ETV Bharat / state

ভিক্টোরিয়ায় লুকিয়ে জঙ্গি ! ঘিরে ফেলল সেনাবাহিনী, তারপর... - INDIAN ARMY MOCK DRILL

একে একে দড়ি বেয়ে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরে ঢুকছেন জওয়ানরা ৷ জঙ্গিদের হাতে বন্দি ভিআইপি প্রাতঃভ্রমণকারী ৷ কীভাবে তাঁকে উদ্ধার করবে সেনা ?

Indian Army mock drill
জঙ্গি দমনে ভিক্টোরিয়া মেমোরিয়ালে মহড়া সেনার (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 21, 2024, 6:30 PM IST

কলকাতা, 21 নভেম্বর: কোনও কিছু বোঝার আগেই চারিদিকে ভেসে আসছে ভারী বুটের শব্দ । ভিক্টোরিয়া মেমোরিয়ালের মাঠে সাউথ গেট দিয়ে ঢুকল সেনা । বাইরে পজিশন নিল সিআইএসএফ ৷ ভিতর থেকে বাইরের কন্ট্রোল ওয়াকিটকিতে খবর এল, এক ভিআইপি প্রাতঃভ্রমণকারীকে ঘিরে ফেলেছে 8 জঙ্গি । সঙ্গে সঙ্গে শুরু হল অভিযান ।

সকাল সাড়ে 9টা থেকে 10টা । আধ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান চলল । তারপর পাকড়াও করা হল 6 জঙ্গিকে । নাছোড় দুই জঙ্গি একটি শ্বেতপাথরের মূর্তির আড়ালে তখনও এমনভাবে লুকিয়ে, যেখানে পৌঁছনোই যাচ্ছিল না । সাপের মতো সন্তর্পণে মাটি কামড়ে এগিয়ে গেলেন দুই সেনা জওয়ান । অবশেষে ওই দুই জঙ্গিকেও নতি স্বীকারে বাধ্য করা হল ।

ভিক্টোরিয়া মেমোরিয়ালে রুদ্ধশ্বাস অভিযান সেনার (ইটিভি ভারত)

না, সত্যিকারের জঙ্গি হামলা হয়নি কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে ৷ আর এটা কোনও সিনেমারও দৃশ্য নয় ৷ গোটা ব্যাপারটাই ছিল একটা মক ড্রিল বা মহড়া । সিআইএসএফ, নৌসেনা এবং এনএসজি যৌথভাবে বৃহস্পতিবার এই মক ড্রিল চালাল ।

26/11 মুম্বই হামলার স্মৃতি এখনও চোখে ভাসে ৷ সেদিনের হামলায় কেঁপে উঠেছিল বাণিজ্যনগরী ৷ সেরকম ঘটনা যাতে আর না ঘটে তার জন্য তৎপর সেনাবাহিনী ৷ 26/11 হামলা থেকে শিক্ষা নিয়ে তাই প্রত্যেক বছর নভেম্বর মাসে মক ড্রিলের আয়োজন করা হয় ৷ সেনার তরফে এবার এই মহড়ার আয়োজন করা হয়েছে শহর কলকাতায় ৷

Indian Army mock drill
ভিআইপি প্রাতঃভ্রমণকারীকে উদ্ধারে নামল সেনা (নিজস্ব ছবি)

তার অংশ হিসাবে এ দিন ভিক্টোরিয়া মেমোরিয়ালে মক ড্রিল চালালেন সিআইএসএফ, নৌসেনা ও এনএসজি জওয়ানরা ৷ কয়েকজনকে জঙ্গি সাজিয়ে এই মহড়া চালানো হয় ৷ যদি কোনওদিন জঙ্গি হানা দেয় তাহলে কী করে দর্শকদের ভিক্টোরিয়া মেমরিয়াল থেকে বের করবে জওয়ানরা, জঙ্গিদের কীভাবে ধরা হবে, সেই নিয়ে এ দিন চলল মক ড্রিল ৷ দড়ি ফেলে ওয়াকিটকিতে কথা বলে জওয়ানরা জঙ্গিদের ধরতে সফল হলেন ৷

Indian Army mock drill
পাকড়াও করা হল 8 জঙ্গিকে (নিজস্ব ছবি)
Indian Army mock drill
ভিক্টোরিয়ায় লুকিয়ে জঙ্গি (নিজস্ব ছবি)

কলকাতা-সহ দেশের বাকি জায়গায় জঙ্গি হানা দিলে কী রকমভাবে তার মোকাবিলা করা হবে, তারই ছবি ফুটে উঠল এ দিন ভিক্টোরিয়া মেমোরিয়ালে ৷ যদিও সকালে হঠাৎ এত সেনাকে দেখে শোরগোল পড়ে গিয়েছিল সেখানে ৷ যখন প্রাতঃভ্রমণকারীরা দেখেন, ভিক্টোরিয়া মেমোরিয়ালের প্রবেশের ও বাহিরের গেট ঘিরে ফেলেছে সেনা ৷ এরপর দড়ি বেয়ে ভেতরে ঢুকছেন জওয়ানরা ৷ একটু ঘাবড়ে গিয়েছিলেন উপস্থিত লোকজন ৷ তবে পরে মক ড্রিল বা মহড়ার বিষয়টি জানতে পেরে স্বস্তি ফেরে তাঁদের ।

Indian Army mock drill
আধ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান চলল (নিজস্ব ছবি)

কলকাতা, 21 নভেম্বর: কোনও কিছু বোঝার আগেই চারিদিকে ভেসে আসছে ভারী বুটের শব্দ । ভিক্টোরিয়া মেমোরিয়ালের মাঠে সাউথ গেট দিয়ে ঢুকল সেনা । বাইরে পজিশন নিল সিআইএসএফ ৷ ভিতর থেকে বাইরের কন্ট্রোল ওয়াকিটকিতে খবর এল, এক ভিআইপি প্রাতঃভ্রমণকারীকে ঘিরে ফেলেছে 8 জঙ্গি । সঙ্গে সঙ্গে শুরু হল অভিযান ।

সকাল সাড়ে 9টা থেকে 10টা । আধ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান চলল । তারপর পাকড়াও করা হল 6 জঙ্গিকে । নাছোড় দুই জঙ্গি একটি শ্বেতপাথরের মূর্তির আড়ালে তখনও এমনভাবে লুকিয়ে, যেখানে পৌঁছনোই যাচ্ছিল না । সাপের মতো সন্তর্পণে মাটি কামড়ে এগিয়ে গেলেন দুই সেনা জওয়ান । অবশেষে ওই দুই জঙ্গিকেও নতি স্বীকারে বাধ্য করা হল ।

ভিক্টোরিয়া মেমোরিয়ালে রুদ্ধশ্বাস অভিযান সেনার (ইটিভি ভারত)

না, সত্যিকারের জঙ্গি হামলা হয়নি কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে ৷ আর এটা কোনও সিনেমারও দৃশ্য নয় ৷ গোটা ব্যাপারটাই ছিল একটা মক ড্রিল বা মহড়া । সিআইএসএফ, নৌসেনা এবং এনএসজি যৌথভাবে বৃহস্পতিবার এই মক ড্রিল চালাল ।

26/11 মুম্বই হামলার স্মৃতি এখনও চোখে ভাসে ৷ সেদিনের হামলায় কেঁপে উঠেছিল বাণিজ্যনগরী ৷ সেরকম ঘটনা যাতে আর না ঘটে তার জন্য তৎপর সেনাবাহিনী ৷ 26/11 হামলা থেকে শিক্ষা নিয়ে তাই প্রত্যেক বছর নভেম্বর মাসে মক ড্রিলের আয়োজন করা হয় ৷ সেনার তরফে এবার এই মহড়ার আয়োজন করা হয়েছে শহর কলকাতায় ৷

Indian Army mock drill
ভিআইপি প্রাতঃভ্রমণকারীকে উদ্ধারে নামল সেনা (নিজস্ব ছবি)

তার অংশ হিসাবে এ দিন ভিক্টোরিয়া মেমোরিয়ালে মক ড্রিল চালালেন সিআইএসএফ, নৌসেনা ও এনএসজি জওয়ানরা ৷ কয়েকজনকে জঙ্গি সাজিয়ে এই মহড়া চালানো হয় ৷ যদি কোনওদিন জঙ্গি হানা দেয় তাহলে কী করে দর্শকদের ভিক্টোরিয়া মেমরিয়াল থেকে বের করবে জওয়ানরা, জঙ্গিদের কীভাবে ধরা হবে, সেই নিয়ে এ দিন চলল মক ড্রিল ৷ দড়ি ফেলে ওয়াকিটকিতে কথা বলে জওয়ানরা জঙ্গিদের ধরতে সফল হলেন ৷

Indian Army mock drill
পাকড়াও করা হল 8 জঙ্গিকে (নিজস্ব ছবি)
Indian Army mock drill
ভিক্টোরিয়ায় লুকিয়ে জঙ্গি (নিজস্ব ছবি)

কলকাতা-সহ দেশের বাকি জায়গায় জঙ্গি হানা দিলে কী রকমভাবে তার মোকাবিলা করা হবে, তারই ছবি ফুটে উঠল এ দিন ভিক্টোরিয়া মেমোরিয়ালে ৷ যদিও সকালে হঠাৎ এত সেনাকে দেখে শোরগোল পড়ে গিয়েছিল সেখানে ৷ যখন প্রাতঃভ্রমণকারীরা দেখেন, ভিক্টোরিয়া মেমোরিয়ালের প্রবেশের ও বাহিরের গেট ঘিরে ফেলেছে সেনা ৷ এরপর দড়ি বেয়ে ভেতরে ঢুকছেন জওয়ানরা ৷ একটু ঘাবড়ে গিয়েছিলেন উপস্থিত লোকজন ৷ তবে পরে মক ড্রিল বা মহড়ার বিষয়টি জানতে পেরে স্বস্তি ফেরে তাঁদের ।

Indian Army mock drill
আধ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান চলল (নিজস্ব ছবি)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.