ডায়মন্ড হারবার, 15 মার্চ: 3 মার্চ গভীর রাতে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালের কোয়ার্টার নম্বর 204 থেকে উদ্ধার হয় ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজের মেডিসিনের চিকিৎসক কল্যাণাশিস ঘোষের (45) দেহ । কোন্নগরের বাসিন্দা ওই চিকিৎসকের মেয়ের অভিযোগের ভিত্তিতে 6 জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি 306, 386, 406, 120বি ও 34 ধারায় মামলা করে ঘটনার তদন্তে নামে ডায়মন্ড হারবার থানার পুলিশ । ঘটনার প্রায় দু’সপ্তাহের মাথায় তদন্তভার নিল সিআইডি ৷
এই ঘটনার তদন্তে নেমে ডায়মন্ড হারবার থানার পুলিশ জানতে পারে, বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত ছিলেন চিকিৎসক ৷ তারপরেই প্রেমিকা রিয়া দাস ও তাঁর স্বামী অভিজিৎ দাসকে গ্রেফতার করে তদন্তকারীরা । অভিযুক্ত দু’জনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ অভিজিৎ ও রিয়ার ঘনিষ্ঠ বন্ধু বাকিবিল্লা বোরহানির সন্ধান পায় । তিনি কলকাতা পুলিশের কনস্টেবল পদে কর্মরত ৷ ধৃতদের ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হলে অভিজিৎ দাসকে 10 দিন, রিয়া দাসকে 8 দিন ও বাকিবিল্লা বোরহানির 8 দিনের পুলিশি হেফাজত দেয় আদালত ।
চিকিৎসকের মৃত্যুর ঘটনার তদন্তভার পাওয়ার পর গত বৃহস্পতিবার সিআইডি’র গোয়েন্দা অফিসারেরা ডায়মন্ড হারবার থানায় এসে এই মামলার সমস্ত নথি সংগ্রহ করে । এরপর শুক্রবার অভিযুক্ত তিনজনকেই ডায়মন্ড হারবার মহকুমার আদালতে পেশ করে ডায়মন্ড হারবার থানার পুলিশ । অভিযুক্তদের চারদিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য আবেদন করে সিআইডি অফিসারেরা । সেই আবেদন মঞ্জুর করেন বিচারক ।
পাশাপাশি, ওই মৃত্যুর ঘটনায় নাম জড়িয়েছে ডায়মন্ড হারবার পুলিশ জেলায় কর্মরত এক মহিলা সাব-ইন্সপেক্টরের । এছাড়াও নাম জড়িয়েছে মহেশতলা এলাকার দুই বাসিন্দার । আইনজীবী সুদীপ চক্রবর্তী বলেন, ‘‘চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্তভার হাতে নিয়েছে সিআইডি । শুক্রবার ধৃতদের আদালতে তোলা হয়েছে । জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি অভিযুক্তদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে । এখনও পর্যন্ত এফআইআরে নাম থাকা এক মহিলা সাব ইনস্পেক্টর-সহ তিনজন ধরা পড়েনি । সিআইডি তদন্ত চালিয়ে নিশ্চয়ই বাকি অভিযুক্তদের গ্রেফতার করবে ।’’
আরও পড়ুন: