ETV Bharat / state

কয়লাপাচার মামলায় চার্জ গঠনের প্রক্রিয়া শুরু সিবিআই আদালতে

চার্জ গঠনের আগে সোমবার অভিযুক্ত পক্ষের আপত্তির কথা শুনবেন আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক ৷

Coal Scam Case
কয়লাপাচার মামলায় চার্জ গঠনের প্রক্রিয়া শুরু সিবিআই আদালতে (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 14, 2024, 7:00 PM IST

আসানসোল, 14 নভেম্বর: কয়লাপাচার মামলায় চার্জ গঠনের প্রাথমিক প্রক্রিয়া শুরু হল বৃহস্পতিবার ৷ সবকিছু ঠিক থাকলে আগামী 25 নভেম্বর এই মামলায় চার্জ গঠন হবে ৷ তার আগে আগামী সোমবার একটি শুনানি হবে ৷ সেখানে অভিযুক্ত পক্ষের আইনজীবীদের তরফে তোলা কিছু আপত্তির কথা শুনবেন বিচারক ৷

আসানসোলের বিশেষ সিবিআই আদালতে কয়লাপাচার মামলার শুনানি চলছে ৷ সেখানে বৃহস্পতিবার এই মামলায় চার্জ গঠনের প্রস্তাব দেন আইনজীবী রাকেশ কুমার ৷ সেই সংক্রান্ত প্রয়োজনীয় নথিও জমা দেন তিনি ৷ চার্জ গঠনের প্রস্তাব গ্রহণ করেন আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী ।

বিচারক সিবিআইয়ের আইনজীবীর কাছে জানতে চান, কোন কোন ধারায় অভিযুক্তদের অভিযুক্ত করা হয়েছে ৷ সিবিআইয়ের আইনজীবী রাকেশ কুমার জানান, ইসিএল কর্মী, বিভিন্ন বেসরকারি কোম্পানি এবং অভিযুক্ত ব্যক্তি, তিনটি ভাগে বিভিন্ন ধারা প্রয়োগ করা হয়েছে । এই অভিযুক্তদের বিরুদ্ধে কী কী ধারা দেওয়া হয়েছে, তাও সবিস্তারে বিচারককে জানান সিবিআই আইনজীবী ।

চার্জ গঠনের প্রস্তাবের সময় অভিযুক্তদের বিরুদ্ধে বেশ কয়েকটি ধারা নিয়ে আপত্তি তোলেন অভিযুক্ত পক্ষের আইনজীবীরা । আইনজীবীরা তাঁদের স্বপক্ষে বক্তব্য রাখার জন্য সময় চান । বিচারক সোমবার তাঁদের বক্তব্য রাখার দিন ধার্য করেন । সোমবার অভিযুক্ত পক্ষের আইনজীবীরা তাঁদের বক্তব্য রাখার পর চার্জ গঠনের দিন ধার্য করা হবে । সবকিছু ঠিক থাকলে আগামী 25 নভেম্বর বেআইনি কয়লা মামলার চার্জ গঠন হবে ।

চার্জশিটে মোট 50 জন অভিযুক্তের নাম ছিল। এর মধ্যে বিনয় মিশ্র ফেরার । এক ইসিএল কর্মী মারা গিয়েছেন । অর্থাৎ 48 জনের বিরুদ্ধে চার্জ গঠন হবে । এই মামলায় 396 জন সাক্ষী রয়েছেন । চার্জশিটে মোট 25 হাজার পাতার নথি আছে । এছাড়াও 1149 পাতার তথ্যপ্রমাণ জমা দেওয়া হয়েছে । এই মামলায় সিবিআই মোট তিনটি চার্জশিট জমা দিয়েছে ৷

বৃহস্পতিবার 48 জনের মধ্যে 46 জন অভিযুক্ত উপস্থিত ছিলেন । উল্লেখ্য, কয়লাপাচার মামলায় মূল কিংপিন অনুপ মাজি ওরফে লালা, রত্নেশ বর্মা ও বিকাশ মিশ্রর বিরুদ্ধে আলাদা করে বিশেষ কিছু ধারা যোগ করা হয়েছে ।

আসানসোল, 14 নভেম্বর: কয়লাপাচার মামলায় চার্জ গঠনের প্রাথমিক প্রক্রিয়া শুরু হল বৃহস্পতিবার ৷ সবকিছু ঠিক থাকলে আগামী 25 নভেম্বর এই মামলায় চার্জ গঠন হবে ৷ তার আগে আগামী সোমবার একটি শুনানি হবে ৷ সেখানে অভিযুক্ত পক্ষের আইনজীবীদের তরফে তোলা কিছু আপত্তির কথা শুনবেন বিচারক ৷

আসানসোলের বিশেষ সিবিআই আদালতে কয়লাপাচার মামলার শুনানি চলছে ৷ সেখানে বৃহস্পতিবার এই মামলায় চার্জ গঠনের প্রস্তাব দেন আইনজীবী রাকেশ কুমার ৷ সেই সংক্রান্ত প্রয়োজনীয় নথিও জমা দেন তিনি ৷ চার্জ গঠনের প্রস্তাব গ্রহণ করেন আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী ।

বিচারক সিবিআইয়ের আইনজীবীর কাছে জানতে চান, কোন কোন ধারায় অভিযুক্তদের অভিযুক্ত করা হয়েছে ৷ সিবিআইয়ের আইনজীবী রাকেশ কুমার জানান, ইসিএল কর্মী, বিভিন্ন বেসরকারি কোম্পানি এবং অভিযুক্ত ব্যক্তি, তিনটি ভাগে বিভিন্ন ধারা প্রয়োগ করা হয়েছে । এই অভিযুক্তদের বিরুদ্ধে কী কী ধারা দেওয়া হয়েছে, তাও সবিস্তারে বিচারককে জানান সিবিআই আইনজীবী ।

চার্জ গঠনের প্রস্তাবের সময় অভিযুক্তদের বিরুদ্ধে বেশ কয়েকটি ধারা নিয়ে আপত্তি তোলেন অভিযুক্ত পক্ষের আইনজীবীরা । আইনজীবীরা তাঁদের স্বপক্ষে বক্তব্য রাখার জন্য সময় চান । বিচারক সোমবার তাঁদের বক্তব্য রাখার দিন ধার্য করেন । সোমবার অভিযুক্ত পক্ষের আইনজীবীরা তাঁদের বক্তব্য রাখার পর চার্জ গঠনের দিন ধার্য করা হবে । সবকিছু ঠিক থাকলে আগামী 25 নভেম্বর বেআইনি কয়লা মামলার চার্জ গঠন হবে ।

চার্জশিটে মোট 50 জন অভিযুক্তের নাম ছিল। এর মধ্যে বিনয় মিশ্র ফেরার । এক ইসিএল কর্মী মারা গিয়েছেন । অর্থাৎ 48 জনের বিরুদ্ধে চার্জ গঠন হবে । এই মামলায় 396 জন সাক্ষী রয়েছেন । চার্জশিটে মোট 25 হাজার পাতার নথি আছে । এছাড়াও 1149 পাতার তথ্যপ্রমাণ জমা দেওয়া হয়েছে । এই মামলায় সিবিআই মোট তিনটি চার্জশিট জমা দিয়েছে ৷

বৃহস্পতিবার 48 জনের মধ্যে 46 জন অভিযুক্ত উপস্থিত ছিলেন । উল্লেখ্য, কয়লাপাচার মামলায় মূল কিংপিন অনুপ মাজি ওরফে লালা, রত্নেশ বর্মা ও বিকাশ মিশ্রর বিরুদ্ধে আলাদা করে বিশেষ কিছু ধারা যোগ করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.