চাকুলিয়া, 22 এপ্রিল: চাকরি বাতিল নিয়ে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর মতে, এই রায় বেআইনি ৷ সোমবার চাকুলিয়ার সভায় তিনি জানিয়ে দেন যে, এসএসসি দুর্নীতি মামলায় হাইকোর্ট যে রায় দিয়েছে, তাকে চ্যালেঞ্জ করা হবে ৷ চাকরি বাতিল হওয়া শিক্ষকদের উদ্দেশে তাঁর বার্তা, "হতাশ হবেন না ৷ আমরা পাশে আছি ৷ যতদূর লড়ার লড়ব ৷" শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর আশ্বাস, "আরও 10 লক্ষ চাকরি আমার তৈরি হয়ে আছে ৷"
এ দিন চাকুলিয়ার সভার নিজের বক্তব্যের শুরুতেই এসএসসি নিয়োগ দুর্নীতির রায়দান নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তিনি বলেন, "এই অর্ডারটা বেআইনি অর্ডার ৷ এই রায়কে চ্যালেঞ্জ করব ৷ কারণ 26 হাজার চাকরি মানে দেড়-দুই লক্ষ মানুষের পরিবার ৷ তাঁদের সুদ-সহ টাকা ফেরত দিতে বেতন চার সপ্তাহের মধ্যে ফেরত দিতে বলছে ৷ এটা সম্ভব ?"
এ প্রসঙ্গে বিচারপতিদের উদ্দেশে মমতার প্রশ্ন, "আপনারা তো এত বছর চাকরি করেন, আপনারা পারবেন এত দিনের সব বেতনের টাকা ফেরত দিতে ? আপনারা তো সরকারি টাকায় চলেন, সরকারি গাড়িতে চড়েন ৷ সরকারি নিরাপত্তায় চলেন ৷ মানুষ আপনাদের সম্মান করে ৷ আমরা আপনাদের সম্মান করি ৷ আপনারা পারবেন টাকা ফেরত দিতে ? দিন দিন বেকারের সংখ্যা বাড়ছে ৷ আমরা যাঁদের চাকরি দিচ্ছি, আপনারা আইনের খোঁচায়...৷ বিচারককে বলছি না ৷ অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার ৷ আমরা এই নিয়ে উচ্চ আদালতে যাব ৷ চিন্তা করবেন না শিক্ষক-শিক্ষিকারা ৷ যখন বিপদে পড়বেন, আর কেউ না থাকলেও আমি আছি ৷"
এসএসসি দুর্নীতি মামলার রায়ের বিরোধিতা করতে গিয়ে এ দিন ফের নাম না-করে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে আনেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, "একজনকে দেখলেন না, বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে গেল ৷ তাঁর অর্ডার ছিল এটা ৷ সুপ্রিম কোর্ট এটাকে সাইড করে দিয়েছিল ৷ বলেছিল, নতুন ডিভিশন বেঞ্চ নিয়ে আলোচনা হোক ৷ আরে কাকে নিয়ে করবেন ডিভিশন বেঞ্চ ৷ বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে ৷ রবীন্দ্রনাথ অনেকদিন আগে বলে গিয়েছিলেন ৷ আমি বিচারকদের বলছি না ৷ রায় নিয়ে আমি বলতে পারি ৷ এটা আমার অধিকার ৷"
আরও পড়ুন: