ETV Bharat / state

পরীক্ষাকে কেন্দ্র করে রণক্ষেত্র মহিষাদল, পরীক্ষার্থীদের সঙ্গে হাতাহাতি তৃণমূল ছাত্র পরিষদের - Law College Students and TMCP Clash

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 22, 2024, 9:14 PM IST

Law College Students and TMCP Clash in Mahishadal: মহিষাদল রাজ কলেজে পরীক্ষাকে কেন্দ্র করে হাতাহাতি ৷ পরীক্ষার্থী ও তৃণমূল ছাত্র পরিষদের সদস্য়দের মধ্যে এই হাতাহাতি হয় বলে অভিযোগ ৷ পরিস্থিতি সামাল দিতে কলেজে আসে মহিষাদল থানার পুলিশ ৷

ETV BHARAT
আইন কলেজের পরীক্ষাকে কেন্দ্র হাতাহাতি পরীক্ষার্থী ও তৃণমূল ছাত্র পরিষদের ৷ (নিজস্ব চিত্র)

মহিষাদল, 22 জুলাই: হলদিয়া আইন কলেজের পরীক্ষাকে কেন্দ্র করে ধুন্ধুমার বাঁধল মহিষাদল রাজ কলেজে ৷ এখানেই সোমবার প্রথম ও দ্বিতীয় পর্বের পরীক্ষার সিট পড়েছিল হলদিয়া আইন কলেজের ৷ অভিযোগ, প্রথম পর্বের পরীক্ষার সময় পরীক্ষার্থীদের হেনস্তা করেন মহিষাদল রাজ কলেজের তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বাধীন ছাত্র সংসদের সদস্যরা ৷ পরিস্থিতি সামাল দিতে, কলেজ কর্তৃপক্ষ মহিষাদল থানায় খবর দেয় ৷

আইন কলেজের পরীক্ষাকে কেন্দ্র হাতাহাতি পরীক্ষার্থী ও তৃণমূল ছাত্র পরিষদের ৷ (ইটিভি ভারত)

জানা গিয়েছে, এদিন সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত প্রথম পর্বের পরীক্ষা ছিল ৷ দ্বিতীয় পর্বের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল বেলা 2টো থেকে ৷ কিন্তু, প্রথম পর্বের পরীক্ষার শেষেই হলদিয়া আইন কলেজের পড়ুয়ারা বাইরে বেরিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ মহিষাদল রাজ কলেজের গেটের সামনে ঘেরাও করেন তাঁরা ৷ অভিযোগ, পরীক্ষা কেন্দ্রে কোনও অধ্যাপক গার্ড দিচ্ছিলেন না ৷ গার্ড দিচ্ছিলেন ছাত্র সংসদের সদস্যরা ৷ আর তাঁরা পরীক্ষার্থীদের বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে মোটা অঙ্কের টাকাও দাবি করেন ৷

এরই সঙ্গে পরীক্ষার্থীদের হেনস্তা চলতে থাকে বলেও অভিযোগ করা হয়েছে ৷ প্রথম পর্বের পরীক্ষা শেষ হতেই পরীক্ষার্থীরা বাইরে বেরিয়ে প্রতিবাদ শুরু করেন ৷ হলদিয়া আইন কলেজের পড়ুয়াদের বিক্ষোভ দেখে সেখানে পৌঁছয় মহিষাদল রাজ কলেজের টিএমসিপি-র ছাত্র সংসদের সদস্যরা ৷ এরপরেই দু’তরফে কথা কাটাকাটি শুরু হয়ে যায় ৷ পরে তা হাতাহাতিতে গড়ায় ৷ পরিস্থিতি বেগতিক দেখে কলেজ কর্তৃপক্ষ মহিষাদল থানায় খবর দেয় ৷

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ তবে, তার আগে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখায় পরীক্ষার্থীরা ৷ যদিও, পরীক্ষার্থীরা যে মারধর করা হয়েছে বা তাঁদের থেকে টাকা চাওয়া হয়েছে তা মানতে চাননি মহিষাদল রাজ কলেজের অধ্যক্ষ ৷ তবে, বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন তিনি ৷ কিন্তু, কেন ছাত্র সংসদের সদস্যরা পরীক্ষার গার্ড দিচ্ছিলেন ? এর কোনও সদুত্তর দিতে পারেননি অধ্যক্ষ ৷

মহিষাদল, 22 জুলাই: হলদিয়া আইন কলেজের পরীক্ষাকে কেন্দ্র করে ধুন্ধুমার বাঁধল মহিষাদল রাজ কলেজে ৷ এখানেই সোমবার প্রথম ও দ্বিতীয় পর্বের পরীক্ষার সিট পড়েছিল হলদিয়া আইন কলেজের ৷ অভিযোগ, প্রথম পর্বের পরীক্ষার সময় পরীক্ষার্থীদের হেনস্তা করেন মহিষাদল রাজ কলেজের তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বাধীন ছাত্র সংসদের সদস্যরা ৷ পরিস্থিতি সামাল দিতে, কলেজ কর্তৃপক্ষ মহিষাদল থানায় খবর দেয় ৷

আইন কলেজের পরীক্ষাকে কেন্দ্র হাতাহাতি পরীক্ষার্থী ও তৃণমূল ছাত্র পরিষদের ৷ (ইটিভি ভারত)

জানা গিয়েছে, এদিন সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত প্রথম পর্বের পরীক্ষা ছিল ৷ দ্বিতীয় পর্বের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল বেলা 2টো থেকে ৷ কিন্তু, প্রথম পর্বের পরীক্ষার শেষেই হলদিয়া আইন কলেজের পড়ুয়ারা বাইরে বেরিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ মহিষাদল রাজ কলেজের গেটের সামনে ঘেরাও করেন তাঁরা ৷ অভিযোগ, পরীক্ষা কেন্দ্রে কোনও অধ্যাপক গার্ড দিচ্ছিলেন না ৷ গার্ড দিচ্ছিলেন ছাত্র সংসদের সদস্যরা ৷ আর তাঁরা পরীক্ষার্থীদের বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে মোটা অঙ্কের টাকাও দাবি করেন ৷

এরই সঙ্গে পরীক্ষার্থীদের হেনস্তা চলতে থাকে বলেও অভিযোগ করা হয়েছে ৷ প্রথম পর্বের পরীক্ষা শেষ হতেই পরীক্ষার্থীরা বাইরে বেরিয়ে প্রতিবাদ শুরু করেন ৷ হলদিয়া আইন কলেজের পড়ুয়াদের বিক্ষোভ দেখে সেখানে পৌঁছয় মহিষাদল রাজ কলেজের টিএমসিপি-র ছাত্র সংসদের সদস্যরা ৷ এরপরেই দু’তরফে কথা কাটাকাটি শুরু হয়ে যায় ৷ পরে তা হাতাহাতিতে গড়ায় ৷ পরিস্থিতি বেগতিক দেখে কলেজ কর্তৃপক্ষ মহিষাদল থানায় খবর দেয় ৷

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ তবে, তার আগে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখায় পরীক্ষার্থীরা ৷ যদিও, পরীক্ষার্থীরা যে মারধর করা হয়েছে বা তাঁদের থেকে টাকা চাওয়া হয়েছে তা মানতে চাননি মহিষাদল রাজ কলেজের অধ্যক্ষ ৷ তবে, বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন তিনি ৷ কিন্তু, কেন ছাত্র সংসদের সদস্যরা পরীক্ষার গার্ড দিচ্ছিলেন ? এর কোনও সদুত্তর দিতে পারেননি অধ্যক্ষ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.