ETV Bharat / state

মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে কারা এলেন ? মিলবে কি কোনও সমাধান সূত্র - CS MEETS MEDICAL ORGANISATIONS

মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠকে বসেছেন আইএমএ-সহ বিভিন্ন ডাক্তারি সংগঠনের সদস্যরা ৷ বৈঠকে মিলবে কি কোনও সমাধান সূত্র ?

ETV BHARAT
মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে ডাক্তারি সংগঠনগুলি (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 14, 2024, 1:29 PM IST

কলকাতা, 14 অক্টোবর: ডাক্তারি সংগঠনগুলিকে নিয়ে বৈঠক করছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ ৷ তাঁর ডাকা বৈঠকে আটটি ডাক্তারি সংগঠনকে আমন্ত্রণ জানানো হলেও, এই বৈঠকে 12টি চিকিৎসক সংগঠনের সদস্যরা যোগ দিয়েছেন বলে জানা যাচ্ছে । মূলত রাজ্যে জুনিয়র ডাক্তারদের আমরণ অনশনের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে চলা কর্মবিরতি ও প্রতিবাদ নিয়ে আলোচনা করতেই সোমবার সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসেছেন মুখ্যসচিব মনোজ পন্থ ।

এদিনের বৈঠকে সরাসরি জুনিয়র ডাক্তারদের যোগদানের জন্য ডাকা না-হলেও তাঁরা এই বৈঠকের দিকেই তাকিয়ে আছেন । এদিন সিনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের আরও একটা কারণ অবশ্যই আগামিকাল অর্থাৎ মঙ্গলবার রাজ্যে দুর্গাপুজোর কার্নিভাল রয়েছে । এই কার্নিভালে রাজ্যের 300রও বেশি পুজো কমিটি অংশগ্রহণ করবে । আসবেন ইউনেস্কোর প্রতিনিধিরাও ৷ থাকবেন বিদেশি রাষ্ট্রদূত এবং বিদেশি পর্যটকেরা । তাঁদের সামনে আগামিকালই প্রতিবাদীরা যে দ্রোহের কার্নিভালের কর্মসূচি নিয়েছে, তা হোক এটা কোনওভাবেই চাইছে না রাজ্য সরকার ৷ আর সেই জায়গা থেকেই এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ।

এখনও পর্যন্ত পাওয়া তথ্যে জানা গিয়েছে, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফে বৈঠকে আছেন উৎপল বন্দ্যোপাধ্যায় এবং কৌশিক চাকী । ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (রাজ্য শাখা)-র তরফে বৈঠকে যোগ দিয়েছেন রঞ্জন ভট্টাচার্য এবং দ্বৈপায়ন মজুমদার । মেডিক্যাল সার্ভিস সেন্টারের তরফে উপস্থিত রয়েছেন বিপ্লব চন্দ্র ও নীলরতন নাইয়া । সার্ভিস ডক্টরস ফোরামের তরফে রয়েছেন সজল বিশ্বাস ও স্বপন বিশ্বাস । বৈঠক বেশকিছুক্ষণ আগেই শুরু হয়েছে ৷ এখন দেখার এই বৈঠক থেকে কোনও ইতিবাচক ফলাফল বের হয় কি না !

কলকাতা, 14 অক্টোবর: ডাক্তারি সংগঠনগুলিকে নিয়ে বৈঠক করছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ ৷ তাঁর ডাকা বৈঠকে আটটি ডাক্তারি সংগঠনকে আমন্ত্রণ জানানো হলেও, এই বৈঠকে 12টি চিকিৎসক সংগঠনের সদস্যরা যোগ দিয়েছেন বলে জানা যাচ্ছে । মূলত রাজ্যে জুনিয়র ডাক্তারদের আমরণ অনশনের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে চলা কর্মবিরতি ও প্রতিবাদ নিয়ে আলোচনা করতেই সোমবার সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসেছেন মুখ্যসচিব মনোজ পন্থ ।

এদিনের বৈঠকে সরাসরি জুনিয়র ডাক্তারদের যোগদানের জন্য ডাকা না-হলেও তাঁরা এই বৈঠকের দিকেই তাকিয়ে আছেন । এদিন সিনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের আরও একটা কারণ অবশ্যই আগামিকাল অর্থাৎ মঙ্গলবার রাজ্যে দুর্গাপুজোর কার্নিভাল রয়েছে । এই কার্নিভালে রাজ্যের 300রও বেশি পুজো কমিটি অংশগ্রহণ করবে । আসবেন ইউনেস্কোর প্রতিনিধিরাও ৷ থাকবেন বিদেশি রাষ্ট্রদূত এবং বিদেশি পর্যটকেরা । তাঁদের সামনে আগামিকালই প্রতিবাদীরা যে দ্রোহের কার্নিভালের কর্মসূচি নিয়েছে, তা হোক এটা কোনওভাবেই চাইছে না রাজ্য সরকার ৷ আর সেই জায়গা থেকেই এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ।

এখনও পর্যন্ত পাওয়া তথ্যে জানা গিয়েছে, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফে বৈঠকে আছেন উৎপল বন্দ্যোপাধ্যায় এবং কৌশিক চাকী । ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (রাজ্য শাখা)-র তরফে বৈঠকে যোগ দিয়েছেন রঞ্জন ভট্টাচার্য এবং দ্বৈপায়ন মজুমদার । মেডিক্যাল সার্ভিস সেন্টারের তরফে উপস্থিত রয়েছেন বিপ্লব চন্দ্র ও নীলরতন নাইয়া । সার্ভিস ডক্টরস ফোরামের তরফে রয়েছেন সজল বিশ্বাস ও স্বপন বিশ্বাস । বৈঠক বেশকিছুক্ষণ আগেই শুরু হয়েছে ৷ এখন দেখার এই বৈঠক থেকে কোনও ইতিবাচক ফলাফল বের হয় কি না !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.