ETV Bharat / state

আজ আসছেন রাজ্যপাল, সোমে চোপড়ায় মৃত শিশুর পরিবারের সঙ্গে কথা বললেন চন্দ্রিমা - চোপড়ায় শিশুমৃত্যু

Chandrima Bhattacharya at Chopra: মুখ্যমন্ত্রীর নির্দেশে সোমবার চোপড়া আসেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৷ কথা বললেন মৃত 4 শিশুর পরিবারে সঙ্গেও ৷ মঙ্গলবার রাজ্যপাল ঘটনাস্থল পরিদর্শন করে কী বলেন সেই দিকেই তাকিয়ে তৃণমূল ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 20, 2024, 8:19 AM IST

Updated : Feb 20, 2024, 8:54 AM IST

চোপড়ায় শিশু মৃত্যুর ঘটনাস্থলে চন্দ্রিমা ভট্টাচার্য

চোপড়া, 20 ফেব্রুয়ারি: আজ আসছেন রাজ্যপাল ৷ তার আগে চোপড়ায় মাটি ধসে মৃত চার শিশুর মৃত্যুর ঘটনা খতিয়ে দেখতে সোমবার চেতনাগছ গ্রামে আসেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । মুখ্যমন্ত্রীর নির্দেশে এদিন চোপড়ায় মৃত চার শিশুর পরিবারের সঙ্গে দেখা করেন তিনি । তাঁর সঙ্গে ছিলেন মন্ত্রী গোলাম রব্বানি, বিধায়ক হামিদুল রহমান ও জেলা নেতৃত্ব ।

এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে চন্দ্রিমা ভট্টাচার্যও বিএসএফ-এর দায়িত্বজ্ঞানহীনতার বিরুদ্ধে সুর চড়ান । মৃত এক শিশুর মা জারিফা খাতুন বলেন, "এই কাজ যারা করেছে মন্ত্রীর কাছে তাদের শাস্তির দাবি জানিয়েছি ৷" অন্য এক মৃত শিশুর বাবা সমীর মিশ্রা জানান, যিনি এসেছিলেন তিনি আমাদের পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি বিচারের ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন । চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "এটা মর্মান্তিক নয়, এটা পৈশাচিক ঘটনা ৷ আমাদের অনুরোধ ছিল যাতে এখানে রাজ্যপাল আসেন । তাই তিনি মঙ্গলবার চোপড়া আসছেন । দেখি রাজ্যপাল মৃত শিশুদের পরিবার ও গ্রামবাসীদের সঙ্গে কথা বলে কী বলেন ৷"

উল্লেখ্য, গত সোমবার 12 ফেব্রুয়ারি চেতনাগছ গ্রামে সীমান্ত এলাকায় নিকাশিনালার খননকার্য চলাকালীন মাটি ধসে চাপা পড়ে মৃত্যু হয় চার শিশুর । তবে ওই এলাকায় কার অনুমতিতে নিকাশিনালা খোঁড়া হচ্ছিল তা নিয়ে ছড়িয়েছে ধোঁয়াশা । এই নিয়ে ইতিমধ্যেই বিএসএফ-এর বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল নেতৃত্ব । দুর্ঘটনার পর বিএসএফ-এর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনে বিধানসভায় তাদের শাস্তির দাবিতে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । চোপড়ায় বিএসএফ-এর শাস্তির দাবিতে অবস্থানে বসেছিলেন এলাকার বিধায়ক, রাজ্যের মন্ত্রী থেকে তৃণমূল কংগ্রেসের জেলা শীর্ষ নেতৃত্ব । ঘটনাস্থল পরিদর্শনে আসেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি দল । তাঁরা বিএসএফ আধিকারিকের সঙ্গে বৈঠকও করেন । তাঁরাও বিএসএফের ঔদ্ধত্য নিয়ে অভিযোগ এনেছিলেন ।

পাশাপাশি এই ঘটনায় ইতিমধ্যে কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারকে গ্রেফতার করে পুলিশ । তৃণমূলের 12 জনের প্রতিনিধিদল রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাত্‍ করে চোপড়ায় ঘটনাস্থল পরিদর্শনের অনুরোধ জানিয়েছেন । সেইমতো আজ মঙ্গলবার চোপড়ায় ঘটনাস্থলে আসছেন রাজ্যপাল ।

আরও পড়ুন :

  1. নিকাশিনালা কাটার কাজ দেখতে গিয়ে মাটি ধসে 4 শিশুর মৃত্যু, চাঞ্চল্য চোপড়ায়
  2. সন্দেশখালির পালটা চোপড়া-শিশু মৃত্যুর ঘটনায় বিএসএফের শাস্তি দাবি মমতার
  3. চোপড়া-সন্দেশখালি কাণ্ডের নিরপেক্ষ তদন্তের দাবি, রাজ্যপাল আশ্বাস দিয়েছেন; দাবি তৃণমূলের

চোপড়ায় শিশু মৃত্যুর ঘটনাস্থলে চন্দ্রিমা ভট্টাচার্য

চোপড়া, 20 ফেব্রুয়ারি: আজ আসছেন রাজ্যপাল ৷ তার আগে চোপড়ায় মাটি ধসে মৃত চার শিশুর মৃত্যুর ঘটনা খতিয়ে দেখতে সোমবার চেতনাগছ গ্রামে আসেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । মুখ্যমন্ত্রীর নির্দেশে এদিন চোপড়ায় মৃত চার শিশুর পরিবারের সঙ্গে দেখা করেন তিনি । তাঁর সঙ্গে ছিলেন মন্ত্রী গোলাম রব্বানি, বিধায়ক হামিদুল রহমান ও জেলা নেতৃত্ব ।

এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে চন্দ্রিমা ভট্টাচার্যও বিএসএফ-এর দায়িত্বজ্ঞানহীনতার বিরুদ্ধে সুর চড়ান । মৃত এক শিশুর মা জারিফা খাতুন বলেন, "এই কাজ যারা করেছে মন্ত্রীর কাছে তাদের শাস্তির দাবি জানিয়েছি ৷" অন্য এক মৃত শিশুর বাবা সমীর মিশ্রা জানান, যিনি এসেছিলেন তিনি আমাদের পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি বিচারের ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন । চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "এটা মর্মান্তিক নয়, এটা পৈশাচিক ঘটনা ৷ আমাদের অনুরোধ ছিল যাতে এখানে রাজ্যপাল আসেন । তাই তিনি মঙ্গলবার চোপড়া আসছেন । দেখি রাজ্যপাল মৃত শিশুদের পরিবার ও গ্রামবাসীদের সঙ্গে কথা বলে কী বলেন ৷"

উল্লেখ্য, গত সোমবার 12 ফেব্রুয়ারি চেতনাগছ গ্রামে সীমান্ত এলাকায় নিকাশিনালার খননকার্য চলাকালীন মাটি ধসে চাপা পড়ে মৃত্যু হয় চার শিশুর । তবে ওই এলাকায় কার অনুমতিতে নিকাশিনালা খোঁড়া হচ্ছিল তা নিয়ে ছড়িয়েছে ধোঁয়াশা । এই নিয়ে ইতিমধ্যেই বিএসএফ-এর বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল নেতৃত্ব । দুর্ঘটনার পর বিএসএফ-এর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনে বিধানসভায় তাদের শাস্তির দাবিতে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । চোপড়ায় বিএসএফ-এর শাস্তির দাবিতে অবস্থানে বসেছিলেন এলাকার বিধায়ক, রাজ্যের মন্ত্রী থেকে তৃণমূল কংগ্রেসের জেলা শীর্ষ নেতৃত্ব । ঘটনাস্থল পরিদর্শনে আসেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি দল । তাঁরা বিএসএফ আধিকারিকের সঙ্গে বৈঠকও করেন । তাঁরাও বিএসএফের ঔদ্ধত্য নিয়ে অভিযোগ এনেছিলেন ।

পাশাপাশি এই ঘটনায় ইতিমধ্যে কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারকে গ্রেফতার করে পুলিশ । তৃণমূলের 12 জনের প্রতিনিধিদল রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাত্‍ করে চোপড়ায় ঘটনাস্থল পরিদর্শনের অনুরোধ জানিয়েছেন । সেইমতো আজ মঙ্গলবার চোপড়ায় ঘটনাস্থলে আসছেন রাজ্যপাল ।

আরও পড়ুন :

  1. নিকাশিনালা কাটার কাজ দেখতে গিয়ে মাটি ধসে 4 শিশুর মৃত্যু, চাঞ্চল্য চোপড়ায়
  2. সন্দেশখালির পালটা চোপড়া-শিশু মৃত্যুর ঘটনায় বিএসএফের শাস্তি দাবি মমতার
  3. চোপড়া-সন্দেশখালি কাণ্ডের নিরপেক্ষ তদন্তের দাবি, রাজ্যপাল আশ্বাস দিয়েছেন; দাবি তৃণমূলের
Last Updated : Feb 20, 2024, 8:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.