ETV Bharat / state

ইডির উপর হামলার ছক কে কষেছিল, শাহজাহানের থেকে জানতে চায় সিআইডি - Attack on ED Officials

CID Interrogation of Sheikh Shahjahan: অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে শেখ শাহজাহান ৷ তাঁকে হেফাজতে নিয়েছে সিআইডি ৷ ইডির উপর হামলা নিয়ে তাঁকে জেরা করতে চান তদন্তকারীরা ৷ ভবানী ভবনে তাঁকে সেই নিয়েই একাধিক প্রশ্ন করা হবে বলে সূত্রের খবর ৷

Sheikh Shahjahan
Sheikh Shahjahan
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 29, 2024, 3:05 PM IST

Updated : Feb 29, 2024, 6:06 PM IST

ইডির উপর হামলার ছক কে কষেছিল, শাহজাহানের থেকে জানতে চায় সিআইডি

কলকাতা, 29 ফেব্রুয়ারি: গত 5 জানুয়ারি উত্তর 24 পরগনার সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা ৷ সেই হামলার ব্লু প্রিন্ট কে তৈরি করেছিল ? এখন এই প্রশ্নই গ্রেফতার হওয়া ওই তৃণমূল নেতার কাছ থেকে জানতে চায় সিআইডি ৷ হেফাজতে থাকাকালীন তাঁকে এই বিষয়ে জেরা করা হবে বলে সিআইডি সূত্রে খবর ৷

যেদিন ইডির উপর সন্দেশখালির সরবেড়িয়া গ্রামে হামলা হয়, সেদিন থেকেই বেপাত্তা ছিলেন শেখ শাহজাহান ৷ অবশেষে বুধবার গভীর রাতে তাঁকে উত্তর 24 পরগনার মিনাখাঁ থেকে গ্রেফতার করে রাজ্য পুলিশ ৷ বৃহস্পতিবার তাঁকে বসিরহাট আদালতে পেশ করা হয় পুলিশের তরফে ৷ আদালত তাঁকে পুলিশি হেফাজতে পাঠায় ৷ তার পরই এই মামলায় তাঁকে হেফাজতে নিয়ে নেয় সিআইডি ৷ শাহজাহানকে নিয়ে আসা হয় রাজ্য পুলিশের সদর দফতর ভবানী ভবনে ৷ এবার থেকে সিআইডি তাঁকে বসিরহাট আদালতে পেশ করবে ।

সিআইডি সূত্রে খবর, এবার জেরা করা হবে শেখ শাহজাহানকে ৷ তাঁর কাছ থেকে জানা হবে যে ইডির উপর হামলার ব্লু প্রিন্ট কে তৈরি করল ? সেদিনের ঘটনার যারা অভিযুক্তরা ছিল, তাদের মধ্য়ে যারা পলাতক, তারা এখন কোথায় ?

উল্লেখ্য, ইডির উপর হামলা ছাড়াও সেদিন তাদের আধিকারিকদের মোবাইল, ল্যাপটপ ও জরুরি নথি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল ৷ সেই নিয়ে পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছিল ইডি ৷ সেই সব মোবাইল, ল্যাপটপ ও জরুরি নথি কোথায় গেল, জেরার সময় সেই বিষয়টিও শাহজাহানের কাছ থেকে জানার চেষ্টা করা হবে বলে সিআইডি সূত্রে খবর ৷

শেখ শাহজাহানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা করেছে পুলিশ ৷ সেই ধারাগুলির মধ্য়ে অন্যতম 307 ধারায় খুনের চেষ্টা, 506 মহিলাদের কটুক্তি, 353 সরকারি কর্মীকে কাজে বাধা ৷ এছাড়া তাঁর বিরুদ্ধে সরকারি সম্পত্তির ক্ষতি আইনের 3 নম্বর ধারাতেও মামলার রুজু হয়েছে ।

এখন দেখার সিআইডি হেফাজতে থাকাকালীন জেরায় কোন কোন বিষয় তদন্তকারীদের জানায় !

আরও পড়ুন:

  1. সন্দেশখালির কোন পুলিশ আধিকারিকদের সঙ্গে ভালো বন্ধুত্ব ছিল শাহজাহানের ? জানতে মরিয়া সিআইডি
  2. পুলিশি ঘেরাটোপে ধোপদুরস্ত 'আত্মবিশ্বাসী' শাহজাহানকে আনা হল ভবানী ভবনে
  3. 'বাঘ'বন্দি হতেই উৎসব শুরু, শাহজাহানের গ্রেফতারিতে দেদার মিষ্টিমুখ সন্দেশখালিতে

ইডির উপর হামলার ছক কে কষেছিল, শাহজাহানের থেকে জানতে চায় সিআইডি

কলকাতা, 29 ফেব্রুয়ারি: গত 5 জানুয়ারি উত্তর 24 পরগনার সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা ৷ সেই হামলার ব্লু প্রিন্ট কে তৈরি করেছিল ? এখন এই প্রশ্নই গ্রেফতার হওয়া ওই তৃণমূল নেতার কাছ থেকে জানতে চায় সিআইডি ৷ হেফাজতে থাকাকালীন তাঁকে এই বিষয়ে জেরা করা হবে বলে সিআইডি সূত্রে খবর ৷

যেদিন ইডির উপর সন্দেশখালির সরবেড়িয়া গ্রামে হামলা হয়, সেদিন থেকেই বেপাত্তা ছিলেন শেখ শাহজাহান ৷ অবশেষে বুধবার গভীর রাতে তাঁকে উত্তর 24 পরগনার মিনাখাঁ থেকে গ্রেফতার করে রাজ্য পুলিশ ৷ বৃহস্পতিবার তাঁকে বসিরহাট আদালতে পেশ করা হয় পুলিশের তরফে ৷ আদালত তাঁকে পুলিশি হেফাজতে পাঠায় ৷ তার পরই এই মামলায় তাঁকে হেফাজতে নিয়ে নেয় সিআইডি ৷ শাহজাহানকে নিয়ে আসা হয় রাজ্য পুলিশের সদর দফতর ভবানী ভবনে ৷ এবার থেকে সিআইডি তাঁকে বসিরহাট আদালতে পেশ করবে ।

সিআইডি সূত্রে খবর, এবার জেরা করা হবে শেখ শাহজাহানকে ৷ তাঁর কাছ থেকে জানা হবে যে ইডির উপর হামলার ব্লু প্রিন্ট কে তৈরি করল ? সেদিনের ঘটনার যারা অভিযুক্তরা ছিল, তাদের মধ্য়ে যারা পলাতক, তারা এখন কোথায় ?

উল্লেখ্য, ইডির উপর হামলা ছাড়াও সেদিন তাদের আধিকারিকদের মোবাইল, ল্যাপটপ ও জরুরি নথি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল ৷ সেই নিয়ে পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছিল ইডি ৷ সেই সব মোবাইল, ল্যাপটপ ও জরুরি নথি কোথায় গেল, জেরার সময় সেই বিষয়টিও শাহজাহানের কাছ থেকে জানার চেষ্টা করা হবে বলে সিআইডি সূত্রে খবর ৷

শেখ শাহজাহানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা করেছে পুলিশ ৷ সেই ধারাগুলির মধ্য়ে অন্যতম 307 ধারায় খুনের চেষ্টা, 506 মহিলাদের কটুক্তি, 353 সরকারি কর্মীকে কাজে বাধা ৷ এছাড়া তাঁর বিরুদ্ধে সরকারি সম্পত্তির ক্ষতি আইনের 3 নম্বর ধারাতেও মামলার রুজু হয়েছে ।

এখন দেখার সিআইডি হেফাজতে থাকাকালীন জেরায় কোন কোন বিষয় তদন্তকারীদের জানায় !

আরও পড়ুন:

  1. সন্দেশখালির কোন পুলিশ আধিকারিকদের সঙ্গে ভালো বন্ধুত্ব ছিল শাহজাহানের ? জানতে মরিয়া সিআইডি
  2. পুলিশি ঘেরাটোপে ধোপদুরস্ত 'আত্মবিশ্বাসী' শাহজাহানকে আনা হল ভবানী ভবনে
  3. 'বাঘ'বন্দি হতেই উৎসব শুরু, শাহজাহানের গ্রেফতারিতে দেদার মিষ্টিমুখ সন্দেশখালিতে
Last Updated : Feb 29, 2024, 6:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.