ETV Bharat / state

আরজি করকাণ্ডে অভিষেকের 'এনকাউন্টার' তত্ত্বে ভিন্ন মত কাকলি ও চিরঞ্জিতের - RG Kar Doctor Rape and Murder

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 11, 2024, 6:41 PM IST

RG Kar Doctor Rape and Murder Incident: আরজি করকাণ্ডে অপরাধীর কড়া শাস্তির দাবি চিরঞ্জিত চক্রবর্তীর ৷ খুনি ও ধর্ষকদের প্রাণদণ্ড দেওয়ার বিষয়ে মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সহমত কাকলি ঘোষ দস্তিদারের ৷

RG Kar Doctor Rape and Murder Incident
আরজি করকাণ্ডে মুখ খুললেন কাকলি ও চিরঞ্জিত (নিজস্ব ছবি)

বারাসত, 11 অগস্ট: আরজি কর হাসপাতালকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'এনকাউন্টার' তত্ত্বে এবার ভিন্ন মত পোষণ করলেন দলেরই সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ও বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী । কাকলি যেখানে দলের সেকেন্ড-ইন-কমান্ড তথা ডায়মন্ডহারবারের সাংসদের মন্তব্যকে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন । সেখানে চিরঞ্জিত ঠিক তাঁর উলটো পথে হেঁটে অভিষেকের মন্তব্যকে ব্যক্তিগত মত বলে পাশ কাটিয়েছেন । তবে মহিলা চিকিৎসক খুনে অপরাধীর চরম শাস্তির পক্ষেই সওয়াল করেছেন তিনি ।

'এনকাউন্টার' তত্ত্বে ভিন্ন মত কাকলি ও চিরঞ্জিতের (ইটিভি ভারত)

চিরঞ্জিত চক্রবর্তী বলেন,"ওটা ওঁর(অভিষেক) নিজস্ব এবং ব্যক্তিগত মতামত । আমি এনকাউন্টারের লোক নই, কীসে এনকাউন্টার করা উচিত, আর কীসে এনকাউন্টার করা অনুচিত নয়, সেটা কর্তৃপক্ষ বলবে । আমার বলার কথা নয় । এটা ওঁর মত । যার যা মত । আমার মত এটা । আমি এতকিছু বুঝি না । আমি চাই অপরাধীর শাস্তি হোক।"

এই প্রসঙ্গে কাকলি বলেন,"মহিলা চিকিৎসকের সঙ্গে যে জঘন্য অপরাধ এবং হত‍্যাকাণ্ড সংগঠিত করা হয়েছে তাতে অপরাধীর প্রাণদণ্ডই হওয়া উচিত । মুখ্যমন্ত্রী বলেছেন আমার হাতে আইনের সব ক্ষমতা থাকলে আমি তাঁকে ফাঁসি দিতাম । অভিষেকও একই কথা বলেছে । তাই তাঁর মন্তব্যের সঙ্গে আমি সহমত । খুনি ও ধর্ষকদের সমাজে বেঁচে থাকার কোনও অধিকার নেই ।"

আরজি করে মহিলা ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় রাজ‍্য রাজনীতি । বাম,তৃণমূল,বিজেপি-সমস্ত রাজনৈতিক দলই পরিবারের পাশে দাঁড়িয়ে একবাক্যে নৃশংস এই হত্যাকাণ্ডে অপরাধীর কঠোর শাস্তির দাবি জানিয়ে সরব হয়েছেন । তবে এই বর্বরোচিত ঘটনায় এক কদম এগিয়ে শাসকদলের সেকেন্ড-ইন-কমান্ড তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় খুনি ও ধর্ষকদের 'এনকাউন্টার' করে মারার পক্ষে জোরালো সওয়াল করেছেন । তিনি মনে করেন,'এই ধরনের অপরাধীদের সমাজে বেঁচে থাকার কোনও অধিকার নেই ।'

Kakoli Ghosh Dastidar
বারাসতে খুঁটি পুজোয় কাকলি ঘোষ দস্তিদার (নিজস্ব ছবি)

এক্ষেত্রে সংসদে কঠোর আইন প্রণয়নের কথাও উত্থাপন করেছেন ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ । অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের প্রেক্ষিতেই বারাসতে এক খুঁটি পুজোর অনুষ্ঠানে এসে ভিন্ন মত পোষণ করতে দেখা গিয়েছে সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীকে ।

Chiranjeet Chakrabort
বারাসতে খুঁটি পুজোয় চিরঞ্জিত চক্রবর্তী (নিজস্ব ছবি)

রবিবার বারাসতের নবপল্লীর 'আমরা সবাই'-ক্লাবের কালী পুজোর খুঁটি পুজোর অনুষ্ঠানে হাজির হন স্থানীয় সাংসদ ও চিকিৎসক কাকলি ঘোষ দস্তিদার এবং তারকা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুজো কমিটির কর্ণধার, পুরসভার পুর পারিষদ অরুণ ভৌমিকও । বারাসতের ঐতিহ্যবাহী এই ক্লাব সংগঠন প্রতিবছরই নতুনত্ব থিম তুলে ধরে মন কাড়ে দর্শনার্থীদের । এবারও তার ব্যতিক্রম হচ্ছে না । অষ্টম বর্ষে এবারে তাঁদের থিম কৈলাস ও মানস সরোবর । তারই প্রস্তুতি হিসেবে এ দিন দুপুরে খুঁটি পুজোর আয়োজন করে বারাসতের ঐতিহ্যবাহী এই ক্লাব ।

বারাসত, 11 অগস্ট: আরজি কর হাসপাতালকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'এনকাউন্টার' তত্ত্বে এবার ভিন্ন মত পোষণ করলেন দলেরই সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ও বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী । কাকলি যেখানে দলের সেকেন্ড-ইন-কমান্ড তথা ডায়মন্ডহারবারের সাংসদের মন্তব্যকে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন । সেখানে চিরঞ্জিত ঠিক তাঁর উলটো পথে হেঁটে অভিষেকের মন্তব্যকে ব্যক্তিগত মত বলে পাশ কাটিয়েছেন । তবে মহিলা চিকিৎসক খুনে অপরাধীর চরম শাস্তির পক্ষেই সওয়াল করেছেন তিনি ।

'এনকাউন্টার' তত্ত্বে ভিন্ন মত কাকলি ও চিরঞ্জিতের (ইটিভি ভারত)

চিরঞ্জিত চক্রবর্তী বলেন,"ওটা ওঁর(অভিষেক) নিজস্ব এবং ব্যক্তিগত মতামত । আমি এনকাউন্টারের লোক নই, কীসে এনকাউন্টার করা উচিত, আর কীসে এনকাউন্টার করা অনুচিত নয়, সেটা কর্তৃপক্ষ বলবে । আমার বলার কথা নয় । এটা ওঁর মত । যার যা মত । আমার মত এটা । আমি এতকিছু বুঝি না । আমি চাই অপরাধীর শাস্তি হোক।"

এই প্রসঙ্গে কাকলি বলেন,"মহিলা চিকিৎসকের সঙ্গে যে জঘন্য অপরাধ এবং হত‍্যাকাণ্ড সংগঠিত করা হয়েছে তাতে অপরাধীর প্রাণদণ্ডই হওয়া উচিত । মুখ্যমন্ত্রী বলেছেন আমার হাতে আইনের সব ক্ষমতা থাকলে আমি তাঁকে ফাঁসি দিতাম । অভিষেকও একই কথা বলেছে । তাই তাঁর মন্তব্যের সঙ্গে আমি সহমত । খুনি ও ধর্ষকদের সমাজে বেঁচে থাকার কোনও অধিকার নেই ।"

আরজি করে মহিলা ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় রাজ‍্য রাজনীতি । বাম,তৃণমূল,বিজেপি-সমস্ত রাজনৈতিক দলই পরিবারের পাশে দাঁড়িয়ে একবাক্যে নৃশংস এই হত্যাকাণ্ডে অপরাধীর কঠোর শাস্তির দাবি জানিয়ে সরব হয়েছেন । তবে এই বর্বরোচিত ঘটনায় এক কদম এগিয়ে শাসকদলের সেকেন্ড-ইন-কমান্ড তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় খুনি ও ধর্ষকদের 'এনকাউন্টার' করে মারার পক্ষে জোরালো সওয়াল করেছেন । তিনি মনে করেন,'এই ধরনের অপরাধীদের সমাজে বেঁচে থাকার কোনও অধিকার নেই ।'

Kakoli Ghosh Dastidar
বারাসতে খুঁটি পুজোয় কাকলি ঘোষ দস্তিদার (নিজস্ব ছবি)

এক্ষেত্রে সংসদে কঠোর আইন প্রণয়নের কথাও উত্থাপন করেছেন ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ । অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের প্রেক্ষিতেই বারাসতে এক খুঁটি পুজোর অনুষ্ঠানে এসে ভিন্ন মত পোষণ করতে দেখা গিয়েছে সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীকে ।

Chiranjeet Chakrabort
বারাসতে খুঁটি পুজোয় চিরঞ্জিত চক্রবর্তী (নিজস্ব ছবি)

রবিবার বারাসতের নবপল্লীর 'আমরা সবাই'-ক্লাবের কালী পুজোর খুঁটি পুজোর অনুষ্ঠানে হাজির হন স্থানীয় সাংসদ ও চিকিৎসক কাকলি ঘোষ দস্তিদার এবং তারকা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুজো কমিটির কর্ণধার, পুরসভার পুর পারিষদ অরুণ ভৌমিকও । বারাসতের ঐতিহ্যবাহী এই ক্লাব সংগঠন প্রতিবছরই নতুনত্ব থিম তুলে ধরে মন কাড়ে দর্শনার্থীদের । এবারও তার ব্যতিক্রম হচ্ছে না । অষ্টম বর্ষে এবারে তাঁদের থিম কৈলাস ও মানস সরোবর । তারই প্রস্তুতি হিসেবে এ দিন দুপুরে খুঁটি পুজোর আয়োজন করে বারাসতের ঐতিহ্যবাহী এই ক্লাব ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.