ETV Bharat / state

এলাকা থেকে বর্ষার জমা জল কখন নামবে ? উত্তর মিলবে এক ক্লিকেই - kolkata Municipal Corporation - KOLKATA MUNICIPAL CORPORATION

KMC Water Logging Situation: বর্ষায় জল জমা নিয়ে কলকাতাবাসীর চিন্তার শেষ থাকে না ৷ জমা জলের দুর্ভোগ কবে কাটবে তা জানতে এর ওর মুখ চেয়ে থাকতে হয় ৷ এবার সেই সমস্যা মিটতে চলেছে ৷ ফোনে ক্লিক করলেই জানতে পারবেন কখন আপনার এলাকায় জমা জল নামবে ৷

Kolkata News
কলকাতা পৌরনিগম (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 29, 2024, 10:46 PM IST

কলকাতা, 29 জুলাই: একটু বৃষ্টি হলেই কলকাতার অধিকাংশ রাস্তা থেকে শুরু করে অলিগলি জলমগ্ন হয়ে পড়ে । দীর্ঘসময় কেটে গেলেও জল যন্ত্রণা থেকে কখন মুক্তি মিলবে সেই প্রশ্নের উত্তর থাকে না স্থানীয় পৌর প্রতিনিধি থেকে শুরু করে কর্মীদের কাছে । তবে এবার কম্পিউটারের এক ক্লিকেই বা স্মার্টফোনে ক্লিক করলেই জেনে যাবেন কত সময় লাগতে পারে জমা জল থেকে মুক্তি পেতে ।

কলকাতা কর্পোরেশনের নিকাশি বিভাগ তৈরি করেছে মাটির তলার নিকাশি লাইনের ডিজিটাল ম্যাপ । এবার তার সঙ্গেই যুক্ত হয়ে যাচ্ছে কলকাতার প্রতিটি খাল ও পাম্পিং স্টেশনের অবস্থান । কোন পাম্পিং স্টেশনে কতগুলো পাম্প কাজ করছে, কত জল কত সময়ের মধ্যে খালে ফেলছে খুঁটিনাটি তথ্য বিস্তারিত জানা যাবে ।

কীভাবে জানবেন আপনার এলাকার বর্ষার জমা জল নামতে কতটা সময় লাগবে ?

কলকাতা কর্পোরেশনের এক আধিকারিকের কথায়, "ইতিমধ্যে কলকাতার মাটির নিচে প্রতিটি ওয়ার্ডভিত্তিক ডিজিটাল ম্যাপ তৈরির কাজ হয়েছে । হাতে গোনা দু-একটি ওয়ার্ড বাকি । নাগরিকরা ক্লিক করে দেখতে পারবেন তাঁর বাড়ির গলিতে কোথায় ড্রেনের লাইন কী অবস্থায় আছে । কোথায় গালি পিট রয়েছে ? সেখানে পলি জমে বন্ধ নাকি সব ঠিক আছে ।

নতুন সংযোজনের পরে নাগরিকরা জানতে পারবেন তাঁর এলাকায় কত বৃষ্টিপাত, কতটা পরিমাণে জল কত সময় ড্রেন লাইন দিয়ে বের হচ্ছে । সেই জল পাম্পিং স্টেশনে কত সময়ে পৌঁছে যাচ্ছে । সেখান থেকে খালে পড়তে কত সময় লাগছে । নাগরিকরা আন্দাজ পেয়ে যাবেন এর থেকে সম্ভাব্য কত সময় লাগবে তাদের জমা জলের হাত থেকে মুক্তি পেতে ।"

কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, বর্তমানে 81টি নিকাশি বিভাগের পাম্পিং স্টেশনে 400টি কমবেশি পাম্প আছে । আগামিদিনে নিকাশি বিভাগ কলকাতার বিভিন্ন এলাকায় 4টে পাম্পিং স্টেশন হবে । কলকাতা ইন্ভার্নমেন্ট ইমপ্রুভমেন্ট ইনভেস্টমেন্ট প্রোজেক্ট করবে 5টি নিকাশি পাম্পিং স্টেশন । নিকাশি বিভাগ ইতিমধ্যে হৃষিকেশ পার্কে একটি পাম্পিং স্টেশন করেছে । পামার বাজার এলাকায় হবে আরেকটা ৷ এছাড়াও গার্ডেনরিচ ময়লা ডিপো ও নড়দান পার্কে হবে একটা করে ।

কলকাতা, 29 জুলাই: একটু বৃষ্টি হলেই কলকাতার অধিকাংশ রাস্তা থেকে শুরু করে অলিগলি জলমগ্ন হয়ে পড়ে । দীর্ঘসময় কেটে গেলেও জল যন্ত্রণা থেকে কখন মুক্তি মিলবে সেই প্রশ্নের উত্তর থাকে না স্থানীয় পৌর প্রতিনিধি থেকে শুরু করে কর্মীদের কাছে । তবে এবার কম্পিউটারের এক ক্লিকেই বা স্মার্টফোনে ক্লিক করলেই জেনে যাবেন কত সময় লাগতে পারে জমা জল থেকে মুক্তি পেতে ।

কলকাতা কর্পোরেশনের নিকাশি বিভাগ তৈরি করেছে মাটির তলার নিকাশি লাইনের ডিজিটাল ম্যাপ । এবার তার সঙ্গেই যুক্ত হয়ে যাচ্ছে কলকাতার প্রতিটি খাল ও পাম্পিং স্টেশনের অবস্থান । কোন পাম্পিং স্টেশনে কতগুলো পাম্প কাজ করছে, কত জল কত সময়ের মধ্যে খালে ফেলছে খুঁটিনাটি তথ্য বিস্তারিত জানা যাবে ।

কীভাবে জানবেন আপনার এলাকার বর্ষার জমা জল নামতে কতটা সময় লাগবে ?

কলকাতা কর্পোরেশনের এক আধিকারিকের কথায়, "ইতিমধ্যে কলকাতার মাটির নিচে প্রতিটি ওয়ার্ডভিত্তিক ডিজিটাল ম্যাপ তৈরির কাজ হয়েছে । হাতে গোনা দু-একটি ওয়ার্ড বাকি । নাগরিকরা ক্লিক করে দেখতে পারবেন তাঁর বাড়ির গলিতে কোথায় ড্রেনের লাইন কী অবস্থায় আছে । কোথায় গালি পিট রয়েছে ? সেখানে পলি জমে বন্ধ নাকি সব ঠিক আছে ।

নতুন সংযোজনের পরে নাগরিকরা জানতে পারবেন তাঁর এলাকায় কত বৃষ্টিপাত, কতটা পরিমাণে জল কত সময় ড্রেন লাইন দিয়ে বের হচ্ছে । সেই জল পাম্পিং স্টেশনে কত সময়ে পৌঁছে যাচ্ছে । সেখান থেকে খালে পড়তে কত সময় লাগছে । নাগরিকরা আন্দাজ পেয়ে যাবেন এর থেকে সম্ভাব্য কত সময় লাগবে তাদের জমা জলের হাত থেকে মুক্তি পেতে ।"

কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, বর্তমানে 81টি নিকাশি বিভাগের পাম্পিং স্টেশনে 400টি কমবেশি পাম্প আছে । আগামিদিনে নিকাশি বিভাগ কলকাতার বিভিন্ন এলাকায় 4টে পাম্পিং স্টেশন হবে । কলকাতা ইন্ভার্নমেন্ট ইমপ্রুভমেন্ট ইনভেস্টমেন্ট প্রোজেক্ট করবে 5টি নিকাশি পাম্পিং স্টেশন । নিকাশি বিভাগ ইতিমধ্যে হৃষিকেশ পার্কে একটি পাম্পিং স্টেশন করেছে । পামার বাজার এলাকায় হবে আরেকটা ৷ এছাড়াও গার্ডেনরিচ ময়লা ডিপো ও নড়দান পার্কে হবে একটা করে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.