জলপাইগুড়ি, 7 অগস্ট: উত্তাল বাংলাদেশ ! বাঁচার তাগিদে ভারতে আসতে চাইছেন সেদেশের নাগরিকরা । এবার পালিয়ে ভারত সীমান্তে আশ্রয়ের খোঁজে চলে এলেন বাংলাদেশের বাসিন্দারা । জলপাইগুড়ির ভারত-বাংলাদেশ সীমান্তের ধরধরা পাড়া এলাকায় ভীড় জমিয়েছেন অনেকে ৷ সীমান্তের কাঁটাতারহীন ভারতীয় ভুখণ্ড এলাকা দিয়ে ঢুকতে চাইছেন বাংলাদেশের নাগরিকরা ।
বাংলাদেশে বাড়িঘর পুড়িয়ে দিয়েছে আন্দোলনকারীরা ৷ ফলে সেখানে থাকার মতো অবস্থা নেই ৷ এই অবস্থায় ভারতের সাহায্য চাইছেন বাংলাদেশের নাগরিকরা। ইতিমধ্যেই ভারত-বাংলাদেশের জিরো পয়েন্টে একত্রিতভাবে রয়েছেন । জানা গিয়েছে, বাংলাদেশের প্রচুর নাগরিককে সীমান্তে আটকেছে বিএসএফ ৷ শিলিগুড়ি রাধাবাড়ি সেক্টরের বিএসএফ আধিকারিকরাও পৌঁছেছেন ৷ রয়েছেন জলপাইগুড়ি জেলা পুলিশের আধিকারিকরাও ৷
বিএসএফ শিলিগুড়ি রাধাবাড়ি সেক্টর থেকে জানানো হয়েছে, প্রায় 500-600 জন বাংলাদেশের নাগরিক ভারতে আশ্রয়ের জন্য আবেদন করছেন ৷ তাঁরা অত্যাচারিত হয়েই ভারতে আসতে চাইছেন । নিয়মমাফিক বিএসএফ তাঁদের ভারতে ঢোকার কোনও অনুমতি দিচ্ছে না । জানা গিয়েছে, বাংলাদেশের পঞ্চগড় জেলার লাহিড়িপাড়া, বানিয়াপাড়া, বলগ্রাম, সুন্দরাপাড়ার নাগরিকরা ভারতে আশ্রয়ের জন্য আবেদন করেছেন ৷
স্থানীয় বাসিন্দা সত্যেন্দ্র রায় বলেন, ‘‘বাংলাদেশের বেশ কিছু গ্রামের মানুষজন ভারতের ধরধরা পাড়া কাঁটাতারহীন এলাকায় আসতে চাইছেন ৷ প্রচুর বাংলাদেশের নাগরিক চলে এসেছেন । তাঁরা আশ্রয়ের আবেদন করেছেন ভারতের কাছে ৷ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ভালো নয়, তাই তাঁরা ভারতের সীমান্তে এসেছেন ।’’ স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন, ‘‘বাংলাদেশের ঝামেলা হওয়ার পর সেদেশের লোকেরা এসেছেন । তাঁরা ভারতে আসতে চাইছেন ।’’