ETV Bharat / state

মাথাভাঙার পর নৈহাটি! নাগরিক মিছিলে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে - Chaos in RG Kar Protest in Naihati - CHAOS IN RG KAR PROTEST IN NAIHATI

Alleged Attack in RG Kar Protest Rally in Naihati: আরজি করের নির্যাতিতার দাবি মিছিলে হামলার অভিযোগ উঠল ৷ একটি নাগরিকদের মিছিল হয় এবং আরেকটি তৃণমূলের ৷ দলের যুব নেতার অভিযোগ নির্দিষ্ট রাজনৈতিক দল আক্রমণ করেছে তৃণমূলের উপর ৷ এদিকে নাগরিকদের অভিযোগ, তৃণমূলের সদস্যরাই হামলা চালিয়েছে ৷

RG Kar Protest Rally in Naihati
আরজি করের নির্যাতিতার বিচারের দাবিতে মিছিলে গণ্ডগোল (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 8, 2024, 10:54 PM IST

নৈহাটি, 8 সেপ্টেম্বর: মাথাভাঙার পর নৈহাটি ! ফের প্রতিবাদীদের মিছিলে হামলার অভিযোগ উঠল ৷ এই ঘটনায় শাসকদলকে কাঠগড়ায় দাঁড় করাল জনতা ৷ রবিবার সন্ধ্যায় হামলায় এক প্রতিবাদী আক্রান্ত হয়েছেন বলে সূত্রের খবর ৷ ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে নৈহাটির রামকৃষ্ণ মোড়ে ৷

আরজি করের নির্যাতিতার বিচারের দাবিতে মিছিলে গণ্ডগোল (ইটিভি ভারত)

অভিযোগ, পুলিশের সামনেই প্রতিবাদীদের উপর হামলা চালান তৃণমূলের সদস্যরা ৷ যদিও হামলার অভিযোগ উড়িয়ে দু'টি মিছিল এক জায়গায় চলে আসায় বিশৃঙ্খলা সৃষ্টি হয় বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস ৷ যদিও পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ এদিকে তৃণমূল পালটা নাম না-করে সিপিএমের দিকে হামলার অভিযোগ তুলেছে ৷ এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে ৷

আরজি করের নির্যাতিতার ধর্ষণ ও খুনের ঘটনায় সুবিচারের দাবিতে চিকিৎসক সংগঠনের আন্দোলনে এদিনও উত্তাল গোটা রাজ‍্য ৷ নাগরিক সমাজও এই আন্দোলনে স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছে । তাঁরাও তাঁদের মতো করে প্রতিবাদ আন্দোলন সংগঠিত করে গর্জে উঠেছেন বিচার চেয়ে ৷ সেরকমই একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল উত্তর 24 পরগনার নৈহাটিতে ৷

তৃণমূলের যুব নেতা অভিজিৎ চট্টোপাধ্যায় বলেন, "আমরা সবাই এখানকার ছাত্র ৷ আরজি করের বিচারের দাবিতে আমাদের একটা মিছিল ছিল ৷ আজকে নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মীরা আমাদের প্রতিটি মহিলার শ্লীলতাহানি করেছে ৷ সামনে একটা অ্যাম্বুলেন্স যেতে দিচ্ছে না, হামলা করছে ৷ আমাদের প্রাক্তন পরিবহণ মন্ত্রী যিনি ছিলেন, প্রাক্তন বিধায়ক, যাঁর সময়ে প্রতিদিন নৈহাটিতে শ্লীলতাহানির ঘটনা ঘটত ৷"

সেই মিছিলে পা মিলিয়ে ছিলেন স্থানীয় স্কুলের প্রাক্তনীরা ৷ তাঁদের সেই প্রতিবাদ মিছিলে যোগ দিয়েছিলেন বহু সাধারণ মানুষ ৷ সূত্রের খবর, এদিন সন্ধ্যায় নৈহাটির স্বপ্নবিথী পার্কের কাছ থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়ে অরবিন্দ রোড ধরে অতিক্রম করে এগোতে থাকে ঘোষপাড়া পাড়া রোড ধরে ৷ অভিযোগ, প্রাক্তনীদের সেই প্রতিবাদ মিছিল রামকৃষ্ণ মোড়ের কাছে আসতেই তৃণমূলের লোকজন তার উপর হামলা চালায় বলে অভিযোগ ৷

পালটা প্রতিবাদীরাও জোটবদ্ধ হয়ে রুখে দাঁড়ালে দু'পক্ষের মধ্যে হাতাহাতি বেধে যায় ৷ পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে ৷ শেষমেশ পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ৷ উদ্যোক্তাদের দাবি, "মিছিলে ঢুকে মহিলাদের গায়েও হাত দিয়েছে শাসকদলের লোকজন ৷ এমনকী, মাইক্রোফোনের তারও ছিঁড়ে দেওয়া হয়েছে ।" মিছিল বানচাল করতেই পরিকল্পনা করে তৃণমূলের লোকজন এই হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেছেন প্রতিবাদীদের একাংশ ৷

এই ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন স্কুলের প্রাক্তনীরা ৷ রামকৃষ্ণ মোড়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা ৷ নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় এবং স্থানীয় থানার পুলিশ এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয় ৷ যদিও চেয়ারম্যান-পুত্র তথা স্থানীয় তৃণমূল যুব নেতা অভিজিৎ চট্টোপাধ্যায়ের দাবি, "দলীয় কর্মীরা এদিন 'উই ওয়ান্ট জাস্টিস' চেয়ে একটি মিছিলের আয়োজন করেছিল ৷ তখন উলটো দিক থেকে নাগরিক সমাজের একটি মিছিল সামনাসামনি চলে আসে ৷ কে আগে যাবে, এই নিয়ে দু'পক্ষের মধ্যে সামান্য বচসা হয়েছে ৷ কোনও হামলা, মারধরের ঘটনা ঘটেনি ৷ যা বলা হচ্ছে তার সঙ্গে বাস্তবের কোনও মিল নেই ৷"

নৈহাটি, 8 সেপ্টেম্বর: মাথাভাঙার পর নৈহাটি ! ফের প্রতিবাদীদের মিছিলে হামলার অভিযোগ উঠল ৷ এই ঘটনায় শাসকদলকে কাঠগড়ায় দাঁড় করাল জনতা ৷ রবিবার সন্ধ্যায় হামলায় এক প্রতিবাদী আক্রান্ত হয়েছেন বলে সূত্রের খবর ৷ ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে নৈহাটির রামকৃষ্ণ মোড়ে ৷

আরজি করের নির্যাতিতার বিচারের দাবিতে মিছিলে গণ্ডগোল (ইটিভি ভারত)

অভিযোগ, পুলিশের সামনেই প্রতিবাদীদের উপর হামলা চালান তৃণমূলের সদস্যরা ৷ যদিও হামলার অভিযোগ উড়িয়ে দু'টি মিছিল এক জায়গায় চলে আসায় বিশৃঙ্খলা সৃষ্টি হয় বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস ৷ যদিও পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ এদিকে তৃণমূল পালটা নাম না-করে সিপিএমের দিকে হামলার অভিযোগ তুলেছে ৷ এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে ৷

আরজি করের নির্যাতিতার ধর্ষণ ও খুনের ঘটনায় সুবিচারের দাবিতে চিকিৎসক সংগঠনের আন্দোলনে এদিনও উত্তাল গোটা রাজ‍্য ৷ নাগরিক সমাজও এই আন্দোলনে স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছে । তাঁরাও তাঁদের মতো করে প্রতিবাদ আন্দোলন সংগঠিত করে গর্জে উঠেছেন বিচার চেয়ে ৷ সেরকমই একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল উত্তর 24 পরগনার নৈহাটিতে ৷

তৃণমূলের যুব নেতা অভিজিৎ চট্টোপাধ্যায় বলেন, "আমরা সবাই এখানকার ছাত্র ৷ আরজি করের বিচারের দাবিতে আমাদের একটা মিছিল ছিল ৷ আজকে নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মীরা আমাদের প্রতিটি মহিলার শ্লীলতাহানি করেছে ৷ সামনে একটা অ্যাম্বুলেন্স যেতে দিচ্ছে না, হামলা করছে ৷ আমাদের প্রাক্তন পরিবহণ মন্ত্রী যিনি ছিলেন, প্রাক্তন বিধায়ক, যাঁর সময়ে প্রতিদিন নৈহাটিতে শ্লীলতাহানির ঘটনা ঘটত ৷"

সেই মিছিলে পা মিলিয়ে ছিলেন স্থানীয় স্কুলের প্রাক্তনীরা ৷ তাঁদের সেই প্রতিবাদ মিছিলে যোগ দিয়েছিলেন বহু সাধারণ মানুষ ৷ সূত্রের খবর, এদিন সন্ধ্যায় নৈহাটির স্বপ্নবিথী পার্কের কাছ থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়ে অরবিন্দ রোড ধরে অতিক্রম করে এগোতে থাকে ঘোষপাড়া পাড়া রোড ধরে ৷ অভিযোগ, প্রাক্তনীদের সেই প্রতিবাদ মিছিল রামকৃষ্ণ মোড়ের কাছে আসতেই তৃণমূলের লোকজন তার উপর হামলা চালায় বলে অভিযোগ ৷

পালটা প্রতিবাদীরাও জোটবদ্ধ হয়ে রুখে দাঁড়ালে দু'পক্ষের মধ্যে হাতাহাতি বেধে যায় ৷ পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে ৷ শেষমেশ পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ৷ উদ্যোক্তাদের দাবি, "মিছিলে ঢুকে মহিলাদের গায়েও হাত দিয়েছে শাসকদলের লোকজন ৷ এমনকী, মাইক্রোফোনের তারও ছিঁড়ে দেওয়া হয়েছে ।" মিছিল বানচাল করতেই পরিকল্পনা করে তৃণমূলের লোকজন এই হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেছেন প্রতিবাদীদের একাংশ ৷

এই ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন স্কুলের প্রাক্তনীরা ৷ রামকৃষ্ণ মোড়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা ৷ নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় এবং স্থানীয় থানার পুলিশ এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয় ৷ যদিও চেয়ারম্যান-পুত্র তথা স্থানীয় তৃণমূল যুব নেতা অভিজিৎ চট্টোপাধ্যায়ের দাবি, "দলীয় কর্মীরা এদিন 'উই ওয়ান্ট জাস্টিস' চেয়ে একটি মিছিলের আয়োজন করেছিল ৷ তখন উলটো দিক থেকে নাগরিক সমাজের একটি মিছিল সামনাসামনি চলে আসে ৷ কে আগে যাবে, এই নিয়ে দু'পক্ষের মধ্যে সামান্য বচসা হয়েছে ৷ কোনও হামলা, মারধরের ঘটনা ঘটেনি ৷ যা বলা হচ্ছে তার সঙ্গে বাস্তবের কোনও মিল নেই ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.