কলকাতা, 19 অক্টোবর: আগামী মাসের 13 তারিখে রাজ্যের 6টি বিধানসভা কেন্দ্রে রয়েছে উপনির্বাচন। আর সেই ভোটের জন্য চলতি মাসের শেষেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী ৷ নির্বাচন কমিশন সূত্রে খবর, আসন্ন বিধানসভা উপনির্বাচনে মোট 89 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। তবে পরে পরিস্থিতি অনুযায়ী এই সংখ্যা আরও কিছুটা বাড়তে পারে বলেও জানিয়েছে কমিশন ৷
কমিশন সূত্রে খবর, 89 কোম্পানি মোট বাহিনীর মধ্যে 30 কোম্পানি বিএসএফ, 24 কোম্পানি সিআরপি, 13 কোম্পানি এসএসবি, 12 কোম্পানি সিআইএসএফ এবং 10 কোম্পানি আইটিবিপি মোতায়ন করা হবে। এছাড়া আরও পাঁচ কোম্পানি বাহিনী ইভিএম সুরক্ষা, স্ট্রং রুম নিরাপত্তা এবং কাউন্টিং সেন্টারের জন্য মোতায়ন করা হবে বলে জানা গিয়েছে।
রাজ্যের 6টি বিধানসভায় উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে গিয়েছে। কোচবিহারের সিতাই, মেদিনীপুর, উত্তর 24 পরগনার নৈহাটি ও হাড়োয়া, আলিপুরদুয়ারের মাদারিহাট এবং বাঁকুড়ার তালডাংরায় উপনির্বাচন হবে ৷ এই আসনগুলিতে সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করাতে কমিশনের অন্দরে শুরু হয়ে গিয়েছে তৎপরতা।
চলতি মাসের 25 তারিখের মধ্যে রাজ্যে মোট 89 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছে যাবে বলে খবর। এরপর তারা ছয় কেন্দ্রের বিভিন্ন জায়গায় এরিয়া ডমিনেশন, রুট মার্চ, প্রতিদিনের টহলদারি শুরু করে দেবে বলে খবর ৷ কমিশন সূত্রে খবর, এই ছ'টি কেন্দ্র আরও ভালো করে খতিয়ে দেখা হবে ৷ কোথাও যদি অতিরিক্ত বাহিনী মোতায়েন করার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
জানা গিয়েছে, রাজ্যের ছয় বিধানসভা উপনির্বাচনে গড়ে প্রত্যেক কেন্দ্রের জন্য 20 কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হতে পরে। তবে পরে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জাতীয় নির্বাচন কমিশন। আর সেই হিসেব অনুযায়ী রাজ্যে আসতে পারে শতাধিক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ৷ শনিবার ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে জেলা নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠকও সেরেছে কমিশন। কোথায় কতটা নিরাপত্তার প্রয়োজন, কোথায় কত স্পর্শকাতর বুথ, শেষ নির্বাচনে এই আসনগুলোর কোথায় অশান্তি হয়েছে এবং কোথায় অশান্তির আঁচ করছেন জেলা শাসকরা, এইসব বিষয়গুলি নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে বলে খবর ৷ উপনির্বাচনের ফলাফল ঘোষণা হবে 23 নভেম্বর।