কলকাতা, 2 মার্চ: "গ্রামের অধিকাংশ মানুষের কাছে আমি মসিহা ছিলাম ৷ কিছু মানুষ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আমার বদনাম করেছে ৷ ইডি আধিকারিক আমায় ধরতে আসছে জানতে পেরে গ্রামবাসীরা আক্রমণ করেছিলেন ৷ এই ঘটনায় আমার কোনও যোগ নেই ৷" গ্রামবাসীদের উপর ইডি হামলা প্রসঙ্গে আধিকারিকদের এমনটাই জানালেন সন্দেশখালির 'বেতাজ' বাদশা শেখ শাহজাহান ৷
সিআইডি আধিকারিকদের দাবি, প্রায় তিন দিন হল শেখ শাহজাহান সিআইডি হেফাজতে আছেন। গ্রেফতারির পর থেকেই শাহজাহানকে সিআইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদ শুরু করেছেন ৷ কীভাবে আধিকারিকদের উপর আক্রমণ শানিয়েছিলেন ৷ এই বিষয়ে তাকে কারা সাহায্য করেছিল ? তাও জানতে চান সিআইডি আধিকারিকরা ৷ শনিবার ভাবানী ভবনে সিআইডি আধিকারিকদের সেই প্রশ্নের উত্তরেই সন্দেশখালির বেতাজ বাদশা বলেন, "গ্রামের মানুষ যখন জানতে পেরেছিল ইডি আধিকারিকরা তাকে ধরতে আসছে । তার বাড়ি ফিরে ফেলেছে। সেইরাগে মানুষ মাথা ঠান্ডা রাখতে না পেরে তদন্তকারীদের উপর আক্রমণ করে ৷ এতে তার কোন যোগ নেই বা কোন দায় নেই।"
শুক্রবার দুপুর থেকে শেখ শাহজানকে আর জিজ্ঞাসাবাদ করা হয়নি ৷ শনিবার সকাল থেকে আবার জিজ্ঞাসা পর্ব শুরু হয় ৷ সিআইডি আধিকারিকদের দাবি, দল থেকে সাসপেন্ড হওয়ার আগে সন্দেশখালির 'বেতাজ বাদশা' শেখ শাহজাহানের যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল, দল থেকে বহিষ্কারের পর সেই বডি ল্যাঙ্গুয়েজ প্রায় 90শতাংশ পরিবর্তন হয়েছে। আগে তদন্তকারীদের প্রশ্ন না বুঝেই উত্তর দিচ্ছিলেন । তবে এখন সেই পিরিস্থিতি অনেকটাই বদলেছে ৷ গ্রেফতারের প্রথম দিন শাহজাহান কার্যত ইডি আধিকারিকদের উপর আক্রমণের ঘটনা স্বীকার করে নিলেও, শনিবার প্রায় অন্য সুর শোনা গেল ৷ তিন দিনে 90 ডিগ্রি ঘুরে গিয়েছে সন্দেশখালির 'বেতাজ বাদশা' শেখ শাহজাহান।
প্রসঙ্গত, চলতি বছরের 5 জানুয়ারি ঘটনার সূত্রপাত ৷ এদিন সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজানের বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকরা ৷ তখনই গ্রামবাসীদের রোষের মুখে পড়তে হয় ৷ ইডি আধিকদের উপর হামলার ঘটনা ঘটে ৷ এর পর থেকে পরায় 50দিনেরও বেশি সময় ধরে ফেরার ছিল শাহজাহান ৷ বৃহস্পতিবার সকালে পুলিশ তাকে গ্রেফতার করে ৷ কীভাবে শাহজাহান বাহিনীর হাতে হামলার শিকার হয়েছিলেন ইডি আধিকারিকরা, তা জানতে আধিকারিকদের বয়ানও রেকর্ড করা হচ্ছে ৷
আরও পড়ুন: