কলকাতা, 12 ফেব্রুয়ারি: উত্তর দিনাজপুরের চোপড়ায় শিশু মৃত্যুর ঘটনায় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কাঠগড়ায় তুলল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। সন্দেশখালির মতো চোপড়ায় রাজ্যপাল সিভি আনন্দ বোসকে যাওয়ার জন্য অনুরোধ জানালেন মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় তৃণমূল ভবনের সাংবাদিক সম্মেলন করেন রাজ্যের দুই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং বীরবাহা হাঁসদা। সেখানেই এই নিয়ে রাজ্যপালকে উত্তর দিনাজপুর যাওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক প্রধান ৷ তিনি সন্দেশখালি গিয়েছেন যেতেই পারেন। রাজ্যটার নাম বাংলা। রাজ্যের কোথাও যেতে রাজ্যপালকে বাধা দেওয়া হয় না। অতএব তিনি সন্দেশখালি যেমন গিয়েছেন একইভাবে তিনি কি উত্তর দিনাজপুরের এই জায়গায় যাবেন?" চন্দ্রিমা ভট্টাচার্য অভিযোগ করেছেন, উত্তর দিনাজপুরের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী চেতন গাছ এলাকায় বিএসএফের ড্রেন তৈরির কাজ করার সময় মাটি চাপা পড়ে মৃত্যু হয় চার শিশুর। এই বিষয়ে চন্দ্রিমা প্রশ্ন তোলেন, রাজ্যপাল কীভাবে এই চারটি শিশুর মৃত্যুর ঘটনা ঘটল, তা কী তদন্তের নির্দেশ দেবেন?
তৃণমূল কংগ্রেস জানিয়েছে এই ঘটনাকে সামনে রেখে মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ সংগঠিত হবে। চন্দ্রিমা ভট্টাচার্য এদিন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির সন্দেশখালি নিয়ে মন্তব্যের জবাবে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি কেন্দ্রীয় মন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন তুলে বলেন, "কী করতে চান আপনারা? বাংলায় আরও একবার কি দাঙ্গা লাগাতে চান? বাংলার মানুষের মধ্যে ধর্মের নামে বিভেদ তৈরি করাই কি আপনাদের বড় উদ্দেশ্য। কেন এক ধর্মের মানুষের দিকে আঙুল তুলে অন্য ধর্মের মানুষদের অন্যায় ভাবে নির্যাতনের কথা বলছেন।" চন্দ্রিমা ভট্টাচার্যের অভিযোগ, বিভাজন তৈরি করা ছাড়া কেন্দ্রীয় মন্ত্রীর উদ্দেশ্য আর কিছু নয়।
আরও পড়ুন:
1. 'সন্দেশখালিতে মহিলাদের তুলে নিয়ে যেত তৃণমূলের গুন্ডারা', অভিযোগ স্মৃতি ইরানির
2. সন্দেশখালি ইস্যুতে উত্তপ্ত বিধানসভা, শুভেন্দু-সহ 6 বিজেপি বিধায়ক সাসপেন্ড
3. মমতার তৈরি করা ভস্মাসুরই তাঁকে জ্বালিয়ে গিলে খাবে, সন্দেশখালি নিয়ে কটাক্ষ দিলীপের