ETV Bharat / state

নবান্ন অভিযান ব্যর্থ হওয়ায় নৈরাজ্য সৃষ্টি করতেই বনধ, তোপ চন্দ্রিমা-ব্রাত্য'র - RG KAR DOCTOR RAPE AND MURDER CASE

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 27, 2024, 7:21 PM IST

Chandrima-Bratya on Bandh: নবান্ন অভিযান ব্যর্থ হওয়ায় রাজ্যে নৈরাজ্য সৃষ্টি করতেই বনধ ডাকা হয়েছে ৷ অভিযোগ, রাজ্যের দুই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও ব্রাত্য বসুর ৷ বিজেপির ডাকা বনধকে ব্যর্থ করতে সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছেন তাঁরা ৷

ETV BHARAT
বনধকে ব্যর্থ করার আবেদন চন্দ্রিমা-ব্রাত্য'র (নিজস্ব চিত্র)

কলকাতা, 27 অগস্ট: বিজেপির ডাকা 12 ঘণ্টা বনধ ব্যর্থ করার ডাক দিলেন রাজ্যের মন্ত্রী তথা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । তাঁর পাশাপাশি রাজ্যের আরেক মন্ত্রী ব্রাত্য বসুর অভিযোগ, নবান্ন অভিযান কর্মসূচি ব্যর্থ হওয়ায় অরাজকতা করতেই এই বনধ ডাকা হয়েছে ৷

মঙ্গলবার ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল । তারপরই আগামিকাল 12 ঘণ্টা বনধের ডাক দিয়েছে বিজেপি । অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের কথায়, এই কর্মসূচি ব্যর্থ হওয়ার পর রাজ্যে অরাজকতা তৈরি করতেই আগামিকাল বনধের ডাক দেওয়া হয়েছে । আর সে কারণেই তিনি এই বনধ ব্যর্থ করার জন্য রাজ্যের মানুষের কাছে আবেদন জানিয়েছেন ।

তিনি প্রশ্ন তুলেছেন কেন এই বনধ ? রাজ্যের সমস্ত কাজকর্মকে স্তব্ধ করে দেওয়ার জন্যই কি এই উদ্যোগ ? তাঁর কথায়, আন্দোলনের নামে অর্থনীতিকে আঘাত হানতেই এই পদক্ষেপ ! তিনি বলেন, সাধারণ মানুষ বুঝতে পেরেছেন যে, এরাজ্যে বনধ অচল । তাই তাঁরা এই রাজনীতিকে সমর্থন করবেন না ।

এদিন চন্দ্রিমা ভট্টাচার্যের পাশাপাশি সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের অপর তিন মন্ত্রী ব্রাত্য বসু, অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেন । ব্রাত্য বসুর কথায়, "বিজেপি আমাদের রাজ্যে নৈরাজ্য সৃষ্টি করতে চাইছে । আর সেই জায়গা থেকেই এই কর্মসূচি নেওয়া হয়েছে ।" তাঁর দাবি, এই মুহূর্তে বিভিন্ন স্কুলে পরীক্ষা চলছে । আজ ইউজিসি নেট ছিল । এদিন ছাত্র সমাজের কর্মসূচিতে প্রচুর ছাত্রছাত্রীকে অসুবিধার মধ্যে পড়তে হয়েছে । আগামিকালও পরীক্ষা রয়েছে । ইউজিসি নেটও তো থাকবে । আর সেই কারণে ছাত্রছাত্রীদের অসুবিধার কথা ভেবে এই কর্মসূচি বিবেচনা করা উচিত ৷

প্রসঙ্গত, আজ ছাত্রসমাজের যে নবান্ন অভিযান ছিল, তাতে পুলিশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন রাজ্যের এই দুই মন্ত্রী । চন্দ্রিমা ভট্টাচার্যের কথায়, শান্তিপূর্ণ কর্মসূচি নামে আজ যেভাবে পুলিশকে মারা হল, যেভাবে অশান্তি তৈরি করার চেষ্টা করা হল, পুলিশ রক্তাক্ত হল, তারপরেও পুলিশ যেভাবে সংযম দেখিয়েছে তা তারিফযোগ্য ।

অন্যদিকে ব্রাত্য বসু বলেন, "আমরা ভেবেছিলাম আজকে কোনও একটা মিছিল হয়তো সিজিও কমপ্লেক্সের দিকে যাবে । কারণ আমরা এখন অধীর আগ্রহে সিবিআইয়ের দিকে তাকিয়ে আছি । আমরা আশা করছি, এই তদন্তটা রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার উদ্ধারের মতো হবে না । আমরা যখন সবাই সিবিআইয়ের দিকে তাকিয়ে, তখন মৃতদেহের সন্ধানে নবান্ন অভিযান করা হল ।"

তাঁর মতে, এই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল নৈরাজ্য সৃষ্টি করা । আর নৈরাজ্যের সৃষ্টি করতেই এই বনধ রাখা হয়েছে ।

কলকাতা, 27 অগস্ট: বিজেপির ডাকা 12 ঘণ্টা বনধ ব্যর্থ করার ডাক দিলেন রাজ্যের মন্ত্রী তথা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । তাঁর পাশাপাশি রাজ্যের আরেক মন্ত্রী ব্রাত্য বসুর অভিযোগ, নবান্ন অভিযান কর্মসূচি ব্যর্থ হওয়ায় অরাজকতা করতেই এই বনধ ডাকা হয়েছে ৷

মঙ্গলবার ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল । তারপরই আগামিকাল 12 ঘণ্টা বনধের ডাক দিয়েছে বিজেপি । অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের কথায়, এই কর্মসূচি ব্যর্থ হওয়ার পর রাজ্যে অরাজকতা তৈরি করতেই আগামিকাল বনধের ডাক দেওয়া হয়েছে । আর সে কারণেই তিনি এই বনধ ব্যর্থ করার জন্য রাজ্যের মানুষের কাছে আবেদন জানিয়েছেন ।

তিনি প্রশ্ন তুলেছেন কেন এই বনধ ? রাজ্যের সমস্ত কাজকর্মকে স্তব্ধ করে দেওয়ার জন্যই কি এই উদ্যোগ ? তাঁর কথায়, আন্দোলনের নামে অর্থনীতিকে আঘাত হানতেই এই পদক্ষেপ ! তিনি বলেন, সাধারণ মানুষ বুঝতে পেরেছেন যে, এরাজ্যে বনধ অচল । তাই তাঁরা এই রাজনীতিকে সমর্থন করবেন না ।

এদিন চন্দ্রিমা ভট্টাচার্যের পাশাপাশি সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের অপর তিন মন্ত্রী ব্রাত্য বসু, অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেন । ব্রাত্য বসুর কথায়, "বিজেপি আমাদের রাজ্যে নৈরাজ্য সৃষ্টি করতে চাইছে । আর সেই জায়গা থেকেই এই কর্মসূচি নেওয়া হয়েছে ।" তাঁর দাবি, এই মুহূর্তে বিভিন্ন স্কুলে পরীক্ষা চলছে । আজ ইউজিসি নেট ছিল । এদিন ছাত্র সমাজের কর্মসূচিতে প্রচুর ছাত্রছাত্রীকে অসুবিধার মধ্যে পড়তে হয়েছে । আগামিকালও পরীক্ষা রয়েছে । ইউজিসি নেটও তো থাকবে । আর সেই কারণে ছাত্রছাত্রীদের অসুবিধার কথা ভেবে এই কর্মসূচি বিবেচনা করা উচিত ৷

প্রসঙ্গত, আজ ছাত্রসমাজের যে নবান্ন অভিযান ছিল, তাতে পুলিশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন রাজ্যের এই দুই মন্ত্রী । চন্দ্রিমা ভট্টাচার্যের কথায়, শান্তিপূর্ণ কর্মসূচি নামে আজ যেভাবে পুলিশকে মারা হল, যেভাবে অশান্তি তৈরি করার চেষ্টা করা হল, পুলিশ রক্তাক্ত হল, তারপরেও পুলিশ যেভাবে সংযম দেখিয়েছে তা তারিফযোগ্য ।

অন্যদিকে ব্রাত্য বসু বলেন, "আমরা ভেবেছিলাম আজকে কোনও একটা মিছিল হয়তো সিজিও কমপ্লেক্সের দিকে যাবে । কারণ আমরা এখন অধীর আগ্রহে সিবিআইয়ের দিকে তাকিয়ে আছি । আমরা আশা করছি, এই তদন্তটা রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার উদ্ধারের মতো হবে না । আমরা যখন সবাই সিবিআইয়ের দিকে তাকিয়ে, তখন মৃতদেহের সন্ধানে নবান্ন অভিযান করা হল ।"

তাঁর মতে, এই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল নৈরাজ্য সৃষ্টি করা । আর নৈরাজ্যের সৃষ্টি করতেই এই বনধ রাখা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.