বারাসত, 11 অগস্ট: আরজি কর হাসপাতালকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'এনকাউন্টার' তত্ত্বে এবার ভিন্ন মত পোষণ করলেন দলেরই সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ও বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী । কাকলি যেখানে দলের সেকেন্ড-ইন-কমান্ড তথা ডায়মন্ডহারবারের সাংসদের মন্তব্যকে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন । সেখানে চিরঞ্জিত ঠিক তাঁর উলটো পথে হেঁটে অভিষেকের মন্তব্যকে ব্যক্তিগত মত বলে পাশ কাটিয়েছেন । তবে মহিলা চিকিৎসক খুনে অপরাধীর চরম শাস্তির পক্ষেই সওয়াল করেছেন তিনি ।
চিরঞ্জিত চক্রবর্তী বলেন,"ওটা ওঁর(অভিষেক) নিজস্ব এবং ব্যক্তিগত মতামত । আমি এনকাউন্টারের লোক নই, কীসে এনকাউন্টার করা উচিত, আর কীসে এনকাউন্টার করা অনুচিত নয়, সেটা কর্তৃপক্ষ বলবে । আমার বলার কথা নয় । এটা ওঁর মত । যার যা মত । আমার মত এটা । আমি এতকিছু বুঝি না । আমি চাই অপরাধীর শাস্তি হোক।"
এই প্রসঙ্গে কাকলি বলেন,"মহিলা চিকিৎসকের সঙ্গে যে জঘন্য অপরাধ এবং হত্যাকাণ্ড সংগঠিত করা হয়েছে তাতে অপরাধীর প্রাণদণ্ডই হওয়া উচিত । মুখ্যমন্ত্রী বলেছেন আমার হাতে আইনের সব ক্ষমতা থাকলে আমি তাঁকে ফাঁসি দিতাম । অভিষেকও একই কথা বলেছে । তাই তাঁর মন্তব্যের সঙ্গে আমি সহমত । খুনি ও ধর্ষকদের সমাজে বেঁচে থাকার কোনও অধিকার নেই ।"
আরজি করে মহিলা ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি । বাম,তৃণমূল,বিজেপি-সমস্ত রাজনৈতিক দলই পরিবারের পাশে দাঁড়িয়ে একবাক্যে নৃশংস এই হত্যাকাণ্ডে অপরাধীর কঠোর শাস্তির দাবি জানিয়ে সরব হয়েছেন । তবে এই বর্বরোচিত ঘটনায় এক কদম এগিয়ে শাসকদলের সেকেন্ড-ইন-কমান্ড তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় খুনি ও ধর্ষকদের 'এনকাউন্টার' করে মারার পক্ষে জোরালো সওয়াল করেছেন । তিনি মনে করেন,'এই ধরনের অপরাধীদের সমাজে বেঁচে থাকার কোনও অধিকার নেই ।'
এক্ষেত্রে সংসদে কঠোর আইন প্রণয়নের কথাও উত্থাপন করেছেন ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ । অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের প্রেক্ষিতেই বারাসতে এক খুঁটি পুজোর অনুষ্ঠানে এসে ভিন্ন মত পোষণ করতে দেখা গিয়েছে সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীকে ।
রবিবার বারাসতের নবপল্লীর 'আমরা সবাই'-ক্লাবের কালী পুজোর খুঁটি পুজোর অনুষ্ঠানে হাজির হন স্থানীয় সাংসদ ও চিকিৎসক কাকলি ঘোষ দস্তিদার এবং তারকা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুজো কমিটির কর্ণধার, পুরসভার পুর পারিষদ অরুণ ভৌমিকও । বারাসতের ঐতিহ্যবাহী এই ক্লাব সংগঠন প্রতিবছরই নতুনত্ব থিম তুলে ধরে মন কাড়ে দর্শনার্থীদের । এবারও তার ব্যতিক্রম হচ্ছে না । অষ্টম বর্ষে এবারে তাঁদের থিম কৈলাস ও মানস সরোবর । তারই প্রস্তুতি হিসেবে এ দিন দুপুরে খুঁটি পুজোর আয়োজন করে বারাসতের ঐতিহ্যবাহী এই ক্লাব ।