কলকাতা, 6 অক্টোবর: আলিপুর বডিগার্ড লাইনসে দুর্গাপুজোর উদ্বোধনে গিয়ে পুলিশের মনোবল বাড়াতে 'ভোকাল টনিক' দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শুধু প্রশস্তি নয়, রাজ্যের পুলিশ বাহিনীর জন্য মমতার দাওয়াই,"মানবিক হতে হবে । একইসঙ্গে হতে হবে রাফ অ্যান্ড টাফ । কে কী বলছে তাতে কেয়ার করার দরকার নেই । রাজা চলে বাজার...ভকে হাজার ।"
আরজি করের ঘটনা পরবর্তী সময়ে বারংবার সমালোচনার মুখে পড়েছে পুলিশ ৷ ইতিমধ্যেই ওই ঘটনায় টালা থানার তৎকালীন ওসিকে গ্রেফতার করেছে সিবিআই ।
অন্যদিকে, জুনিয়র ডাক্তারদের থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দলগুলি তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ নিয়ে সরব হয়েছিল। এরপরেই তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ৷ অথচ তারপরেও বিনীত গোয়েলকে নিয়ে ক্ষোভ যেন কিছুতেই প্রশমিত হচ্ছে না । আর এই ঘটনায় যখন পুলিশের মনোবল প্রভাবিত হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ, ঠিক তখনই রবিবার আলিপুর বডিগার্ড লাইনসে গিয়ে পুলিশের মনোবল বাড়ালেন মুখ্যমন্ত্রী ।
এ দিন পুলিশের ভূমিকার প্রশংসা শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। তিনি বলেন,"সামান্য কিছু ঘটলেই পুলিশকে কাঠগড়ায় তোলা হয় । কিন্তু তারা যা কাজ করে তা দেখা হয় না। প্রখর রোদে তাদের দাঁড়িয়ে থাকতে হয় । বৃষ্টিতে ভিজে ডিউটি করতে হয় । ঝড়-জল-বন্যা বা যে কোনও প্রাকৃতিক বিপর্যয়-সব ক্ষেত্রেই পুলিশ বাহিনী মানুষের জন্য কাজ করে । এমনকী উৎসবের সময় তাঁরা পরিবারকে সময় পর্যন্ত দিতে পারে না । এরপরেও সামান্য ভুল-ত্রুটি হলেই তাঁদের কড়া সমালোচনার মুখে পড়তে হয় ।"
এ দিন সমালোচকদের কড়া জবাব দিয়ে মুখ্যমন্ত্রী বলেন,"যে কাজ করে তাকে গালাগালি খেতেই হবে । এটাই কলিকালের নিয়ম। যে কাজ করবে না তাকে কে গালাগাল দেবে " ওই মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রীর বার্তা, পুলিশবাহিনীকে আরও শক্ত হতে হবে ৷ মাথা ঠান্ডা করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে । পুলিশকে মমতার পরামর্শ, "আপনারা উপরে থাকবেন কুল, ভেতরে থাকবেন বোল্ড । বি রাফ অ্যান্ড টাফ । সাম টাইম বি সফট। আপনাদের কাজের ধারা হল, মানবিকতা। মানবিক দিকটা দেখবেন, তবে যারা শয়তান সেটা আমিই তাদের কোনও রকম ক্ষমা করবেন না । কঠোর ব্যবস্থা নিন । সরকার আপনাদের পিছনে রয়েছে ।"
মুখ্যমন্ত্রী আরও বলেন,"পুলিশ ফুলিশ(বোকা) নয় । আপনারা যে যা ইচ্ছা বলতে পারেন । এরপরেও আপনার বাড়ির সামনে কোনও অপরাধ হলে সেই পুলিশকেই আপনাকে ডাকতে হয় ।"
এ দিন নাম না করে পুলিশকর্তাদের সরিয়ে দেওয়ার দাবি'র বিরোধিতা করেন মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, "সবাইকে সরিয়ে দিতে হবে । অন্যায়টা জানলো না অপরাধ হয়ে গেল । কেউ যদি অন্যায় করে তার শাস্তি হওয়া দরকার । কিন্তু কাউকে যদি বিনা অপরাধে অপরাধী বানিয়ে দেওয়া হয় তাহলে যারা এই অপরাধটা করেছেন তাদের শাস্তি হবে তো ! আমি সেদিনের জন্য অপেক্ষা করব ।"
মুখ্যমন্ত্রীর এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল । সাম্প্রতিক সময়ে আরজি কর আবহে বিভিন্ন পুলিশ কর্তাদের নাম জড়িয়ে তাঁদের পদ সরিয়ে দেওয়ার অভিযোগ উঠছে ৷ মনে করা হচ্ছে, এর বিরুদ্ধেই এই বক্তব্য রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী । সোজাসুজি কারোর নাম না করলেও এভাবেই তিনি বিনীত গোয়েলের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিরোধিতা করলেন বলে মনে করছে কেউ কেউ ।