কলকাতা, 3 মার্চ: জেলার পর কলকাতায়ও শুরু হল কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ ৷ রবিবার কসবা, পূর্ব যাদবপুর থানা, পঞ্চসায়র থানা ও সার্ভে পার্ক থানা এলাকায় টহলদারি করেন জওয়ানরা । নির্বাচনের আগে সাধারণ ভোটারদের মনোবল বাড়াতে ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির যাতে কোথাও কোনওভাবে অবনতি না হয় তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ চলছে ।
লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনো পর্যন্ত ঘোষণা হয়নি ৷ তবে তার আগেই 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে গোটা রাজ্য জুড়ে ৷ তার মধ্যে তিন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যে চলে এসেছে শহর কলকাতায় ৷ আজ সকাল থেকেই সার্ভে পার্ক থানার অন্তর্গত কালিকাপুর এলাকায় বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীর টহল দেখা গেল ৷ 9 জনের বর্ডার সিকিউরিটি ফোর্সের একটি টিম গোটা সার্ভে পার্ক এলাকা ঘুরে দেখলেন ।
এবারে ভোটের আগেই বাংলায় পা পড়েছে কেন্দ্রীয় বাহিনীর । শনিবার বাংলার বিভিন্ন জেলা যেমন জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিংয়ের শিলিগুড়িতে পৌঁছন জওয়ানরা । তেমনই দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, বীরভূম, পুরুলিয়া, উত্তর 24 পরগনার বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছেন তাঁরা । আর এবার শনিবার পর রবিবার বাহিনী পৌঁছল কলকাতায় । সকালে কসবার একটি কমিউনিটি হলে দেখা মিলল এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর । এরপর প্রতিটি থানায় নির্দিষ্টভাবে এসে তাঁদের নিয়ে যান এক একটি থানার পুলিশ আধিকারিকেরা এবং প্রতিটি এলাকায় গিয়ে তাঁরা রুট মার্চ করেন ।
দার্জিলিং লোকসভা কেন্দ্রে ইতিমধ্যে 9 কোম্পানি কেন্দ্রীয়বাহিনী এসে পৌঁছছে ৷ আপাতত দার্জিলিং জেলায় 5 কোম্পানি ও কালিম্পং জেলায় 4 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বলে জানা গিয়েছে । দার্জিলিং লোকসভা কেন্দ্রে মোট ভোটার প্রায় 16 লক্ষ 11 হাজার । এদিন শিলিগুড়ি সংলগ্ন জাবরাভিটায় পলিটেকনিক কলেজ হস্টেলে পৌঁছন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ৷ দার্জিলিংয়ের পাশাপাশি জলপাইগুড়ি জেলায় রুটমার্চ শুরু হয়েছে আধা সামরিক বাহিনীর জওয়ানদের ।
আরও পড়ুন: