ETV Bharat / state

আগামী মাসেই রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ; মার্চেই হতে পারে লোকসভার নির্ঘণ্ট প্রকাশ - Lok Sabha Election 2024

Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনের প্রস্তুতিতে আরও এক ধাপ এগোল জাতীয় নির্বাচন কমিশন ৷ এবার মার্চের শুরুতেই বঙ্গে আসছে কমিশনের ফুল বেঞ্চ ৷ তখনই হতে পারে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ ৷

ETV Bharat
জাতীয় নির্বাচন কমিশন
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 7, 2024, 7:28 AM IST

কলকাতা, 7 ফেব্রুয়ারি: দিনক্ষণ ঘোষণা না হলেও আসন্ন লোকসভা নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ৷ মার্চের শুরুতেই রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ । মুখ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে যে, 1 মার্চ অথবা মার্চের প্রথম সপ্তাহেই রাজ্যে আসবে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ । সবকিছু পরিকল্পনামাফিক এগোলে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহেই লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করা হতে পারে ।

লোকসভা ভোট নিয়ে গতবছর থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে মুখ্য নির্বাচন কমিশন । জেলাশাসক এবং প্রতিটি জেলার নির্বাচনী আধিকারিকদের সঙ্গে এই নিয়ে দফায় দফায় বৈঠকও করেছে কমিশন । অন্যান্য বারের চেয়ে অনেক আগে ভোট সংক্রান্ত বিষয়ে প্রকাশিত হয়েছে বেশ কিছু বিজ্ঞপ্তিও । রাজ্যের নির্বাচনী প্রস্তুতি কাজ কেমন চলছে, কোথাও কোনও সমস্যা রয়েছে কি না, কোন এলাকায় নিরাপত্তায় আরও জোর দেওয়ার প্রয়োজন রয়েছে এই সব বিষয়-সহ অন্যান্য একাধিক বিষয় খতিয়ে দেখতেই রাজ্যে আসছে কমিশনের ফুল বেঞ্চ ।

এখনও পর্যন্ত জানা গিয়েছে যে, 1 মার্চ কলকাতায় পৌঁছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক-সহ অন্যান্য দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবে ফুল বেঞ্চ । 2 মার্চ সকাল 10টা থেকে রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলগুলির সঙ্গে করবে বৈঠক করবেন ফুল বেঞ্চের আধিকারিকরা । অভাব অভিযোগ শুনবেন । এরপর সমস্ত জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক চলবে । 3 মার্চ রাজ্য সরকারের বিভিন্ন দফতরের সঙ্গে হবে বৈঠক । এরপর বৈঠক করবে কলকাতা পুলিশ কমিশনার, রাজ্য পুলিশের ডিজি, স্বরাষ্ট্রসচিব ও মুখ্যসচিবের সঙ্গে ৷ তারপরেই জাতীয় নির্বাচন কমিশন মুখোমুখি হবে সংবাদমাধ্যমের । সব মিটিয়ে ওইদিনই ফুল বেঞ্চ দিল্লি ফিরে যাবে ৷

বাংলার পাশাপাশি অন্যান্য রাজ্যেও একইভাবে লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে কাজ শুরু করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন । এরপর দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের একটি মেগা বৈঠকের পরেই আগামী 10 মার্চের মধ্যে আসন্ন লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করা হতে পারে বলে মনে করা হচ্ছে ।

আরও পড়ুন :

  1. লোকসভা ভোট কি 16 এপ্রিল, উত্তর দিতে বিজ্ঞপ্তি দিল নির্বাচন কমিশন
  2. নিয়মের ব্যতিক্রম, লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে সিআরপিএফ
  3. ভোট প্রচারে শিশুদের ব্যবহারে নিষেধাজ্ঞা, অমান্য হলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি নির্বাচন কমিশনের

কলকাতা, 7 ফেব্রুয়ারি: দিনক্ষণ ঘোষণা না হলেও আসন্ন লোকসভা নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ৷ মার্চের শুরুতেই রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ । মুখ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে যে, 1 মার্চ অথবা মার্চের প্রথম সপ্তাহেই রাজ্যে আসবে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ । সবকিছু পরিকল্পনামাফিক এগোলে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহেই লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করা হতে পারে ।

লোকসভা ভোট নিয়ে গতবছর থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে মুখ্য নির্বাচন কমিশন । জেলাশাসক এবং প্রতিটি জেলার নির্বাচনী আধিকারিকদের সঙ্গে এই নিয়ে দফায় দফায় বৈঠকও করেছে কমিশন । অন্যান্য বারের চেয়ে অনেক আগে ভোট সংক্রান্ত বিষয়ে প্রকাশিত হয়েছে বেশ কিছু বিজ্ঞপ্তিও । রাজ্যের নির্বাচনী প্রস্তুতি কাজ কেমন চলছে, কোথাও কোনও সমস্যা রয়েছে কি না, কোন এলাকায় নিরাপত্তায় আরও জোর দেওয়ার প্রয়োজন রয়েছে এই সব বিষয়-সহ অন্যান্য একাধিক বিষয় খতিয়ে দেখতেই রাজ্যে আসছে কমিশনের ফুল বেঞ্চ ।

এখনও পর্যন্ত জানা গিয়েছে যে, 1 মার্চ কলকাতায় পৌঁছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক-সহ অন্যান্য দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবে ফুল বেঞ্চ । 2 মার্চ সকাল 10টা থেকে রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলগুলির সঙ্গে করবে বৈঠক করবেন ফুল বেঞ্চের আধিকারিকরা । অভাব অভিযোগ শুনবেন । এরপর সমস্ত জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক চলবে । 3 মার্চ রাজ্য সরকারের বিভিন্ন দফতরের সঙ্গে হবে বৈঠক । এরপর বৈঠক করবে কলকাতা পুলিশ কমিশনার, রাজ্য পুলিশের ডিজি, স্বরাষ্ট্রসচিব ও মুখ্যসচিবের সঙ্গে ৷ তারপরেই জাতীয় নির্বাচন কমিশন মুখোমুখি হবে সংবাদমাধ্যমের । সব মিটিয়ে ওইদিনই ফুল বেঞ্চ দিল্লি ফিরে যাবে ৷

বাংলার পাশাপাশি অন্যান্য রাজ্যেও একইভাবে লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে কাজ শুরু করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন । এরপর দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের একটি মেগা বৈঠকের পরেই আগামী 10 মার্চের মধ্যে আসন্ন লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করা হতে পারে বলে মনে করা হচ্ছে ।

আরও পড়ুন :

  1. লোকসভা ভোট কি 16 এপ্রিল, উত্তর দিতে বিজ্ঞপ্তি দিল নির্বাচন কমিশন
  2. নিয়মের ব্যতিক্রম, লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে সিআরপিএফ
  3. ভোট প্রচারে শিশুদের ব্যবহারে নিষেধাজ্ঞা, অমান্য হলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি নির্বাচন কমিশনের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.