ETV Bharat / state

2019 থেকে কী কাজ হয়েছে মনরেগা ও আবাস যোজনায় ? দেখতে গ্রামে ঘুরছে কেন্দ্রীয় দল - Review of MGNREGA and Awas Yojana - REVIEW OF MGNREGA AND AWAS YOJANA

Review of MGNREGA and Awas Yojana: প্রধানমন্ত্রী আবাস যোজনা, মনরেগা-সহ অন্যান্য কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা উপভোক্তারা পাচ্ছেন কি না, এবার তা খতিয়ে দেখছে কেন্দ্র ৷ তার জন্য জলপাইগুড়ির চারটি ব্লকের গ্রাম পঞ্চায়েতগুলিতে পরিদর্শন শুরু করেছেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা ৷

Review of MGNREGA and Awas Yojana
মনরেগা ও আবাস যোজনার কাজ খতিয়ে দেখতে জলপাইড়িতে কেন্দ্রীয় প্রতিনিধি দল ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 29, 2024, 2:24 PM IST

জলপাইগুড়ি, 29 সেপ্টেম্বর: জলপাইগুড়ি জেলার গ্রাম পঞ্চায়েতগুলি পরিদর্শন করছে কেন্দ্রীয় প্রতিনিধি দল ৷ 2019 সাল থেকে 5 বছরে 100 দিনের কাজ ও প্রধানমন্ত্রী আবাস যোজনার তথ্য খতিয়ে দেখতে গ্রাম পঞ্চায়েতগুলিতে ঘুরছেন প্রতিনিধি দলের সদস্যরা ৷ বিজয় কুমার এবং উমেশ সিং নামে দু’জন এই কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্য ৷ তাঁরা মোট 10টি গ্রাম পঞ্চায়েত পরিদর্শন করবেন বলে জানিয়েছেন ৷ সেই মতো জেলা প্রশাসনকে সেই পঞ্চায়েতগুলির নামের তালিকাও দিয়ে দেওয়া হয়েছে ৷

জলপাইগুড়ি জেলার সদর ব্লকের মণ্ডলঘাট গ্রাম পঞ্চায়েত, বাহাদুর গ্রাম পঞ্চায়েতে পরিদর্শন করেন দুই সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল ৷ বাহাদুর গ্রাম পঞ্চায়েতে প্রধানমন্ত্রী আবাস যোজনা ও মনরেগার কাজ-সহ কেন্দ্রীয় নানা প্রকল্পের কাজ কত দূর হয়েছে, প্রকল্পের সুবিধা কতজন পেয়েছেন, তা খতিয়ে দেখেন তাঁরা ৷ জলপাইগুড়ি জেলার মোট চারটি ব্লকে যাবে কেন্দ্রীয় প্রতিনিধি দল ৷ ধূপগুড়ি, জলপাইগুড়ি, মালবাজার এবং ক্রান্তি ব্লকে যাবেন তাঁরা ৷ কোন ব্লকের, কোন গ্রাম পঞ্চায়েত পরিদর্শন করবেন কেন্দ্রীয় প্রতিনিধিরা, তা আগের রাতে জেলা প্রশাসনকে জানানো হবে ৷

মনরেগা ও আবাস যোজনার কাজ খতিয়ে দেখতে জলপাইড়িতে কেন্দ্রীয় প্রতিনিধি দল ৷ (ইটিভি ভারত)

কেন্দ্রীয় প্রতিনিধি দল প্রধানমন্ত্রী আবাস যোজনা ও 100 দিনের কাজের সুবিধা কতজন উপভোক্তা পেয়েছেন, তা দেখছে ৷ সঙ্গে উপভোক্তাদের নাম ও ঠিকানা যাচাই করছে তারা ৷ এর জন্য প্রতিটি গ্রামে ঘুরছেন প্রতিনিধি দলের দুই সদস্য ৷ উপভোক্তাদের সঙ্গে কথাও বলেছেন তাঁরা ৷ গ্রামবাসীরা কেন্দ্রের সরকারি প্রকল্পের ঘর পেয়েছেন কি না, পানীয় জল পাচ্ছেন কি না, বিধবা ভাতা পাচ্ছেন কি না, সব তথ্য সংগ্রহ করছেন প্রতিনিধি দলের সদস্যরা ৷

কেন্দ্রীয় প্রতিনিধি দলের তরফে জানানো হয়েছে, "জলপাইগুড়ি জেলায় দশটি গ্রাম পঞ্চায়েতে পরিদর্শন করব ৷ আমরা সব গ্রাম পঞ্চায়েতের তথ্য নিচ্ছি ৷ ভারত সরকারের যে সকল প্রকল্প আছে, সরকারি অর্থে যে সব কাজ হয় ৷ সেই সব কাজের তথ্য আমরা নিচ্ছি ৷ 100 দিনের কাজ কেমন হয়েছে, সেটাও যেমন দেখা হচ্ছে ৷ তেমনি আবাস প্রকল্পে কতজন ঘর পেয়েছেন সেটাও খতিয়ে দেখছি ৷ বিগত 2019 সাল থেকে এখন পর্যন্ত পাঁচ বছরের তথ্য আমরা দেখছি ৷ আমাদের কাজ হল গ্রাম পঞ্চায়েতে কাজ ঠিক মতো হয়েছে কি না, তা যাচাই করা ৷

বাহাদুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অমিত দাস বলেন, "আজ কেন্দ্রের দুই সদস্যের প্রতিনিধি দল আমাদের পঞ্চায়েত কার্যালয়ে এসেছেন ৷ তাঁরা 100 দিনের প্রকল্পের কাজ, আবাস যোজনার কাজ কেমন হয়েছে, সমস্ত কিছু খতিয়ে দেখছেন ৷"

জলপাইগুড়ি, 29 সেপ্টেম্বর: জলপাইগুড়ি জেলার গ্রাম পঞ্চায়েতগুলি পরিদর্শন করছে কেন্দ্রীয় প্রতিনিধি দল ৷ 2019 সাল থেকে 5 বছরে 100 দিনের কাজ ও প্রধানমন্ত্রী আবাস যোজনার তথ্য খতিয়ে দেখতে গ্রাম পঞ্চায়েতগুলিতে ঘুরছেন প্রতিনিধি দলের সদস্যরা ৷ বিজয় কুমার এবং উমেশ সিং নামে দু’জন এই কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্য ৷ তাঁরা মোট 10টি গ্রাম পঞ্চায়েত পরিদর্শন করবেন বলে জানিয়েছেন ৷ সেই মতো জেলা প্রশাসনকে সেই পঞ্চায়েতগুলির নামের তালিকাও দিয়ে দেওয়া হয়েছে ৷

জলপাইগুড়ি জেলার সদর ব্লকের মণ্ডলঘাট গ্রাম পঞ্চায়েত, বাহাদুর গ্রাম পঞ্চায়েতে পরিদর্শন করেন দুই সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল ৷ বাহাদুর গ্রাম পঞ্চায়েতে প্রধানমন্ত্রী আবাস যোজনা ও মনরেগার কাজ-সহ কেন্দ্রীয় নানা প্রকল্পের কাজ কত দূর হয়েছে, প্রকল্পের সুবিধা কতজন পেয়েছেন, তা খতিয়ে দেখেন তাঁরা ৷ জলপাইগুড়ি জেলার মোট চারটি ব্লকে যাবে কেন্দ্রীয় প্রতিনিধি দল ৷ ধূপগুড়ি, জলপাইগুড়ি, মালবাজার এবং ক্রান্তি ব্লকে যাবেন তাঁরা ৷ কোন ব্লকের, কোন গ্রাম পঞ্চায়েত পরিদর্শন করবেন কেন্দ্রীয় প্রতিনিধিরা, তা আগের রাতে জেলা প্রশাসনকে জানানো হবে ৷

মনরেগা ও আবাস যোজনার কাজ খতিয়ে দেখতে জলপাইড়িতে কেন্দ্রীয় প্রতিনিধি দল ৷ (ইটিভি ভারত)

কেন্দ্রীয় প্রতিনিধি দল প্রধানমন্ত্রী আবাস যোজনা ও 100 দিনের কাজের সুবিধা কতজন উপভোক্তা পেয়েছেন, তা দেখছে ৷ সঙ্গে উপভোক্তাদের নাম ও ঠিকানা যাচাই করছে তারা ৷ এর জন্য প্রতিটি গ্রামে ঘুরছেন প্রতিনিধি দলের দুই সদস্য ৷ উপভোক্তাদের সঙ্গে কথাও বলেছেন তাঁরা ৷ গ্রামবাসীরা কেন্দ্রের সরকারি প্রকল্পের ঘর পেয়েছেন কি না, পানীয় জল পাচ্ছেন কি না, বিধবা ভাতা পাচ্ছেন কি না, সব তথ্য সংগ্রহ করছেন প্রতিনিধি দলের সদস্যরা ৷

কেন্দ্রীয় প্রতিনিধি দলের তরফে জানানো হয়েছে, "জলপাইগুড়ি জেলায় দশটি গ্রাম পঞ্চায়েতে পরিদর্শন করব ৷ আমরা সব গ্রাম পঞ্চায়েতের তথ্য নিচ্ছি ৷ ভারত সরকারের যে সকল প্রকল্প আছে, সরকারি অর্থে যে সব কাজ হয় ৷ সেই সব কাজের তথ্য আমরা নিচ্ছি ৷ 100 দিনের কাজ কেমন হয়েছে, সেটাও যেমন দেখা হচ্ছে ৷ তেমনি আবাস প্রকল্পে কতজন ঘর পেয়েছেন সেটাও খতিয়ে দেখছি ৷ বিগত 2019 সাল থেকে এখন পর্যন্ত পাঁচ বছরের তথ্য আমরা দেখছি ৷ আমাদের কাজ হল গ্রাম পঞ্চায়েতে কাজ ঠিক মতো হয়েছে কি না, তা যাচাই করা ৷

বাহাদুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অমিত দাস বলেন, "আজ কেন্দ্রের দুই সদস্যের প্রতিনিধি দল আমাদের পঞ্চায়েত কার্যালয়ে এসেছেন ৷ তাঁরা 100 দিনের প্রকল্পের কাজ, আবাস যোজনার কাজ কেমন হয়েছে, সমস্ত কিছু খতিয়ে দেখছেন ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.