কলকাতা, 3 এপ্রিল: চারজন বিজেপি নেতার নিরাপত্তার মেয়াদ বৃদ্ধি করল কেন্দ্র সরকার ৷ যার মধ্যে রয়েছেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ব্যারাকপুরের প্রার্থী অর্জুন সিং, বিজেপির জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ বর্মন এবং কোচবিহার জেলার কার্যনির্বাহী সদস্য তাপস দাস ৷
27 মার্চ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে 'ওয়াই প্লাস' ক্যাটেগরিতে নিরাপত্তা দেওয়া হয় ৷ অর্জুন সিংকে দেওয়া হয় 'জেড' ক্যাটাগরি নিরাপত্তা ৷ সাধারণত দেশের মন্ত্রীরা জেড ক্যাটেগরির নিরাপত্তা পেয়ে থাকেন ৷ এরপর 29 মার্চ অভিজিৎ বর্মন এবং তাপস দাসকে 'এক্স' ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয় । এর আগে দুই বিজেপি নেতাই বিভিন্ন সময় হুমকি পেয়েছিলেন ৷ তারপরেই তাঁদের নিরাপত্তা দেয় কেন্দ্র ৷ উচ্চতর নিরাপত্তা উদ্বেগের প্রতিক্রিয়া হিসাবে, স্বরাষ্ট্রমন্ত্রক (MHA) ভারতজুড়ে সাতটি ধাপে 19 এপ্রিল থেকে শুরু হওয়া লোকসভা নির্বাচনের আগে চার বিজেপি নেতাকে নিরাপত্তা দিয়েছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ)।
সরকারি সূত্র জানিয়েছে, ক্রমাগত হুমকি এবং তা নিয়ে উদ্বেগের জন্যই এই সব রাজনৈতিক ব্যক্তিত্বদের নিরাপত্তা দেওয়া হয়েছে ৷ এই ব্যবস্থার লক্ষ্য রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ব্যক্তিদের সুরক্ষা নিশ্চিত করা । সুনির্দিষ্ট নিরাপত্তা বিভাগ নির্ধারণের সিদ্ধান্ত প্রায়শই বিভিন্ন কারণের উপর ভিত্তি করে হয় ৷ যার মধ্যে রয়েছে হুমকি এবং পাবলিক অ্যাফেয়ার্সে ব্যক্তির ভূমিকার গুরুত্ব-সহ অনেক কিছু । আজকের অস্থির পরিবেশে স্থিতিশীলতা বজায় রাখা এবং রাজনৈতিক নেতাদের রক্ষার জন্য এই ধরনের নিরাপত্তা ব্যবস্থা অবিচ্ছেদ্য ।
আরও পড়ুন :
- মমতার মৃত্যু কামনার অভিযোগ, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনে তৃণমূল
- 'অভিজিৎ তুমি তো লোভী', পোস্টারের মাঝেই শুভেন্দু গড়ে প্রাক্তন বিচারপতি
- অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে 2 লক্ষের বেশি ভোটে হারানোর 'শপথ' বিজেপি নেতার, দেখুন ভিডিয়ো