ETV Bharat / state

প্রকাশ্যে গ্যাংস্টার সুবোধের 'বং কানেকশন', 2007 থেকেই জড়িত অপরাধে ! - Subodh Singh - SUBODH SINGH

Subodh Singh: সম্প্রতি একটি ডাকাতির ঘটনার তদন্তে নেমে বিহার থেকে ট্রানজিট রিমান্ডে গ্যাংস্টার সুবোধ সিংকে নিয়ে আসে সিআইডি ৷ পরে আসানসোল সিজেএম আদালত থেকে তাঁকে হেফাজতে নেন রাজ্য পুলিশের গোয়েন্দারা ৷ তাঁকে জেরা করে সিআইডি জানতে পেরেছে ,2007 সাল থেকেই বাংলায় একাধিক অপরাধে জড়িয়েছেন সুবোধ ৷

CID
ভবানীভবন (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 6, 2024, 8:09 PM IST

কলকাতা, 6 জুলাই: রানিগঞ্জে ডাকাতির ঘটনার তদন্তে নেমে বিহারে গ্রেফতার হওয়া সুবোধ সিংকে নিজেদের হেফাজতে নিয়েছে সিআইডি ৷ জেরায় তদন্তকারীদের হাতে উঠে এসেছে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য ৷ তার মধ্য়ে অন্যতম হল সুবোধের 'বং কানেকশন' ৷

সিআইডি-র তদন্তকারীরা জানতে পেরেছেন, 2007 সাল থেকেই বাংলায় বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে পড়তে শুরু করেছিলেন সুবোধ ৷ প্রায় বছর দশেক তিনি বাংলায় ছিলেন ৷ একজন শাগরেদও জুটিয়েছিলেন ৷ পরে সেই শাগরেদকে নিয়েই বিহারে চলে যান ৷

সিআইডি সূত্রের খবর, বিহার থেকে 2007 সালে উত্তর 24 পরগনা জেলার সোদপুরে চলে আসেন সুবোধ সিং । সেখানে থাকতে শুরু করে দেন । সেখানে থেকেই তিনি নিজের অপরাধের নেটওয়ার্ক বাড়াতে থাকেন । এরপরে উত্তর 24 পরগনার মধ্যমগ্রাম ও বাগুইআটি থানা এলাকায় পর পর দু’টি ডাকাতির ঘটনা ঘটে । সেই ঘটনায় সুবোধের লিংক ছিল বলে জানতে পেরেছেন রাজ্য পুলিশের গোয়েন্দারা ।

2017 সালে উত্তর 24 পরগনার সোদপুর থেকে তিনি হাওড়ার বালিতে চলে আসেন । পরে বালিতে শ্মশান নামে এক দুষ্কৃতীর সঙ্গে তাঁর বন্ধুত্ব হয় এবং তাঁর বাড়িতেই থাকতে শুরু করেন সুবোধ । সেখানে থেকে সেখানকার ক্রিমিনাল নেটওয়ার্ক বৃদ্ধি করে হাওড়া চ্যাটার্জিহাট থানা এলাকায় একটি ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি করেন সুবোধ ও শ্মশান। পরে সুবোধ ও শ্মশান হাওড়ার বালি ছেড়ে বিহারে পালিয়ে যান । এর মধ্যেই বিহারের বিভিন্ন জায়গায় থেকে এই বাংলার আসানসোলের রানিগঞ্জ, দুর্গাপুর-সহ বিভিন্ন জায়গায় ডাকাতির ঘটনা ঘটাতে থাকেন সুবোধ ।

এছাড়াও সুবোধকে জেরা করে সিআইডি-র গোয়েন্দারা জানতে পারেন, সম্প্রতি রথতলার কাছে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চলে, সেই ঘটনার সঙ্গেও সুবোধের যোগ রয়েছে ৷ সিআইডি সূত্রে খবর, জেরায় সুবোধ জানিয়েছেন, ওই ব্যবসায়ীর সঙ্গে ভবিষ্যতে ব্যবসায়িক সম্পর্কে জড়ানোর পরিকল্পনা ছিল তাঁর ৷ সেই কারণে ওই ব্যবসায়ীকে প্রোটেকশন দিতে তিনি গুলি চালিয়েছিলেন ৷

কলকাতা, 6 জুলাই: রানিগঞ্জে ডাকাতির ঘটনার তদন্তে নেমে বিহারে গ্রেফতার হওয়া সুবোধ সিংকে নিজেদের হেফাজতে নিয়েছে সিআইডি ৷ জেরায় তদন্তকারীদের হাতে উঠে এসেছে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য ৷ তার মধ্য়ে অন্যতম হল সুবোধের 'বং কানেকশন' ৷

সিআইডি-র তদন্তকারীরা জানতে পেরেছেন, 2007 সাল থেকেই বাংলায় বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে পড়তে শুরু করেছিলেন সুবোধ ৷ প্রায় বছর দশেক তিনি বাংলায় ছিলেন ৷ একজন শাগরেদও জুটিয়েছিলেন ৷ পরে সেই শাগরেদকে নিয়েই বিহারে চলে যান ৷

সিআইডি সূত্রের খবর, বিহার থেকে 2007 সালে উত্তর 24 পরগনা জেলার সোদপুরে চলে আসেন সুবোধ সিং । সেখানে থাকতে শুরু করে দেন । সেখানে থেকেই তিনি নিজের অপরাধের নেটওয়ার্ক বাড়াতে থাকেন । এরপরে উত্তর 24 পরগনার মধ্যমগ্রাম ও বাগুইআটি থানা এলাকায় পর পর দু’টি ডাকাতির ঘটনা ঘটে । সেই ঘটনায় সুবোধের লিংক ছিল বলে জানতে পেরেছেন রাজ্য পুলিশের গোয়েন্দারা ।

2017 সালে উত্তর 24 পরগনার সোদপুর থেকে তিনি হাওড়ার বালিতে চলে আসেন । পরে বালিতে শ্মশান নামে এক দুষ্কৃতীর সঙ্গে তাঁর বন্ধুত্ব হয় এবং তাঁর বাড়িতেই থাকতে শুরু করেন সুবোধ । সেখানে থেকে সেখানকার ক্রিমিনাল নেটওয়ার্ক বৃদ্ধি করে হাওড়া চ্যাটার্জিহাট থানা এলাকায় একটি ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি করেন সুবোধ ও শ্মশান। পরে সুবোধ ও শ্মশান হাওড়ার বালি ছেড়ে বিহারে পালিয়ে যান । এর মধ্যেই বিহারের বিভিন্ন জায়গায় থেকে এই বাংলার আসানসোলের রানিগঞ্জ, দুর্গাপুর-সহ বিভিন্ন জায়গায় ডাকাতির ঘটনা ঘটাতে থাকেন সুবোধ ।

এছাড়াও সুবোধকে জেরা করে সিআইডি-র গোয়েন্দারা জানতে পারেন, সম্প্রতি রথতলার কাছে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চলে, সেই ঘটনার সঙ্গেও সুবোধের যোগ রয়েছে ৷ সিআইডি সূত্রে খবর, জেরায় সুবোধ জানিয়েছেন, ওই ব্যবসায়ীর সঙ্গে ভবিষ্যতে ব্যবসায়িক সম্পর্কে জড়ানোর পরিকল্পনা ছিল তাঁর ৷ সেই কারণে ওই ব্যবসায়ীকে প্রোটেকশন দিতে তিনি গুলি চালিয়েছিলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.