কলকাতা, 29 ফেব্রুয়ারি: গত 5 জানুয়ারি উত্তর 24 পরগনার সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা ৷ সেই হামলার ব্লু প্রিন্ট কে তৈরি করেছিল ? এখন এই প্রশ্নই গ্রেফতার হওয়া ওই তৃণমূল নেতার কাছ থেকে জানতে চায় সিআইডি ৷ হেফাজতে থাকাকালীন তাঁকে এই বিষয়ে জেরা করা হবে বলে সিআইডি সূত্রে খবর ৷
যেদিন ইডির উপর সন্দেশখালির সরবেড়িয়া গ্রামে হামলা হয়, সেদিন থেকেই বেপাত্তা ছিলেন শেখ শাহজাহান ৷ অবশেষে বুধবার গভীর রাতে তাঁকে উত্তর 24 পরগনার মিনাখাঁ থেকে গ্রেফতার করে রাজ্য পুলিশ ৷ বৃহস্পতিবার তাঁকে বসিরহাট আদালতে পেশ করা হয় পুলিশের তরফে ৷ আদালত তাঁকে পুলিশি হেফাজতে পাঠায় ৷ তার পরই এই মামলায় তাঁকে হেফাজতে নিয়ে নেয় সিআইডি ৷ শাহজাহানকে নিয়ে আসা হয় রাজ্য পুলিশের সদর দফতর ভবানী ভবনে ৷ এবার থেকে সিআইডি তাঁকে বসিরহাট আদালতে পেশ করবে ।
সিআইডি সূত্রে খবর, এবার জেরা করা হবে শেখ শাহজাহানকে ৷ তাঁর কাছ থেকে জানা হবে যে ইডির উপর হামলার ব্লু প্রিন্ট কে তৈরি করল ? সেদিনের ঘটনার যারা অভিযুক্তরা ছিল, তাদের মধ্য়ে যারা পলাতক, তারা এখন কোথায় ?
উল্লেখ্য, ইডির উপর হামলা ছাড়াও সেদিন তাদের আধিকারিকদের মোবাইল, ল্যাপটপ ও জরুরি নথি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল ৷ সেই নিয়ে পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছিল ইডি ৷ সেই সব মোবাইল, ল্যাপটপ ও জরুরি নথি কোথায় গেল, জেরার সময় সেই বিষয়টিও শাহজাহানের কাছ থেকে জানার চেষ্টা করা হবে বলে সিআইডি সূত্রে খবর ৷
শেখ শাহজাহানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা করেছে পুলিশ ৷ সেই ধারাগুলির মধ্য়ে অন্যতম 307 ধারায় খুনের চেষ্টা, 506 মহিলাদের কটুক্তি, 353 সরকারি কর্মীকে কাজে বাধা ৷ এছাড়া তাঁর বিরুদ্ধে সরকারি সম্পত্তির ক্ষতি আইনের 3 নম্বর ধারাতেও মামলার রুজু হয়েছে ।
এখন দেখার সিআইডি হেফাজতে থাকাকালীন জেরায় কোন কোন বিষয় তদন্তকারীদের জানায় !
আরও পড়ুন: