ETV Bharat / state

বিচারপতিরা মানুষের সেবক, দেবতা নন; ধারণা বদলের বার্তা দেশের প্রধান বিচারপতির - CJI on Judicial System

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 29, 2024, 4:04 PM IST

Chief Justice of India D Y Chandrachud: বিচারব্যবস্থাকে রাজনৈতিক পক্ষপাতদুষ্ট না-হওয়ার আর্জি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এবার তার প্রেক্ষিতেই বিচারপতি এবং বিচারকদের নিজস্ব চিন্তাভাবনাকে দূরে রেখে, বিচারকের আসনে বসার বার্তা দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ৷

Chief Justice of India D Y Chandrachud
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ৷ (ফাইল চিত্র)

কলকাতা, 29 জুন: প্রত্যেক ভারতীয়ের কাছে আদালত যেন বিচারের মন্দির ৷ কিন্তু, কলকাতায় এই ধারণা বদলের কথা বললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ৷ কারণ, বিচারপতি এবং বিচারকের আসনে যাঁরা বসেন, তাঁদের নিজস্ব ভাবনাচিন্তা রয়েছে বলে জানান তিনি ৷ আর এক্ষেত্রে অনেকাংশেই বিচারপতিরা নিজেদের বিচারের মন্দিরের দেবতা ভেবে ভুল করে বলে মন্তব্য করলেন দেশের প্রধান বিচারপতি ৷

আজ কলকাতার এক পাঁচতারা হোটেলে ন্যাশনাল জুডিশিয়াল অ্যাকাডেমির তরফে একটি সম্মেলনের আয়োজন করা হয়েছে ৷ সেখানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং রাজ্যের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মঞ্চে বক্তব্য রাখতে উঠে মুখ্যমন্ত্রী বিচারব্যবস্থা যাতে রাজনৈতিক পক্ষপাতদুষ্ট না হয়, সেই অনুরোধ জানান ৷ মূলত, তাঁর এই অনুরোধ ছিল প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের কাছে ৷

মমতার সেই মন্তব্যের প্রেক্ষিতেই এদিন বিচারব্যবস্থা নিয়ে মানুষের এবং একাংশ বিচারপতি ও বিচারকদের ভুল ধারণার প্রসঙ্গ তুলে ধরেন দেশের প্রধান বিচারপতি ৷ তিনি বলেন, "আদালতকে ন্যায় এবং বিচারের মন্দির বলে মনে করা হয় ৷ আর আমরা নিজেদের সেই মন্দিরের দেবতা ভেবে ভুল করি ৷ এটা খুবই বিপজ্জনক ৷ মনে রাখতে হবে আমাদেরও নিজস্ব চিন্তাভাবনা রয়েছে ৷ সেই চিন্তাভাবনার সঙ্গে বিচার প্রক্রিয়াকে গুলিয়ে ফেললে চলবে না ৷"

তাঁর স্পষ্ট বার্তা, বিচারকের আসনে বসলে নিজস্ব চিন্তাভাবনাকে সরিয়ে রাখতে হবে ৷ প্রধান বিচারপতি বলেন, "বিচার করবেন ৷ কিন্তু, কারও সম্পর্কে আগাম ধারণা তৈরি করবেন না ৷ কারণ, আমাদের উলটোদিকে যাঁরা দাঁড়িয়ে থাকেন, তাঁরাও মানুষ ৷" দেশের প্রধান বিচারপতি জানান, "আমার সামনে আদালতকে কেউ মন্দির বলে উল্লেখ করলে, আমি তাঁকে বাধা দিই ৷ কারণ, মন্দির বললেই মনে হবে প্রত্যেক বিচারপতি এক-একজন দেবতা ৷ আদতে তাঁরা সকলে মানুষের সেবক ৷ ন্যায় বিচারের মাধ্যমে মানুষের সেবা করাই আমাদের কাজ ৷"

কলকাতা, 29 জুন: প্রত্যেক ভারতীয়ের কাছে আদালত যেন বিচারের মন্দির ৷ কিন্তু, কলকাতায় এই ধারণা বদলের কথা বললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ৷ কারণ, বিচারপতি এবং বিচারকের আসনে যাঁরা বসেন, তাঁদের নিজস্ব ভাবনাচিন্তা রয়েছে বলে জানান তিনি ৷ আর এক্ষেত্রে অনেকাংশেই বিচারপতিরা নিজেদের বিচারের মন্দিরের দেবতা ভেবে ভুল করে বলে মন্তব্য করলেন দেশের প্রধান বিচারপতি ৷

আজ কলকাতার এক পাঁচতারা হোটেলে ন্যাশনাল জুডিশিয়াল অ্যাকাডেমির তরফে একটি সম্মেলনের আয়োজন করা হয়েছে ৷ সেখানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং রাজ্যের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মঞ্চে বক্তব্য রাখতে উঠে মুখ্যমন্ত্রী বিচারব্যবস্থা যাতে রাজনৈতিক পক্ষপাতদুষ্ট না হয়, সেই অনুরোধ জানান ৷ মূলত, তাঁর এই অনুরোধ ছিল প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের কাছে ৷

মমতার সেই মন্তব্যের প্রেক্ষিতেই এদিন বিচারব্যবস্থা নিয়ে মানুষের এবং একাংশ বিচারপতি ও বিচারকদের ভুল ধারণার প্রসঙ্গ তুলে ধরেন দেশের প্রধান বিচারপতি ৷ তিনি বলেন, "আদালতকে ন্যায় এবং বিচারের মন্দির বলে মনে করা হয় ৷ আর আমরা নিজেদের সেই মন্দিরের দেবতা ভেবে ভুল করি ৷ এটা খুবই বিপজ্জনক ৷ মনে রাখতে হবে আমাদেরও নিজস্ব চিন্তাভাবনা রয়েছে ৷ সেই চিন্তাভাবনার সঙ্গে বিচার প্রক্রিয়াকে গুলিয়ে ফেললে চলবে না ৷"

তাঁর স্পষ্ট বার্তা, বিচারকের আসনে বসলে নিজস্ব চিন্তাভাবনাকে সরিয়ে রাখতে হবে ৷ প্রধান বিচারপতি বলেন, "বিচার করবেন ৷ কিন্তু, কারও সম্পর্কে আগাম ধারণা তৈরি করবেন না ৷ কারণ, আমাদের উলটোদিকে যাঁরা দাঁড়িয়ে থাকেন, তাঁরাও মানুষ ৷" দেশের প্রধান বিচারপতি জানান, "আমার সামনে আদালতকে কেউ মন্দির বলে উল্লেখ করলে, আমি তাঁকে বাধা দিই ৷ কারণ, মন্দির বললেই মনে হবে প্রত্যেক বিচারপতি এক-একজন দেবতা ৷ আদতে তাঁরা সকলে মানুষের সেবক ৷ ন্যায় বিচারের মাধ্যমে মানুষের সেবা করাই আমাদের কাজ ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.