপুরে শুরু হয়েছে বৃষ্টি । সোমবার সকাল থেকেই একটানা ঝিরঝিরে বৃষ্টির দাপট শিল্প শহরে । তার সঙ্গে পাল্লা দিয়ে ঝোড়ো হাওয়া । সেই সময় দুর্গাপুরের কোকওভেন থানা এলাকার দুর্গাপুর স্টেশন বাজারের এই বস্ত্র বিপনীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । বৃষ্টির জেরে দমকল বিভাগের কর্মীদের কাজ করতে বেশ বেগ পেতে হয় । এই আগুন আশপাশে দোকানগুলিতেও ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা তৈরি হয় । যদিও তেমনটা হয়নি ৷ সবমিলিয়ে বৃষ্টি ভেজা দিনে দুর্গাপুর স্টেশন বাজারে এই অগ্নিকাণ্ডের জেরে ওই বস্ত্র বিপনীতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে ।

আরও পড়ুন: দিল্লির হাসপাতালে ঝলসে মৃত 7 সদ্যোজাত, অপরাধীদের শাস্তির আশ্বাস মুখ্যমন্ত্রীর

দুর্গাপুর, 27 মে: রেমাল আতঙ্কে সকাল থেকে যখন রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির দাপট, সেই বৃষ্টি ভেজা সকালেই হু হু করে বের হচ্ছে কালো ধোঁওয়া ! দুর্গাপুর স্টেশন বাজারের একটি কাপড়ের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল সোমাবর ৷ এই আগুনের জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় । স্থানীয়রা প্রথমে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায় । আগুনের তীব্রতা ক্রমশ বাড়তে থাকায় খবর দেওয়া হয় দুর্গাপুরের দমকল বিভাগে । ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুরের দমকলের একটি ইঞ্জিন । দমকলের চার ঘণ্টার চেষ্টায় শেষে এই আগুন নিয়ন্ত্রণে আসে । পুড়ে ছাই হয়ে গিয়েছে দোকানের বেশিরভাগ জিনিসপত্র ৷

দুর্গাপুর কাপড়ের দোকানে আগুন (ইটিভি ভারত)

পাশের দোকানের এক কর্মী তরুণ রুইদাস বলেন, "আমরা দোকান খোলার পর দেখতে পাই ওই দোকানের সুইচ বোর্ড থেকে আগুন বের হচ্ছে । খবর দিই ওই দোকানের মালিককে । আমরাই প্রথমে হাত লাগিয়ে দোকানের জিনিসপত্র খালি করি । পরে দমকল আসে ৷ তবুও ভেতরে থাকা বেশ কিছু জিনিস পুড়ে গিয়েছে ।"

আরও পড়ুন: গুজরাতে গেম জোনে ভয়াবহ আগুন, একাধিক শিশু-সহ মৃত কমপক্ষে 25

ঘূর্ণিঝড় রেমালের জেরে রবিবার বিকেল থেকেই দুর্গাপুরে শুরু হয়েছে বৃষ্টি । সোমবার সকাল থেকেই একটানা ঝিরঝিরে বৃষ্টির দাপট শিল্প শহরে । তার সঙ্গে পাল্লা দিয়ে ঝোড়ো হাওয়া । সেই সময় দুর্গাপুরের কোকওভেন থানা এলাকার দুর্গাপুর স্টেশন বাজারের এই বস্ত্র বিপনীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । বৃষ্টির জেরে দমকল বিভাগের কর্মীদের কাজ করতে বেশ বেগ পেতে হয় । এই আগুন আশপাশে দোকানগুলিতেও ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা তৈরি হয় । যদিও তেমনটা হয়নি ৷ সবমিলিয়ে বৃষ্টি ভেজা দিনে দুর্গাপুর স্টেশন বাজারে এই অগ্নিকাণ্ডের জেরে ওই বস্ত্র বিপনীতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে ।

আরও পড়ুন: দিল্লির হাসপাতালে ঝলসে মৃত 7 সদ্যোজাত, অপরাধীদের শাস্তির আশ্বাস মুখ্যমন্ত্রীর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.