কলকাতা, 5 কলকাতা: বাংলাদেশ নিয়ে সতর্ক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবেশী দেশের বিষয় বলে তিনি আগ বাড়িয়ে এই বিষয় নিয়ে কোনও মন্তব্য করতে চাইছেন না। উলটে তিনি এই নিয়ে কিছু বলার ক্ষেত্রে ভারত সরকারের দিকেই তাকিয়ে রয়েছেন বলেও সাফ জানিয়ে দিয়েছে।
সোমবার বিধানসভায় রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। তিনি যেভাবে নিজে সতর্ক একইভাবে দলীয় নেতাদের পাশাপাশি মন্ত্রীদেরও সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী ৷ এই ইস্যুতে আগ বাড়িয়ে কোনও মন্তব্য না করতেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, এদিন ব্যক্তিগত স্তরে আলোচনার সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমরা বাংলাদেশ নিয়ে বিস্তারিত এখনও কিছুই জানি না। এই অবস্থায় বাংলায় সবাইকে শান্ত থাকার অনুরোধ করব। কেউ যেন কোনও উত্তেজনা না ছাড়ায়, কোন উত্তেজনায় পা না দেওয়ার অনুরোধ করব। উস্কানিমূলক কোনও মন্তব্য বা পোস্ট সোশাল মিডিয়ায় কেউ করবেন না ৷ কারণ ব্যাপারটা ভারত সরকারের অধীনে। ভারত সরকার যা সিদ্ধান্ত নেবে আমরা তা মেনে চলব।"
মুখ্যমন্ত্রীর কথায়, "এটা দুটো দেশের সরকারের ব্যাপার। এ বিষয়ে ভারত সরকার আমাদের যে নির্দেশ দেবে তাই পালন করব।" খুব স্বাভাবিকভাবেই এদিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকেও রাজ্যের মন্ত্রীদেরও একই সতর্ক বার্তা দিয়েছেন তিনি। এদিন রাজ্য বিধানসভাতেই রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল। সেখানেই মুখ্যমন্ত্রী দলের মন্ত্রীদের জানিয়ে দেন, বাংলাদেশ নিয়ে কোনও আলটপকা মন্তব্য করা যাবে না। গত কয়েকদিন ধরেই উত্তপ্ত পরিস্থিতি ছিল বাংলাদেশে। তবে এদিন দুপুরেই বাংলাদেশে গণবিক্ষোভের মুখে পড়ে দেশ ছেড়ে ভারতে চলে এসেছেন সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশ ছাড়ার আগে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফাও দিয়েছেন তিনি। যদিও বাংলাদেশের সদ্য প্রাক্তন হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক বরাবরই বেশ ভালো। মমতা তাঁকে 'বড় দিদি' বলে যেমন সম্বোধন করেন তেমনি হাসিনাও মমতাকে 'ছোট বোন' বলেই সম্বোধন করেন। তবুও এই ইস্যুতে যথেষ্ট সাবধানী বাংলার মুখ্যমন্ত্রী। আর সে কারণেই একই পরামর্শ তার সহকর্মীদেরও দিয়েছেন মমতা।