কলকাতা, 22 ফেব্রুয়ারি: দীর্ঘদিন ধরে ফাঁকা পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদ । তার জেরে পাবলিক সার্ভিস সংক্রান্ত একাধিক পরীক্ষার ইন্টারভিউ নেওয়া যাচ্ছে না । আটকে রয়েছে বিভিন্ন জুডিশিয়াল সার্ভিসেস এবং ডব্লিউবিসিএস-এর মতো পরীক্ষার ইন্টারভিউও। পিএসসি'র চেয়ারম্যান নিয়োগের দাবিতে ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে । এবার সেই মামলার দ্রুত শুনানির জন্য প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করলেন মামলাকারীর আইনজীবী শামিম আহমেদ ।
বৃহস্পতিবার তিনি প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, "সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী দ্রুত এই মামলার শুনানি করে নিষ্পত্তি প্রয়োজন । পিএসসিতে 6 থেকে 7 জন সদস্য থাকার কথা । কিন্তু বর্তমানে পিএসসিতে সদস্য রয়েছেন মাত্র দু'জন । পাশাপাশি দীর্ঘদিন ধরে ফাঁকা পড়ে রয়েছে চেয়ারম্যানের পদ । যে কারণে ডব্লুবিসিএস থেকে শুরু করে রাজ্য জুডিশিয়াল সার্ভিসের একাধিক পরীক্ষার ইন্টারভিউ থমকে রয়েছে। গ্রুপ ডি এবং গ্রুপ সি পদের নিয়োগও পিএসসির থেকে সরিয়ে নেওয়া হয়েছে ।"
বিষয়টি শোনার পরই মামলার দ্রুত শুনানির আশ্বাস দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ । আগামী বৃহস্পতিবার মামলার শুনানি । উল্লেখ্য, পিএসসি'র নিয়োগেও দুর্নীতির অভিযোগে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে । বর্তমানে চাকরিরত এক ডব্লুবিসিএস অফিসারের প্রাপ্ত নম্বরে কারচুপির অভিযোগ নিয়ে দীর্ঘদিন ধরে মামলার শুনানি চলে ৷ তবে সেই মামলা এখনও নিস্পত্তি হয়নি । প্রধান বিচারপতির বেঞ্চেই সেই মামলা এখনও বিচারাধীন । এর মধ্যেই পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান নিয়োগের দাবিতে হাইকোর্টে দায়ের হয়েছে মামলা ।
আরও পড়ুন: