ETV Bharat / state

দ্বিতীয় দিনের সিআইডির প্রশ্নবানে নিরুত্তাপ শাহজাহান - CID

CID Cross Questions to Sheikh Shahjahan: সিআইডি হেফাজতের দ্বিতীয়দিনেো মুখে কুলুপ শেখ শাহজাহানের ৷ কোনও প্রশ্নের উত্তরই দিচ্ছেন না তিনি ৷ প্রথমদিন যে প্রশ্নগুলি তাঁকে করা হয়, আজ ফের সেগুলি ক্রস-চেকিং করেন ভবানী ভবনের গোয়েন্দারা ৷ কিন্তু, সব অভিযোদ মিথ্যে বলে, প্রশ্ন এড়িয়ে গিয়েছেন সন্দেশখালি-কাণ্ডের মূল অভিযুক্ত ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 1, 2024, 4:24 PM IST

Updated : Mar 1, 2024, 4:45 PM IST

দ্বিতীয়দিনে ক্রস-কোয়েশ্চেনিংয়ে মুখে কুলুপ শেখ শাহজাহানের

কলকাতা, 1 মার্চ: শেখ শাহজাহানকে 10 দিনের জন্য হেফাজতে পেয়েছে সিআইডি ৷ আর তারপরেই সন্দেশখালি-কাণ্ডের অন্যতম অভিযুক্ত শেখ শাহজাহানকে গতকাল রাত থেকেই সিআইডি ভবানী ভবনে এনে জেরা শুরু করেছে ৷ প্রথমদিন যে প্রশ্নগুলি শাহজাহানকে করা হয়েছিল, দ্বিতীয় দিনের প্রথম দফায় একই প্রশ্ন আবারও করা হল ৷ মূলত, ওই একই প্রশ্নের দ্বিতীয়বার কী উত্তর মেলে, তাই দেখতে চেয়েছিলেন তদন্তকারীরা ৷ কিন্তু, দ্বিতীয় দফতার জেরাতেও মুখে কুলুপ এঁটেছেন শেখ শাহজাহান ৷

নামপ্রকাশে অনিচ্ছুক রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের এক ডিআইজি পদমর্যাদার পুলিশ আধিকারিক বলেন, "আমাদের কাছে নির্দেশ রয়েছে, যে শাহজাহানকে গতকাল যে প্রশ্নগুলি করা হয়েছিল ও তার বয়ান নথিভুক্ত করা হয়েছিল, সেগুলি ফের আজ শেখ শাহজাহানকে 24 ঘণ্টার ব্যবধানে ক্রস-কোশ্চেনিং করতে হবে ৷" তবে, সিআইডি সূত্রের খবর, শেখ শাহাজাহানের মুখ থেকে নাকি কোনও কথাই তারা বার করতে পারছে না ৷ জেরা পর্বে মুখে কুলুপ এঁটেছেন শেখ শাহজাহান ৷

শাহজাহানের বিরুদ্ধে এখনও পর্যন্ত অভিযোগগুলি সামনে এসেছে, সেগুলির মধ্যে নাকি সিংহভাগই মিথ্যে ৷ তাঁকে নাকি ফাসানো হয়েছে, বলে দাবি করেছেন শেখ শাহাজাহান ৷ ইতিমধ্যেই, শেখ শাহজাহানের নামের পাশে বসেছে 30টির বেশি ধারা ৷ যার মধ্যে অন্যতম হল ডাকাতি ও খুনের চেষ্টার মতো একাধিক পুরনো মামলা ৷ সূত্রের খবর, শেখ শাহাজাহানের কাছ থেকে সেই বিষয় জানতে চাওয়া হলে স্পষ্টই জানিয়ে দেন, এই অভিযোগ নিয়ে তাঁর কিছু জানা নেই ৷

ফলে এদিনের জেরা পর্ব কার্যত একটা সময়ের পর প্রায় থমকে যায় ৷ সিআইডি সূত্রে খবর, এরপরে সামান্য সময়ের ব্যবধানের মধ্যে একজন ডিআইজি পদমর্যাদার পুলিশ আধিকারিক শেখ শাহজাহানের সঙ্গে কথা বলেন ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত, এখনও শেখ শাহাজাহানকে জেরা করছেন সিআইডির আধিকারিকরা ৷

আরও পড়ুন:

  1. শেখ শাহাজাহানের বিরুদ্ধে পদক্ষেপ! ইডি-এনআইএ-সিবিআই একসঙ্গে বৈঠক
  2. পুলিশি ঘেরাটোপে ধোপদুরস্ত 'আত্মবিশ্বাসী' শাহজাহানকে আনা হল ভবানী ভবনে
  3. শাহজাহানের বিরুদ্ধে জামিন অযোগ্য-সহ 34টি ধারায় মামলা রুজু

দ্বিতীয়দিনে ক্রস-কোয়েশ্চেনিংয়ে মুখে কুলুপ শেখ শাহজাহানের

কলকাতা, 1 মার্চ: শেখ শাহজাহানকে 10 দিনের জন্য হেফাজতে পেয়েছে সিআইডি ৷ আর তারপরেই সন্দেশখালি-কাণ্ডের অন্যতম অভিযুক্ত শেখ শাহজাহানকে গতকাল রাত থেকেই সিআইডি ভবানী ভবনে এনে জেরা শুরু করেছে ৷ প্রথমদিন যে প্রশ্নগুলি শাহজাহানকে করা হয়েছিল, দ্বিতীয় দিনের প্রথম দফায় একই প্রশ্ন আবারও করা হল ৷ মূলত, ওই একই প্রশ্নের দ্বিতীয়বার কী উত্তর মেলে, তাই দেখতে চেয়েছিলেন তদন্তকারীরা ৷ কিন্তু, দ্বিতীয় দফতার জেরাতেও মুখে কুলুপ এঁটেছেন শেখ শাহজাহান ৷

নামপ্রকাশে অনিচ্ছুক রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের এক ডিআইজি পদমর্যাদার পুলিশ আধিকারিক বলেন, "আমাদের কাছে নির্দেশ রয়েছে, যে শাহজাহানকে গতকাল যে প্রশ্নগুলি করা হয়েছিল ও তার বয়ান নথিভুক্ত করা হয়েছিল, সেগুলি ফের আজ শেখ শাহজাহানকে 24 ঘণ্টার ব্যবধানে ক্রস-কোশ্চেনিং করতে হবে ৷" তবে, সিআইডি সূত্রের খবর, শেখ শাহাজাহানের মুখ থেকে নাকি কোনও কথাই তারা বার করতে পারছে না ৷ জেরা পর্বে মুখে কুলুপ এঁটেছেন শেখ শাহজাহান ৷

শাহজাহানের বিরুদ্ধে এখনও পর্যন্ত অভিযোগগুলি সামনে এসেছে, সেগুলির মধ্যে নাকি সিংহভাগই মিথ্যে ৷ তাঁকে নাকি ফাসানো হয়েছে, বলে দাবি করেছেন শেখ শাহাজাহান ৷ ইতিমধ্যেই, শেখ শাহজাহানের নামের পাশে বসেছে 30টির বেশি ধারা ৷ যার মধ্যে অন্যতম হল ডাকাতি ও খুনের চেষ্টার মতো একাধিক পুরনো মামলা ৷ সূত্রের খবর, শেখ শাহাজাহানের কাছ থেকে সেই বিষয় জানতে চাওয়া হলে স্পষ্টই জানিয়ে দেন, এই অভিযোগ নিয়ে তাঁর কিছু জানা নেই ৷

ফলে এদিনের জেরা পর্ব কার্যত একটা সময়ের পর প্রায় থমকে যায় ৷ সিআইডি সূত্রে খবর, এরপরে সামান্য সময়ের ব্যবধানের মধ্যে একজন ডিআইজি পদমর্যাদার পুলিশ আধিকারিক শেখ শাহজাহানের সঙ্গে কথা বলেন ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত, এখনও শেখ শাহাজাহানকে জেরা করছেন সিআইডির আধিকারিকরা ৷

আরও পড়ুন:

  1. শেখ শাহাজাহানের বিরুদ্ধে পদক্ষেপ! ইডি-এনআইএ-সিবিআই একসঙ্গে বৈঠক
  2. পুলিশি ঘেরাটোপে ধোপদুরস্ত 'আত্মবিশ্বাসী' শাহজাহানকে আনা হল ভবানী ভবনে
  3. শাহজাহানের বিরুদ্ধে জামিন অযোগ্য-সহ 34টি ধারায় মামলা রুজু
Last Updated : Mar 1, 2024, 4:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.