জলপাইগুড়ি, 11 এপ্রিল: প্রথম দফা নির্বাচনের তিনটি লোকসভা কেন্দ্রের প্রচারের জন্য জলপাইগুড়ির চালসাকেই বেছে নিলেন মুখ্যমন্ত্রী। প্রথম দফা নির্বাচনের প্রচারের জন্য চালসায় থেকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে প্রচার চালাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। চালসার বেসরকারি রিসর্ট থেকেই যাবেন বিভিন্ন সভায় ৷ কবে কোথায় জনসভা হবে তা প্রকাশ্যে এসেছে ৷
জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মহুয়া গোপ বলেন, "জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের জন্য ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 4 এপ্রিল মালবাজার বিধানসভায় এবং 5 এপ্রিল জলপাইগুড়ি বিধানসভায় সভা করেছেন। আগামী 13 এপ্রিল ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এলাকা ও 16 এপ্রিল ময়নাগুড়িতে জনসভা করবেন।"
জানা গিয়েছে, শুক্রবার সকালে টিয়াবনের হেলিপ্যাডে থেকে উড়ে আলিপুরদুয়ারের লোকসভা কেন্দ্রের সুভাষিনি চা বাগানের মাঠে প্রকাশ চিক বড়াইকের সমর্থনে সভা করবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থী জগদীশ বসুনিয়ার সমর্থনে দিনহাটাতে সভা করে ফের চালসাতে ফিরে আসবেন। পরের দিন অর্থাৎ 13 তারিখ কোচবিহার রাসমেলার ময়দানে জলপাইগুড়ির তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে ডাবগ্রাম ফুলবাড়িতে সভা করে কলকাতায় ফিরে আসবেন যাবেন।
এরপর ফের 15 তারিখ জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেবেন তৃণমূল সুপ্রিমো ৷ 16 তারিখ ফের জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ময়নাগুড়িতে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দফায় ভোট হবে এমন আসনগুলিতে সভা শুরু করছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে 4 এপ্রিল মালবাজার বিধানসভা ও 5 এপ্রিল জলপাইগুড়ি সদর বিধানসভায় নির্বাচনী সভা করেছেন তৃণমূল সুপ্রিমো।
উল্লেখ্য, 2014 সালে জলপাইগুড়ি লোকসভা, কোচবিহার লোকসভা ও আলিপুরদুয়ার আসনটি প্রথমবারের মতো তৃণমূল কংগ্রেস জিতলেও 2019 এর লোকসভা নির্বাচনে তিনটিতেই বিজেপির কাছে হেরে যায় তৃণমূল কংগ্রেস। আর এবার এই লোকসভা আসনগুলি দখল করতে মরিয়া তৃণমূল। গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গ তৃণমূল কংগ্রেসকে খালি হাতেই ফিরিয়েছিল। শুধু তাই নয়, বিধানসভা নির্বাচনেও খুব একটা ভালো ফল করতে পারেনি তৃণমূল। ফলে এই লোকসভা নির্বাচন তৃণমূল সম্মান ফিরে পাওয়ার নির্বাচন। আর তাই তৃণমূল যে শেষ পর্যন্ত মরিয়া চেষ্টা চালাবে সেটা বলাই যায়।
আরও পড়ুন
1. প্রার্থী না হওয়ার আক্ষেপ নেই, আলুওয়ালিয়ার হয়ে দেওয়াল লিখলেন জিতেন্দ্র
2. চালসায় মুখ্যমন্ত্রীকে দেখে 'চোর চোর' স্লোগান বিজেপির
3. 'ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করেননি মোদি', শুক্রে ঝড়-বিধ্বস্ত এলাকায় অভিষেক