ETV Bharat / state

'রায়কে চ্যালেঞ্জ করছি', চাকরি বাতিল হওয়া 26 হাজার শিক্ষকের পাশে মমতা - Mamata Challenges HC Order

Mamata Challenges HC Order: হাইকোর্টের রায়ে চাকরি বাতিল হওয়া 26 হাজার শিক্ষকের পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জানিয়েছেন, হাইকোর্টের আজকের রায়কে চ্যালেঞ্জ করবে সরকার ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 22, 2024, 2:38 PM IST

Updated : Apr 22, 2024, 6:36 PM IST

চাকরি বাতিল হওয়া 26 হাজার শিক্ষকের পাশে মমতা

চাকুলিয়া, 22 এপ্রিল: চাকরি বাতিল নিয়ে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর মতে, এই রায় বেআইনি ৷ সোমবার চাকুলিয়ার সভায় তিনি জানিয়ে দেন যে, এসএসসি দুর্নীতি মামলায় হাইকোর্ট যে রায় দিয়েছে, তাকে চ্যালেঞ্জ করা হবে ৷ চাকরি বাতিল হওয়া শিক্ষকদের উদ্দেশে তাঁর বার্তা, "হতাশ হবেন না ৷ আমরা পাশে আছি ৷ যতদূর লড়ার লড়ব ৷" শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর আশ্বাস, "আরও 10 লক্ষ চাকরি আমার তৈরি হয়ে আছে ৷"

এ দিন চাকুলিয়ার সভার নিজের বক্তব্যের শুরুতেই এসএসসি নিয়োগ দুর্নীতির রায়দান নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তিনি বলেন, "এই অর্ডারটা বেআইনি অর্ডার ৷ এই রায়কে চ্যালেঞ্জ করব ৷ কারণ 26 হাজার চাকরি মানে দেড়-দুই লক্ষ মানুষের পরিবার ৷ তাঁদের সুদ-সহ টাকা ফেরত দিতে বেতন চার সপ্তাহের মধ্যে ফেরত দিতে বলছে ৷ এটা সম্ভব ?"

এ প্রসঙ্গে বিচারপতিদের উদ্দেশে মমতার প্রশ্ন, "আপনারা তো এত বছর চাকরি করেন, আপনারা পারবেন এত দিনের সব বেতনের টাকা ফেরত দিতে ? আপনারা তো সরকারি টাকায় চলেন, সরকারি গাড়িতে চড়েন ৷ সরকারি নিরাপত্তায় চলেন ৷ মানুষ আপনাদের সম্মান করে ৷ আমরা আপনাদের সম্মান করি ৷ আপনারা পারবেন টাকা ফেরত দিতে ? দিন দিন বেকারের সংখ্যা বাড়ছে ৷ আমরা যাঁদের চাকরি দিচ্ছি, আপনারা আইনের খোঁচায়...৷ বিচারককে বলছি না ৷ অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার ৷ আমরা এই নিয়ে উচ্চ আদালতে যাব ৷ চিন্তা করবেন না শিক্ষক-শিক্ষিকারা ৷ যখন বিপদে পড়বেন, আর কেউ না থাকলেও আমি আছি ৷"

এসএসসি দুর্নীতি মামলার রায়ের বিরোধিতা করতে গিয়ে এ দিন ফের নাম না-করে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে আনেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, "একজনকে দেখলেন না, বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে গেল ৷ তাঁর অর্ডার ছিল এটা ৷ সুপ্রিম কোর্ট এটাকে সাইড করে দিয়েছিল ৷ বলেছিল, নতুন ডিভিশন বেঞ্চ নিয়ে আলোচনা হোক ৷ আরে কাকে নিয়ে করবেন ডিভিশন বেঞ্চ ৷ বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে ৷ রবীন্দ্রনাথ অনেকদিন আগে বলে গিয়েছিলেন ৷ আমি বিচারকদের বলছি না ৷ রায় নিয়ে আমি বলতে পারি ৷ এটা আমার অধিকার ৷"

আরও পড়ুন:

  1. বিজেপির বিচারালয়, ওদের লোকদেরই বিচারবিভাগে বসাচ্ছে কেন্দ্র: মমতা
  2. 25,753 জনের নিয়োগ বাতিল, হাইকোর্টের রায়ে অখুশি এসএসসি যাচ্ছে শীর্ষ আদালতে
  3. এসএসসি নিয়োগ বাতিলের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের যাচ্ছে কমিশন

চাকরি বাতিল হওয়া 26 হাজার শিক্ষকের পাশে মমতা

চাকুলিয়া, 22 এপ্রিল: চাকরি বাতিল নিয়ে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর মতে, এই রায় বেআইনি ৷ সোমবার চাকুলিয়ার সভায় তিনি জানিয়ে দেন যে, এসএসসি দুর্নীতি মামলায় হাইকোর্ট যে রায় দিয়েছে, তাকে চ্যালেঞ্জ করা হবে ৷ চাকরি বাতিল হওয়া শিক্ষকদের উদ্দেশে তাঁর বার্তা, "হতাশ হবেন না ৷ আমরা পাশে আছি ৷ যতদূর লড়ার লড়ব ৷" শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর আশ্বাস, "আরও 10 লক্ষ চাকরি আমার তৈরি হয়ে আছে ৷"

এ দিন চাকুলিয়ার সভার নিজের বক্তব্যের শুরুতেই এসএসসি নিয়োগ দুর্নীতির রায়দান নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তিনি বলেন, "এই অর্ডারটা বেআইনি অর্ডার ৷ এই রায়কে চ্যালেঞ্জ করব ৷ কারণ 26 হাজার চাকরি মানে দেড়-দুই লক্ষ মানুষের পরিবার ৷ তাঁদের সুদ-সহ টাকা ফেরত দিতে বেতন চার সপ্তাহের মধ্যে ফেরত দিতে বলছে ৷ এটা সম্ভব ?"

এ প্রসঙ্গে বিচারপতিদের উদ্দেশে মমতার প্রশ্ন, "আপনারা তো এত বছর চাকরি করেন, আপনারা পারবেন এত দিনের সব বেতনের টাকা ফেরত দিতে ? আপনারা তো সরকারি টাকায় চলেন, সরকারি গাড়িতে চড়েন ৷ সরকারি নিরাপত্তায় চলেন ৷ মানুষ আপনাদের সম্মান করে ৷ আমরা আপনাদের সম্মান করি ৷ আপনারা পারবেন টাকা ফেরত দিতে ? দিন দিন বেকারের সংখ্যা বাড়ছে ৷ আমরা যাঁদের চাকরি দিচ্ছি, আপনারা আইনের খোঁচায়...৷ বিচারককে বলছি না ৷ অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার ৷ আমরা এই নিয়ে উচ্চ আদালতে যাব ৷ চিন্তা করবেন না শিক্ষক-শিক্ষিকারা ৷ যখন বিপদে পড়বেন, আর কেউ না থাকলেও আমি আছি ৷"

এসএসসি দুর্নীতি মামলার রায়ের বিরোধিতা করতে গিয়ে এ দিন ফের নাম না-করে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে আনেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, "একজনকে দেখলেন না, বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে গেল ৷ তাঁর অর্ডার ছিল এটা ৷ সুপ্রিম কোর্ট এটাকে সাইড করে দিয়েছিল ৷ বলেছিল, নতুন ডিভিশন বেঞ্চ নিয়ে আলোচনা হোক ৷ আরে কাকে নিয়ে করবেন ডিভিশন বেঞ্চ ৷ বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে ৷ রবীন্দ্রনাথ অনেকদিন আগে বলে গিয়েছিলেন ৷ আমি বিচারকদের বলছি না ৷ রায় নিয়ে আমি বলতে পারি ৷ এটা আমার অধিকার ৷"

আরও পড়ুন:

  1. বিজেপির বিচারালয়, ওদের লোকদেরই বিচারবিভাগে বসাচ্ছে কেন্দ্র: মমতা
  2. 25,753 জনের নিয়োগ বাতিল, হাইকোর্টের রায়ে অখুশি এসএসসি যাচ্ছে শীর্ষ আদালতে
  3. এসএসসি নিয়োগ বাতিলের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের যাচ্ছে কমিশন
Last Updated : Apr 22, 2024, 6:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.